এডমিশনের সকল ওয়েবসাইট, আবেদনের তারিখ, পরীক্ষার তারিখ এর সর্বশেষ তথ্য তোমাদের জন্য । এবার ঘরে বসেই ঝটপট আবেদন টা সেরে ফেল ।
• BUET (বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) :
ওয়েবসাইটঃ http://www.buet.ac.bd
আবেদন শুরুঃ ২২ সেপ্টেম্বর, সকাল ১০টা।
আবেদন শেষঃ ৩০ সেপ্টেম্বর, বিকাল ৪.৩০ টা।
পরীক্ষার তারিখঃ ২ নভেম্বর।
• KUET (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ) :
ওয়েবসাইটঃ http://www.kuet.ac.bd
আবেদন শুরুঃ ২৩ অক্টোবর
আবেদন শেষঃ ২৮ অক্টোবর।
পরীক্ষার তারিখঃ ২৩ নভেম্বর।
• CUET (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ) :
ওয়েবসাইটঃ http://www.cuet.ac.bd
আবেদন শুরুঃ ২ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ৯ অক্টোবর রাত ১২ টা।
পরীক্ষার তারিখঃ ৯ নভেম্বর।
• RUET (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) :
ওয়েবসাইটঃ http://www.ruet.ac.bd
আবেদন শুরুঃ ১৮ সেপ্টেম্বর রাত ১২টা।
আবেদন শেষঃ ৬ অক্টোবর রাত ১২টা।
পরীক্ষার তারিখঃ ১৬ নভেম্বর।
• IUT (Islamic University of Technology):
ওয়েবসাইটঃ http://www.iutoic-dhaka.edu
আবেদন শুরুঃ ২ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ২২ সেপ্টেম্বর।
পরীক্ষার তারিখঃ ১৫ নভেম্বর।
• MIST (Military Institute of Science and Technology):
ওয়েবসাইটঃ http://www.mist.ac.bd
আবেদন শুরুঃ ১ অক্টবর।
আবেদন শেষঃ ৩১ অক্টবর।
পরীক্ষার তারিখঃ ৩০ নভেম্বর।
◆ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমূহ:
• SUST (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ) :
ওয়েবসাইটঃ http://www.sust.edu
আবেদন শুরুঃ ২০ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ১৫ অক্টোবর।
পরীক্ষার তারিখঃ ৩০ নভেম্বর।
• পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় :
ওয়েবসাইটঃ http://www.pstu.ac.bd
আবেদন শুরুঃ ১৮ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ১৫ নভেম্বর।
পরীক্ষার তারিখঃ ৩ ও ৪ ডিসেম্বর।
• হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটঃ http://www.hstu.ac.bd
আবেদন শুরুঃ ১৮ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ৯ অক্টোবর
পরীক্ষার তারিখঃ ২৫-২৭ অক্টোবর।
• পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় :
ওয়েবসাইটঃ http://www.pust.ac.bd
আবেদন শুরুঃ ২০ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ২৭ অক্টোবর।
পরীক্ষার তারিখঃ ১৪ , ১৫ নভেম্বর।
• বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় :
ওয়েবসাইটঃ http://www.bsmrstu.edu.bd
আবেদন শুরুঃ ১৫ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ১০ নভেম্বর।
পরীক্ষার তারিখঃ ২৯ , ৩০ নভেম্বর।
◆ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সমূহঃ
• BUTex (Bangladeh University of Textiles):
ওয়েবসাইটঃ http://www.butex.edu.bd
আবেদন শুরুঃ ২২ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ৯অক্টবর।
পরীক্ষার তারিখঃ ৮ নভেম্বর।
◆ বিশ্ববিদ্যালয় সমূহ:
• ঢাকা বিশ্ববিদ্যালয়:
ওয়েবসাইটঃ http://www.univdhaka.edu
আবেদন শুরুঃ ১২ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা।
পরীক্ষার তারিখঃ
ক-ইউনিট ২২ নভেম্বর,
খ-ইউনিট ৮ নভেম্বর,
গ-ইউনিট ১৫ নভেম্বর,
ঘ-ইউনিট ১ নভেম্বর,
চ-ইউনিট ২৩ নভেম্বর। (সকাল)
• জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় :
ওয়েবসাইটঃ http://www.juniv.edu
আবেদন শুরুঃ এখনো ঘোষণা করা হয়নি।
আবেদন শেষঃ এখনো ঘোষণা করা হয়নি।
পরীক্ষার তারিখঃ ২ থেকে ৯ নভেম্বর।
• জগন্নাথ বিশ্ববিদ্যালয় :
ওয়েবসাইটঃ http://www.jnu.ac.bd
আবেদন শুরুঃ ১৩ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ১০ অক্টোবর রাত ১২টা।
পরীক্ষার তারিখঃ
ক-ইউনিট ২২ নভেম্বর,
খ-ইউনিট ৮ নভেম্বর,
গ-ইউনিট ১৫ নভেম্বর,
ঘ-ইউনিট ১ নভেম্বর। (বিকাল)
• খুলনা বিশ্ববিদ্যালয় :
ওয়েবসাইটঃ http://www.ku.ac.bd
আবেদন শুরুঃ ২৫ সেপ্টেম্বর রাত ১২টা।
আবেদন শেষঃ ২৫ নভেম্বর রাত ১২টা।
পরীক্ষার তারিখঃ ৭-৯ ডিসেম্বর
• রাজশাহী বিশ্ববিদ্যালয় :
ওয়েবসাইটঃ http://www.ru.ac.bd
আবেদন শুরুঃ ১৮ সেপ্টেম্বর রাত ১২টা।
আবেদন শেষঃ ৬ অক্টোবর রাত ১২টা।
পরীক্ষার তারিখঃ ১০-১৪ নভেম্বর।
• চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় :
ওয়েবসাইটঃ http://www.cu.ac.bd
আবেদন শুরুঃ ১২ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ৩১ অক্টোবর।
পরীক্ষার তারিখঃ
A ইউনিট- ১৯ নভেম্বর সকাল।
B1 ইউনিট- ২৩ নভেম্বর।
B(2-7) ইউনিট- ২৫ নভেম্বর।
C(1-3)ইউনিট- ১৭ নভেম্বর।
D(1-3)ইউনিট- ১৬ নভেম্বর।
E ইউনিট- ২১ নভেম্বর।
F ইউনিট- ১৯ নভেম্বর বিকাল।
G ইউনিট- ১৮ নভেম্বর বিকাল।
H(1-3)ইউনিট- ১৮ নভেম্বর সকাল।
I ইউনিট- ২০ নভেম্বর।
• কুমিল্লা বিশ্ববিদ্যালয় :
ওয়েবসাইটঃ http://www.cou.ac.bd
আবেদন শুরুঃ ১০ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ১২ অক্টোবর।
পরীক্ষার তারিখঃ
A ইউনিট- ৭ নভেম্বর।
B ইউনিট- ৬ নভেম্বর।
C ইউনিট- ৮ নভেম্বর।
• বরিসাল বিশ্ববিদ্যালয় :
ওয়েবসাইটঃ http://www.barisaluniv.edu.bd
আবেদন শুরুঃ ১ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ১৮ অক্টোবর।
পরীক্ষার তারিখঃ ২৭, ২৮ নভেম্বর।
• ইসলামী বিশ্ববিদ্যালয় :
ওয়েবসাইটঃ http://www.iu.ac.bd
আবেদন শুরুঃ ২৮ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ৩০ অক্টোবর।
পরীক্ষার তারিখঃ ১৬ থেকে ২১ নভেম্বর।
• বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় , রংপুর :
ওয়েবসাইটঃ http://www.brur.ac.bd
আবেদন শুরুঃ ২৫ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ এখনো জানা যায়নি।
পরীক্ষার তারিখঃ ১৬ থেকে ২১ নভেম্বর।
• চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় :
ওয়েবসাইটঃ http://www.cvasu.ac.bd
আবেদন শুরুঃ ২৫ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ১০ নভেম্বর।
পরীক্ষার তারিখঃ ৭ ডিসেম্বর, শনিবারত সকাল ১০টা।
◆ কৃষি বিশ্ববিদ্যালয় সমূহ:
• বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) :
ওয়েবসাইটঃ http://www.bau.edu.bd
আবেদন শুরুঃ ৪ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ৩ অক্টোবর।
পরীক্ষার তারিখঃ ৯ নভেম্বর।
• শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় :
ওয়েবসাইটঃ http://www.sau.ac.bd
আবেদন শুরুঃ ১৫ সেপ্টেম্বর রাত ১২টা।
আবেদন শেষঃ ১৩ নভেম্বর রাত ১২টা।
পরীক্ষার তারিখঃ ২৯ নভেম্বর।
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় :
ওয়েবসাইটঃ http://www.bsmrau.edu.bd
আবেদন শুরুঃ ৪ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ৩০ অক্টোবর।
পরীক্ষার তারিখঃ ৮ নভেম্বর।
◆ মেডিকেল কলেজ সমূহঃ
• মেডিকেল কলেজ সমূহঃ
ওয়েবসাইটঃ http://www.dghs.gov.bd
আবেদন শুরুঃ ৪ সেপ্টেম্বর।
আবেদন শেষঃ ১৮ সেপ্টেম্বর।
পরীক্ষার তারিখঃ ৪ অক্টোবর।
• আর্মড ফোর্স মেডিকেল কলেজঃ
ওয়েবসাইটঃ http://www.afmcbd.com
আবেদন শুরুঃ ১০ সেপ্টেম্বর, সকাল ১০:০০টা।
আবেদন শেষঃ ১৭ সেপ্টেম্বর, দুপুর ২:০০টা।
পরীক্ষার তারিখঃ ২৫ অক্টোবর, শুক্রবার সকাল ১০:০০টা
আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
A stupid learner
খুবই দরকারি এবং তথ্যবহুল টিউন! ধন্যবাদ আপনাকে!