কপিরাইট সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি! খেল খতম!

উইন্ডোজ চালানোর দিন মনে হয় শেষ হয়ে গেল! টিকফা চুক্তির ফলে এখন আমরা কপিরাইট আইন এর অধীনে ফেঁসে গেছি। ইটস টাইম ফর লিনাক্স গাইজ! ল্যাপটপ নিয়া মনে হয় রাস্তায় বের হওয়া যাবে না, আর এই চান্সে পুলিশ মামাদের টুপাইস কামানোর আরেকটা রাস্তা বের হয়ে গেল। আল্লাহই জানে কিছুদিন পর কি হবে! Crack\Patch  এর দিন গেল!
😥
সেপ্টেম্বরে তথ্য মন্ত্রি সই করলে ইহা পুরোপুরি কার্যকর হবে! 🙁

Level 2

আমি নিয়াজ মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Get Wrecked.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

hudai faltu kotha
koi shunsen eishob????

খাইছে আমারে । আমরা তো মনে হয় বেশিরভাগ apps, software এর use করি crack or patch ব্যাবহার করে ।

we r doomed :'(

আরে ধুর। কি যে বলেন ভাই। এতদিন বাংলাদেশে জব্বার কাকুর সফটওয়্যার কত পাইরেসি হইছে। গান, cd তো বাদই দিলাম
আর ল্যাপটপ নিয়া রাস্তায় নামার কথা বললেন না। নিম্ন পদমর্যাদার কয়টা পুলিশ Windows আর linux এর পার্থক্য বুঝব।

এটা কি হইলো ?
এর থেকে কষ্টের আর কিছু হতে পারে?
আমার পিসির থেকেও তো উইন্ডোজ ৮ এর দাম বেশি ।

Level 2

Shihab Khan ভাই ঠিক বলছেন। যাক এবার সরকার পুলিশ কে ট্রেনিং দিতে দিতে ৫ বসর লাগাইব। এই ফাকে আমরা…………………………………………………।

ভাই আপনি এইটা কি শুনাইলেন 🙁

Level 0

Vai aisob niye chinta korar dorkar nai.

ঘোড়ার চাবুক কিনতে এখন দেখি ঘোড়ায় বিক্রি করা লাগবে

Level 0

বাংলাদেশে এটা অসম্ভব. No tension do problem……. 😆

    @SENAT1831: ভাই আমি একটু সমস্যায় আছি। প্লিজ হেল্প মি।
    আমি BackTrack এর iso ফাইল ডাউনলোড করেছি। পরে তা সিডি তে Bootable করে রাইট করেছি। এখন আমি যখন সিডি দিয়ে সেটআপ দিতে যাই, তখন একটু লোড হয়ে লাল ব্যাকগ্রাউন্ড এর মাঝে কিছু লেখা আসে। কিছুক্ষন পর কিছু লেখা error আসে। এখন কি করবো বুঝতে পারছি না। পারলে একটু জানিয়েন। অথবা আমাকে যদি BackTrack সেটআপ দেওয়া একটা টিটোরিয়ালের লিংক দিতেন তাহলে ভাল হতো।
    কষ্ট করে পড়ার জন্য Thanks.

      @Mehedi Hasan: মনে হচ্ছে পাইরেসি তে পাইসে।। আপনি তোঁ ফেসে গেছেন।। কাল computer science এ PHD করা হাবিলদার আসবে আপনার মেশিন জব্দ করতে।।

      হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা জাস্ট মজা করলাম

      @Mehedi Hasan: এইখানে
      https://www.facebook.com/groups/linux.loverz/
      বা
      forum.linuxdesh.org
      বলেন

      Level 2

      @Mehedi Hasan: টরেন্ট দিয়া ডালো দেন।

      Level 0

      @Mehedi Hasan: ভাই আপনার Blacktrack এর ISO File Pendrive এ Write করে Boot করুন। Error দেখানোর সম্ভাবনা অনেক কম, তবুও না হলে বলবেন। ধন্যবাদ 🙂

    @SENAT1831: ডায়লগ তা নতুন! 😉 😛

Level 0

আমালারা এই তথ্য প্রযুক্তি কিছু বুইঝাই বিপদ হইছে….মাল খাওনের নতুন তরিকা বাইর কইরা ফালাইছে…

amr jana m0te eta 2021 shaler june theke karj0k0r h0be 🙂

যাক পাইরেসি বাদ যাবে এতোদিন এ। উইন্ডোজ এর পাইরেসি এর সাথে সাথে অন্যান্য সফটওয়্যার ও বাঁচবে।

Level 0

মজার কথা শোনেন ভাইয়েরা। আমি জুডিসিয়াল আদালতে স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি করে। স্টোনোরা হচ্ছেন ম্যাজিস্ট্রেট (বিচারক)দের পারসোনাল অফিসারদের মতো। কথা হচ্ছে আমাদের স্যারেদের কম্পিউটারে যখন প্রোগ্রাম জাতীয় কোনো সমস্যা হয় তখন তা সারানোর জন্য আমাদের ডাক পড়ে। যখন বলি অমুক সফটওয়্যার তমুক সফটওয়্যার লাগবে। তাদের এক কথা যেভাবে পারেন নেট থেকে নামিয়ে দিন। যদি বলি এটা তো স্যার ট্রায়াল ভার্সন। স্যারেদের দাবড়ানি, “সামান্য সিরিয়াল কি টাও সংগ্রহ করতে পারেন না।! আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। দ্রুত সিরিয়াল/ ক্রাক/ প্যাচ খুঁজে বের করুন।” এখন আপনারাই বলুন পুলিশ মামারা ধান্ধার কারণে যদি কাউকে ধৃতও করে, সেখানে তার বাস্তবসম্মত সাজা কতটুকু হওয়া উচিত বা আদৌ হবে কিনা! আরো মজার বিষয় হলো সরকার বিভিন্ন সরকারি অফিস-আদালতে কম্পিউটার এবং কম্পিউটারের এক্সেসরির এবং এ সংক্রান্ত বিল দিলেও সফটওয়্যার/ প্রোগ্রাম কেনার জন্য চারআনা পয়সাও দেয় না। তাই এসব প্রতিষ্ঠানগুলো পাইরেটেড সফটওয়্যারের কারখানা ছাড়া আর কিছুই নয়। সুতরাং সরকারই সবচেয়ে বড় আইন অমান্যকারী। পাইরেটেড বিরোধী মহাজ্ঞানীদের বক্তব্য কী? অচিরেই জানান।

    @tanvirbd5: অসাধারন কথা বলছেন! 😀 আপনার সাথে কোটি আনা সহমত -_- আমাদের স্কুলেই এই অবস্থা! প্রতিটা কম্পিউটার এ পাইরেটেড উইন্ডোজ, পাইরেটেড এন্টিভাইরাস। সরকার এই আইন যদি করেও, সরকার নিজেই ফকির হবে এসব খরচ দিতে দিতে :v

    @tanvirbd5: যে শস্যে দিয়া ভূত সারাব , সেই শস্যেতেই যদি ভূত থাকে ।
    তাইলে কি হইব

    @tanvirbd5: ইয়া মোর খোদা! ইতা কিতা কইলেন?! 😀

বাংলাদেশে এইটা সম্ভব নহে ভাইজান 😆 আর যদি করেও ১-২ মাস পর সরকার নিজেই আবার এই আইন তুলে নিবে। নয়তো বছর হাজার হাজার কোটি ডলার বিদেশে চলে যাবে শুধু সফটওয়্যার এর পেছনে :mrgreen:

আমারে কেউ মাইরালা!!!!!!!!!! হাসমু না কানমু বুজতাসিনা। কয়দিন আগে JSP সুবিধা বাতিল মারসে এহন আবার বাংলাদেশিগো থাইকা টেকা কামানোর ধান্দা……… কিন্তু অরা বাংলাদেশি গো চিনে না ।। আমরা ওগো মত পুলিশ দেকলেই হাত তুলি দারাইনা…… আমারা অতটা ভদ্রনা…… So পাইরেসি ????? হা হা হা হা হা হা হা এটা একটা ক্রাইম?????? কে আটকাইব মামা????? পুলিশ????হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা

লল

Level 2

পুরা হার্ড ডিস্ক এনক্রিপ্ট কইরা রাখুম। দেখুম কিভাবে আমারে ধরে। হাজার হোক ‘যত গর্জে তত বর্ষে না।

gan ar piracy bondo na kore software ar pise lagse…alllah hedayet dao ar kerek

আগে কার্যকর হইতে দেন তারপর দেখেন কি করি।

আরে মিয়া এইটা কোন বেপার হইল dual boot ইউস করমু রাস্তায় বের হইলে LINUX আর ঘরে WINDOWS
আর আমাদের দেশের আবাল পুলিশের কম্পিউটার এর (ক) বুজে কিনা সন্দেহ তার উপর আবার সফটওয়্যার পাইরেসি বুজব ।

    @স্বপন মাহমোদ:
    ভাই ভাল বুদ্ধি দিছেন। যদিও মনে হয় দরকার হইব না।
    আমি Triple boot use করি। একটা seven, দুইটা XP . দরকার হইলে আরেকটা লাগামু Linux । সমস্যা কই।

কি যে বলেন আপনারা !!

আমাদের পুলিশের Pirated software কি তা বোঝার ক্ষমতা আছে নাকি ???

Level 0

পাইরেসি জিন্দাবাদ

Level 0

jei computer e biggopti ta type kora hoise shei PC te Windows ar MS Office er legal & paid version install kora… guarantee ki???? 😛

ভাই একটা সাহায্য চাই । আমি TECHTUNES এ TUNE করতে চাই । কিন্তু TUNE PUBLISH দিতে গেলে বলে, ” টিউনে ট্যাগের পরিমান অল্প (টিউনে কমপক্ষে 3 টি ট্যাগ থাকতে হবে, টিউনটিতে আছে 1 টি) ”

টিউনে ট্যাগটা আবার কি..? একটু বুঝিয়ে দিলে কৃতজ্ঞ থাকতাম ।
ধন্যবাদ ।

    Level 0

    @Himel Ahmed: আপনার টিউনে কমপক্ষে ৩ টি ট্যাগ থাকতে হবে, ট্যাগ add করতে, আপনি যেই Page টিউন সম্পাদনা করেন তার ডান পাশে নিচের দিকে দেখবেন Post Tags নামের Option রয়েছে, সেখানে আপনি লিখবেন আপনার পোস্ট এ দেওয়া Software এর নাম বা পোস্ট এর মূল বিষয়। ধরুন, আপনি একটি Software নিয়ে লিখছেন, সেটির নাম Post Tags এ লিখে Add চাপুন, আপনার Software টি কোন Operating System এ চলবে, মনে করেন, Windows 7 বা Windows 8 বা Windows যে কোন একটি লিখুন এবং Add চাপুন। ট্যাগ করা হয় Related Post এ দেখানোর জন্য। ধন্যবাদ

এতটুকুতেই কাইত হইলে চলবো রে ভাই!!
যেখানে আম্রিকায় প্রায় ২৫-৩০% মানুষ জেনুইন পাইরেটেড সফটওয়্যার ইউস করে সেখানে আমরা তো বাঙ্গালী 😛 । যাহারা ফ্রি পাইলে আলকাতরাও পেট ভরিয়া খায়।
Why so serious???
বেশিরভাগ ক্র্যাক, পাইরেটেড সফটওয়্যার পশ্চিমা দেশের হ্যাকাররাই বানায়। তাহারা বানাইয়া যদি পশ্চিমা দেশেই টিকিয়া থাকিতে পারে, আমরা বাঙ্গালীরা কেন নয়??
So no চিন্তা, do ফুর্তি। 🙂 🙂 🙂

Level 0

চিন্তার কারন নাই এইডা বাংলাদেশের আইন।

Level 0

basay basay giye sob soft check korbe naki? 😉

Level 0

যদি অবস্থা সিরিয়াস হয় তাহলে একটা কাজ করা যেতে পারে।প্রথমত একটা লিনাক্স এর সিডি/ডিভিডি কিনতে হবে।ল্যাপটপে হার্ডডিস্ক এ windows থাকলে থাকুক।BIOS এ গিয়া harddisk এর boot বন্ধ করে দিয়া boot শুধুমাত্র ডিভিডি রম চালু রাখব এবং লিনাক্স এর ডিভিডি বোঝেনতো কই রাখতে হবে! =D।এরপর ইচ্ছামতো ল্যাপটপ নিয়া বাইর হইয়েন।দেখি কোন পুলিশ ব্যাটার মাথায় অত্তো বুদ্ধি অই windows বাইর করবো………………………………………………………

Level 0

Catch me if you can. 😉

Level 0

Mamu notun aisi elakai…Comment gulan poira jobbor moja pailam….Jotil shob comment (amar nijer ei 2ta bade). 😉 🙂