আপনারা যারা বিদেশে উচ্চ শিক্ষার কথা ভাবছেন তাদের জন্য এই টিউন ….. (11)….

এর আগেও আমি ফিনল্যাণ্ড, জার্মানি , আয়ারল্যান্ড,অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা,মালয়েশিয়া, চীন সম্পর্কে লিখেছি.আজ আমি আপনাদের ফ্রান্স
সম্পর্কে জানিয়ে টিউন করব .আশা করি কাজে লাগবে ........

বিদেশে উচ্চশিক্ষা :ফ্রান্সেও পড়াশোনার ভালো সুযোগ আছে

ফ্রান্সে পড়াশোনার চার ধাপ

বিশ্ববিদ্যালয় নির্বাচন ও কাগজপত্র প্রস্তুত

সবার আগে বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখতে হবে।

ভর্তির আবেদন

প্রয়োজনীয় কাগজপত্র ও ফিসহ বিশ্ববিদ্যালয়ের দিক-নির্দেশনা অনুসরণ করে আবেদনপত্র পাঠাতে হবে। কর্তৃপক্ষ যোগ্য শিক্ষার্থীদের ঠিকানায় 'অফার লেটার' পাঠাবে।

ভিসা আবেদন

অফার লেটার হাতে পাওয়ার পর ভিসার জন্য আবেদন করতে হবে ঢাকাস্থ ফরাসি দূতাবাসে। ভিসা-প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে।

ফ্রান্সে পৌছার পর

শিক্ষার্থীদের জন্য ইস্যু করা স্টুডেন্ট ভিসা পাসের মেয়াদ চার মাস। প্রয়োজনীয় ফি পরিশোধ করে মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়ন করে নিতে হবে। ফ্রান্সের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় বছরে দুবার_গ্রীষ্ম ও শীতকালীন সেশনে। সেশন শুরু হওয়ার অন্তত দুই-তিন মাস আগে থেকেই ভর্তি কার্যক্রম শুরু করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে দরকারি তথ্য জেনে আগেই প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রাখা ভালো।

ভর্তি ও ভিসা আবেদন

বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করার পর প্রয়োজনীয় কাগজপত্র এবং ফিসহ বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনা অনুযায়ী ভর্তির আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাগজপত্র ও তথ্য যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের ঠিকানায় অফার লেটার পাঠায়। অফার লেটার হাতে পাওয়ার পর ভিসার জন্য আবেদন করতে হবে ঢাকার ফ্রান্স দূতাবাসে।
ঠিকানা : রোড-১০৮, বাড়ি-১৮, গুলশান, ঢাকা, ফোন : ০২-৮৮১৩৮১২, ওয়েব : http://www.ambafrance-bd.org

ফরাসির পাশাপাশি ইংরেজিতে পড়াশোনা

ফ্রান্সের অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই ফরাসি ভাষা পড়ানো হয়। তবে ইংরেজি ভাষায় পড়ানো হয় এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও কম নয়। তবে ফরাসি ভাষা জানা থাকলে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ পেতে সুবিধা হয়। দেশটিতে পড়তে যাওয়ার আগেই ফরাসি ভাষা শিখতে পারবেন ঢাকা ও চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজ থেকে।
বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন : আলিয়ঁস ফ্রঁসেজ, ২৬ মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা, ফোন : ০২-৮৬১১৫৫৭। অনলাইনেও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এ সাইট থেকে http://www.afdhaka.org

কেমন খরচ হবে

প্যারিসে থাকতে গেলে সাধারণত রুম ভাড়া বাবদ প্রতি মাসে একজন শিক্ষার্থীর ৪০০ থেকে ৬০০ ইউরোর মতো লাগে। খাওয়া ও আনুষঙ্গিক খরচের জন্য লাগে আরো প্রায় ৫০০ ইউরো। ব্যাচেলর স্তরের পড়াশোনা করতে গেলে বিষয় ও বিশ্ববিদ্যালয়ভেদে প্রতিবছর ছয় থেকে ১৫ হাজার ইউরো গুনতে হয় শিক্ষার্থীকে। উল্লেখ্য, প্রতি ইউরো সমান ৯০ টাকা।

পড়াশোনার পাশাপাশি কাজ

সপ্তাহে ২০ ঘণ্টা কাজের নিয়ম থাকলেও ছুটির দিনগুলোতে ফুলটাইম কাজের সুযোগ পান শিক্ষার্থীরা। প্যারিসসহ জনবহুল ও ব্যস্ত নগরীগুলোতে কাজের সুযোগ সবচেয়ে বেশি। ফ্রেঞ্চ ভাষা জানা থাকলে রেস্টুরেন্ট, দোকান, শপিং মলে কাজ করে ভালো আয় করা যায়।

আছে বৃত্তির সুযোগ

সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার বিভিন্ন বৃত্তি পান বিদেশি শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে ভিজিট করুন এই সাইটে_
http://ec.europa.eu /erasmus-mundus
আরো তথ্য পেতে ভিজিট করুন এ ওয়েব লিংকে http://www.campusfrance.org/en/index.htm

কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েব ঠিকানা

My Facebook FanPAGE: http://www.facebook.com/zishantalukder011

My facebook profile:http://www.facebook.com/zishan.talukder.35

My LOVE FANPAGE:http://www.facebook.com/lovelinker011

ভালো লাগলে জানাবেন .

Level 0

আমি talukder011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো হচ্ছে ভাই। আমি আপনার সবগুলো লেখা পড়ি। যেহেতু আমার বাইরে যাবার ইচ্ছে আছে। চালিয়ে যান।
অনেক ধন্যবাদ আপনাকে।

Level 0

Bhai, Ami Bechalor of FineArts (BFA) te baire porar jonno France e jete chai…Jodi Apnar ei
somporke kono idea thake tahole please janaben. FineArts er jonno kon university ta valo hobe,
r koto lagbe amar 4year er course e.