আসসালামুআলাকুম। সবাই কেমন আছেন। ভাল থাকার জন্য দুওয়া করি। আমি আজ আপনাদের সাথে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি , সুজুক, সুবিধা, ইত্যাদি বিষয় আলোচনা করব। আর বেশি কথা না বলে কাজের কথায় আসা যাক।
এক
আপনারা যারা পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়তে চান। আপনারা ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষার জন্য অন লাইন এ ভর্তি পরীক্ষার ফরম ফিলাপ করতে হবে। অন লাইন এ ভর্তি পরীক্ষার ফরম ফিলাপ আপনি নিজে, সাইবার ক্যাফে, ইন্টারনেট দোকান বা বিভিন্ন পলিটেকনিক কলেজ এর আস-পাস এলাকায় ভর্তি পরীক্ষার ফরম ফিলাপ করে থাকে সেই জায়গা থেকে ভর্তি পরীক্ষার জন্য ফরম ফিলাপ করে নিতে পারেন।
দুই
আপনি যদি নিজে ফরম ফিলাপ করতে চান তা হলে নিচের এই লিঙ্ক টা তে ঢুকতে পারেন। প্রথম শিফট এ ভর্তি পরীক্ষার জন্য ফরম ফিলাপ এর সর্বশেষ তারিখ ১২/০৬/২০১৩ (রাত ১২.০০ পর্যন্ত)। এই লিঙ্ক এ বিস্তারিত সব কিছু আলোচনা করা হয়েছে।
http://www.bteb.gov.bd/downlodable_forms/DiplomaAddmissionGovt.pdf
তিন
এই খানে প্রতিটি বিভাগ এ চার বছর শিক্ষা দান করা হয়। চার বছরে আটটি সেমিষ্টা প্রতিটি সেমিষ্টার এর মেয়াদ ছয় মাস।
চার
এখান থেকে পাশ করার পর আপনি সরাসরি সাব-এসিষ্টেন ইঞ্জিনিয়ার বা এসিষ্টেন ইঞ্জিনিয়ার হিসেবে পদ মর্জদা দেওয়া হয়।
পাঁচ
এখান থেকেপাস করার পর বিভিন্ন জায়গায় বা প্রতিষ্টানে B.Sc ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নেওয়া যায়। যেমন- ডুয়েট, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, আইইবি ইত্যাদি প্রতিষ্টান থেকে বিএসই ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নেওয়া যায়।
ছয়
এখান থেকে পাস করার পর আপনি জব এর পাশা-পাশি ইভিনিং শিফট এ প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসই করতে পারবেন।এক দিকে যেমন টাকা ইনকাম+তিন বছর কাজের অবিঙ্গাতা অন্য দিকে বিএসই ডিগ্রী। তার পর আপনি নিজেই বুঝতে পারছেন আপনার কি অবস্তা হবে।
আরও একটা সুবিধা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ডিপ্লোমাদের জন্য বিএসই ডিগ্রী তিন বছরে করতে পারবেন।
সাত
অনেক কিছু আছে বলে শেষ করা যাবে না। তবে আপনাদের উপরে যে লঙ্ক এবং নিচে আরও তিনটি লিঙ্ক দিচ্ছি তাহাতে অনেক তথ্য পাবেন।
http://www.bteb.gov.bd/page.php?action=online_services&item=Form_Fillup
http://www.online-dhaka.com/105_1247_1536_0-polytechnic-institute-agargaon-dhaka.html
সবাই ভাল থাকেন। সুস্থ থাকেন এই দুওয়া করি।
বিঃদ্রঃ ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি jehad boksh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃ জিহাদ বখস। আমার জন্মস্থান কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট। study, travel, Business, IT, programming এই গুলোতে আমার খুব বেশি ইন্টারেষ্ট । তবে এই গুলোর কোনটা-ই এখন পর্যন্ত ১০% অর্জন করতে পারি নাই। আমার জন্য দুওয়া করবেন। যাতে এইগুলো আমি অনতত ৭০%-৮০% অর্জন করতে পারি।
ধন্যবাদ আপনাকে তথ্যমূলক পোষ্টটি করার জন্য। আমি ৯৫ এবং ৯৭এ এসএসসি ও এইচএসসি শেষ করেছি। তারপর আর পড়াশুনা আগায়নি। আমি বর্তমানে বিদেশে চাকুরী করতেছি ইঞ্জিনিয়ার হিসাবে। অর্থাৎ আমার প্রেক্টিক্যাল এক্সপ্রিয়েন্স দিয়ে কাজ করতেছি। আমার বর্তমান কোম্পানীই আমাকে কাজ শিখিয়েছে এবং তাদের সাথে কাজ করতেছি।কিন্তু আমার কোন শিক্ষাগত যোগ্যতা নাই। তাই অন্যকোন কোম্পানীতে ভাল সুযোগের জন্য আবেদন করতে পারতেছিনা। তাই আপনার কাছে জানতে চাই কোথায় ভর্তি হলে আমি ক্লাশ না করেও পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবো বা আমি কোথাও ভার্তি হতে পারবো কি না? কারন ডিপ্লোমা ডিগ্রীটা আমার খুব প্রয়োজন। জানালে উপকৃত হব।