ফিজিক্স (খুব কঠিন) নিয়ে কিছু কথা……

Physics…আমার কাছে এক রহস্যময় বিষয়। অতিমাত্রায় কাঠখোট্টা মনে হয় অনেকের কাছেই। এই জিনিস পড়তে নিলে বেশিরভাগই আমার মাথার উপর দিয়ে চলে যায়। তখন খুব অসহায় লাগে। অতিমাত্রায় কাঠখোট্টা মনে হয় অনেকের কাছেই। তাই ঘেটেঘুটে একটি নোট তৈরী করলাম আমার এবং আমার সমগোত্রীয়দের জন্য, শুধুমাত্র Physics বোঝার জন্য! শুরু করি...... (আহেম আহেম) :

 

লেকচারের পূর্বে বিষয়বস্তু (Topic)পড়া :


কোনো বিষয় নিয়ে পড়ার সময় আগে শুধু রিডিং করে তা বুঝতে ও নিজে নিজে তা আয়ত্ত করার চেষ্টা করতে হবে। নিজের পূর্বের পঠিত বিষয়গুলোর মাধ্যমে নতুন বিষয়টির সাথে আন্তঃসম্পর্ক খুঁজতে হবে, ও নিজের কনসেপ্ট ডেভেলপ করতে হবে। এর মধ্যে আবার ম্যাথটিকাল টার্মগুলোর পক্ষে বা বিপক্ষে কোনো শক্ত ধারণা পোষন না করাই  ভাল।

ক্লাসগুলোতে মনযোগ দেয়া :


পূর্বে নিজের মাঝে তৈরী করা কনসেপ্টগুলোকে এই সময়ে পুরোপুরি স্বচ্ছ করে নিতে হবে। দূর্বোধ্য অংশগুলো এই সময়েই ক্লিয়ার করে নিতে হবে। স্যার যখন ম্যাথমেটকাল টার্মগুলো প্রতিপাদন করবেন তখন পুরো Derivation টি মনে না থাকলেও অন্তত “পর্যায়ক্রমিক যা ঘটছে” তার আপনার সাধারন ধারনা রাখুন। ক্লাসগুলো চলাকালীন  নোট করুন ও স্যারকে প্রশ্ন করুন।( আমাদের পরিচিত পরিবেশে আমরা নিজেরা তো প্রশ্ন করিই না, আরেকজন প্রশ্ন করে বসলে থাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে ও ছাড়িনা। প্লিজ এটা করবেননা।)

বাড়িতে রিভাইজ করা :


আহরিত জ্ঞানকে আত্মস্থ করার জন্য বাড়িতে গিয়ে পড়াকে আবার রিভাইজ করুন। ম্যাথম্যাটিকাল কনসেপ্টগুলো হাতে কলমে প্রয়োগ করতে হবে।

অনুশীলনীর প্রশ্ন সমাধান করা :


Finally এই কাজটি আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুত করবে । পাশাপাশি এর মাধ্যমে টপিক সম্পর্কে আপনার ধারণা আরো স্পষ্ট হবে।

 

টিপস :

- গাণিতিক সমস্যা সমধান করার সময় Details এর উপর অধিক গুরুত্ব দিন।

- গণিতের উপর দক্ষতা অপরিহার্য। উপরের লেভেলে বেশিরভাগই Applied Math, বিশেষ করে ক্যালকুলাস। এক্ষেত্রে ইন্টিগ্রালগুলো সেট করতে পারাটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার।

- কনসেপ্ট গুলোর উপর অধিক কন্সেনট্রেট করুন। এগুলো আপনাকে শুধু গাণিতিক সমস্যা সমাধানেই সাহায্য করবে না, সমস্যা সমাধানের সময় আপনি মনে মনে একটি প্রতিরূপ(Image) সহজেই তৈরী করতে পারবেন।

Level 0

আমি Rubayet sadman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো পরামর্শ 🙂 সমস্যা হচ্ছে কেউ পরামর্শ দিলে সেগুলোও মাথার উপ্রে দিয়ে যায় 😀 আশা করি আপনার পরামর্শ কাজে লাগবে 😀 রসায়ন নিয়ে এমন সুন্দর পরামর্শ থাকলে আমাদের সাথে শেয়ার করবেন 🙂

আশা করি এইবার মাথার ভিত্রে দিয়া যাবে 🙂 আর রসায়ন নিয়েও পোস্ট হবে ইনশাল্লাহ।

সুন্দর টিউন……।

ধন্যবাদ