পলিটেকনিক ইনস্টিটিউট বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি চলছে ,যারা ভর্তি হতে চান তাদের জন্য এই টিউন।

 

আসসালামুআলাকুম। সবাই কেমন আছেন। ভাল থাকার জন্য দুওয়া করি। আমি আজ আপনাদের সাথে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি , সুজুক, সুবিধা, ইত্যাদি বিষয় আলোচনা করব। আর বেশি কথা না বলে কাজের কথায় আসা যাক

এক

আপনারা যারা পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়তে চান। আপনারা ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষার জন্য অন লাইন এ ভর্তি পরীক্ষার ফরম ফিলাপ করতে হবে। অন লাইন এ ভর্তি পরীক্ষার ফরম ফিলাপ আপনি নিজে, সাইবার ক্যাফে, ইন্টারনেট দোকান বা বিভিন্ন পলিটেকনিক কলেজ এর আস-পাস এলাকায় ভর্তি পরীক্ষার ফরম ফিলাপ করে থাকে সেই জায়গা থেকে ভর্তি পরীক্ষার জন্য ফরম ফিলাপ করে নিতে পারেন।

দুই

আপনি যদি নিজে ফরম ফিলাপ করতে চান তা হলে নিচের এই লিঙ্ক টা তে ঢুকতে পারেন। প্রথম শিফট এ ভর্তি পরীক্ষার জন্য ফরম ফিলাপ এর সর্বশেষ তারিখ ১২/০৬/২০১৩ (রাত ১২.০০ পর্যন্ত)এই লিঙ্ক এ বিস্তারিত সব কিছু আলোচনা করা হয়েছে।

http://www.bteb.gov.bd/downlodable_forms/DiplomaAddmissionGovt.pdf

 

তিন

এই খানে প্রতিটি বিভাগ এ  চার বছর শিক্ষা দান করা হয়। চার বছরে আটটি সেমিষ্টা প্রতিটি সেমিষ্টার এর মেয়াদ ছয় মাস।

চার

এখান থেকে পাশ করার পর আপনি সরাসরি সাব-এসিষ্টেন ইঞ্জিনিয়ার বা এসিষ্টেন ইঞ্জিনিয়ার হিসেবে পদ মর্জদা দেওয়া হয়।

পাঁচ

এখান থেকেপাস করার পর বিভিন্ন জায়গায় বা প্রতিষ্টানে B.Sc ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নেওয়া যায়। যেমন- ডুয়েট, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, আইইবি ইত্যাদি প্রতিষ্টান থেকে বিএসই ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নেওয়া যায়।

ছয়

এখান থেকে পাস করার পর আপনি জব এর পাশা-পাশি ইভিনিং শিফট এ প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসই করতে পারবেন।এক দিকে যেমন টাকা ইনকাম+তিন বছর কাজের অবিঙ্গাতা অন্য দিকে বিএসই ডিগ্রী। তার পর আপনি নিজেই বুঝতে পারছেন আপনার কি অবস্তা হবে।

আরও একটা সুবিধা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ডিপ্লোমাদের জন্য বিএসই ডিগ্রী তিন বছরে করতে পারবেন।

সাত

অনেক কিছু আছে বলে শেষ করা যাবে না। তবে আপনাদের উপরে যে লঙ্ক এবং নিচে আরও তিনটি লিঙ্ক দিচ্ছি তাহাতে অনেক তথ্য পাবেন।

http://www.bteb.gov.bd/

http://www.bteb.gov.bd/page.php?action=online_services&item=Form_Fillup

http://www.online-dhaka.com/105_1247_1536_0-polytechnic-institute-agargaon-dhaka.html

 

সবাই ভাল থাকেন। সুস্থ থাকেন এই দুওয়া করি।

বিঃদ্রঃ ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level New

আমি jehad boksh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ জিহাদ বখস। আমার জন্মস্থান কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট। study, travel, Business, IT, programming এই গুলোতে আমার খুব বেশি ইন্টারেষ্ট । তবে এই গুলোর কোনটা-ই এখন পর্যন্ত ১০% অর্জন করতে পারি নাই। আমার জন্য দুওয়া করবেন। যাতে এইগুলো আমি অনতত ৭০%-৮০% অর্জন করতে পারি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে তথ্যমূলক পোষ্টটি করার জন্য। আমি ৯৫ এবং ৯৭এ এসএসসি ও এইচএসসি শেষ করেছি। তারপর আর পড়াশুনা আগায়নি। আমি বর্তমানে বিদেশে চাকুরী করতেছি ইঞ্জিনিয়ার হিসাবে। অর্থাৎ আমার প্রেক্টিক্যাল এক্সপ্রিয়েন্স দিয়ে কাজ করতেছি। আমার বর্তমান কোম্পানীই আমাকে কাজ শিখিয়েছে এবং তাদের সাথে কাজ করতেছি।কিন্তু আমার কোন শিক্ষাগত যোগ্যতা নাই। তাই অন্যকোন কোম্পানীতে ভাল সুযোগের জন্য আবেদন করতে পারতেছিনা। তাই আপনার কাছে জানতে চাই কোথায় ভর্তি হলে আমি ক্লাশ না করেও পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবো বা আমি কোথাও ভার্তি হতে পারবো কি না? কারন ডিপ্লোমা ডিগ্রীটা আমার খুব প্রয়োজন। জানালে উপকৃত হব।

Bangladesh ar Polytechnic ato ta kharap akhono hoy ne ja class sara certificate deba

    @apon_adhora: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। আমিতো আর পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট চাইনি। শুধু মাত্র ক্লাশগুলিতে হাজির থাকতে পারবো না।

সুন্দর একটি টিউন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য কোন ডিপার্টমেন্ট সবচেয়ে ভাল হবে ? সিভিল , ইলেক্ট্রিক্যাল,মেকানিকাল নাকি অন্য কোনটা?সরকারি পলিটেকনিক এ নরমাল সাবজেক্ট নিয়ে পরলে ভাল হবে নাকি বেসরকারিতে ভালো সাবজেক্ট মানে তথাকথিত ভালো চাহিদার সাবজেক্ট নিয়ে পরলে ভালো হবে?আসা করি সঠিক দিক নির্দেশনা দিবেন এবং বিস্তারিত বুঝিয়ে বলবেন।

Level 0

@IT lover Bappy, সরকারি একটি পলিটেকনিকের ৮ম পর্বের ছাত্র হিসেবে আপনাকে বলব আপনি যেকোন পলিটেকনিকের যেকোন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারেন(যদিও ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আপনাকে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে)। বাংলাদেশে এখনো এমন অবস্থা তৈরি হয়নি যে অমুক বা তমুক বিষয়ে পড়ে আপনাকে বেকার থাকতে হতে পারে। যদিও যা-ই নিয়ে পড়েননা কেন ভাল করে পড়তে হবে এবং শিখতে হবে। মনে রাখবেন, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকা সত্ত্বেও কাজ/চাকুরি পায়না নিশ্চিতভাবে তাদের ব্যাবহারিক জ্ঞান নেই…। তাই বলব পড়ুন আর শিখুন। যেকোন বিষয়ে এক্সপার্ট হতে পারলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবেনা, এখানে বিষয় ততটা গুরুত্বপূর্ণ নয়। হাঁ, আপনার নিজের পছন্দ থাকতে পারে। তাই বলে অন্যের কথা শুনে বা নিজে থেকে কোন ডিপার্টমেন্টকে ছোট বা গুরুত্বহীন বললে ভুল বলবেন। কেননা এতে ভ্রান্তি-ই ছড়ায় শুধু।……… তবে হাঁ, পলিটেকনিক ইন্সটিটিউট নির্বাচনের বিষয়ে পরামর্শ চাইলে আমি বলব একটু কষ্ট করে প্রস্তুতি নিয়ে সরকারি পলিটেকনিক ভর্তি পরীক্ষায় অংশ নিতে(যে বিষয়ে এই দরকারি টিউনটি করা হয়েছে)। কারন হল, মুষ্টিমেয় ছাড়া এখনো বেশিরভাগ বেসরকারি পলিটেকনিকের শিক্ষার মান নিচের দিকেই রয়ে গেছে।

oh fine nice tune

Level New

আপনাকেও ধন্যবাদ । আসলে বাংলাদেশ এ কোথাও ক্লাস ছাড়া আপনি ডিপ্লোমা ডিগ্রী নিতে পারবেন না। আর আপনি বিদেশে থাকেন । বিদেশে এই রকম ক্লাস ছাড়া ডিগ্রী নেওয়া যায় কি না আমি জানি না। যদি বাংলাদেশ এ ডিগ্রী নিতে চান । তবে আপনাকে আমি একটা তথ্য দিতে পারি । যদি আপনার SSC & HSC সাইন্স তাকে তা হলে আপনি মনে হয় ক্লাস ছাড়া B.Sc ডিগ্রী নিতে পারেন। প্রতিষ্টানের নাম হচ্ছে IEB এইটা মুলত ডিপ্লোমা ডিগ্রী ধারী দের জন্য তবে আপনাদের একটা সুজুক আছে। তার পর ও আমি কনফার্ম না। আপনি যোগাযোগ করতে পারেন ঠিকানা; দি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার, বাংলাদেশ ( আই ই বি ) , রমনা, ঢাকা। ফোন ঃ ০২৯৫৬৭৮৫৫ (২.০০ pm – ৯.০০ pm)।

    @jehad boksh: ভাই মনে হয় আমার কমেন্টের উত্তর দিয়েছেন। এত পরে দিয়েছেন যে, খুজে পেতে……..। যাই হোক আপনাকে ধন্যবাদ তথ্যগুলি দেওয়ার জন্য।

Level New

বাপ্পি ভাই @ আপনার প্রশ্ন থেকে বুঝতে পারচি যে আপনি এই লাইনে নতুন। নতুন মানে আপনার এই লাইনে পরিচিত কেউ নেই যে ভাল জব বা ভাল প্রতিষ্টান আছে। যদি ভাল অবস্তানে কেউ থাকে উনি যদি সাপোর্ট দেয়। তাহলে উনি যে বিভাগ বা ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্ট নিয়ে পড়া- লেখা করেন সেটা হতে পারে প্রাইভেট অথবা পাবলিক পলিটেকনিক । আর আপনার যদি কোন পরিচিত না থাকে তাহলে আমার মতে আপনি টেক্সটাইল, সিভিল বা কম্পিউটার নিয়ে পরতে পারেন সেটা প্রাইভেট বা পাবলিক পলিটেকনিক হতে পারে। তবে হে এইগুলোর যে কোন একটি নিয়ে পড়লে ভাল ভাবে কাজ শিখতে হবে। আমি আসা করি এই বিভাগ এর যে কোন একটি থেকে পাস করার পর দুই- তিনটা ইন্টাভিউ ফেইছ করলে জভয়ে যাবে অথবা নিজে প্রতিষ্টা করতে চাইলে করতে পারবেন। আপনার কাছে আমার শেষ কথা হচ্ছে যে আপনি যে কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়েন তবে ভাল ভাবে কাজ শিখলে আপনার দাম অবশ্যই থাকবে, ভাল জব অবশ্যই পাবেন ।

Level New

Technoman vai @ হা আপনার কথা গুলো অনেক ভাল। ধন্যবাদ আপনাকে।

Level New

nayeem vai @ পজেটিভ কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

Level New

apon_adhora vai @ Bangladesh ar Polytechnic ato ta kharap akhono hoy ne ja class sara certificate deba এই কথা গুলো আরও একটু সুন্দর করে গুচিয়ে বললে বুদ হয় ভাল হত। তার পরও অনেক সুন্দর হয়েছে।

@Technoman ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্বের জন্য।আপনি কোন ডিপার্টমেন্ট এ পরেন?আমার কম্পিউটার এ পরার ইচ্ছা ছিল কিন্তু পরিচিত সবাই এমনকি পলিটেকনিক এর স্যার থেকে সবাই আতা নিয়ে পরতে বারন করসে জার কারনে কম্পিউটার এ পরার সপ্ন বাদ দিয়ে সিভিল,ইলেক্ট্রিক্যাল এ পরার ইচ্ছা পোষণ করছি ।তাই ১৫ তা নির্বাচন এর মধ্যে কম্পিউটার আকবার ও রাখি নি।১ম চিভিল,২য় ইলেক্ট্রিক্যাল ,৩য় মেকানিকাল ,৪র্থ ইলেক্ট্রনিক্স নির্বাচন করছি ,কেমন হয়েসে?আর সরকারি পলিটেকনিক এর নরমাল সাবজেক্ট এ chance পেয়ে কি পছন্দের সাবজেক্ট এর ডিপার্টমেন্ট এ পরা যায়?আর মেরিন ক্যামন?

@jehad boksh ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্বের জন্য।আপনি তো সিভিল এর সাথে কম্পিউটার এর কথা বললেন কিন্তু সিভিল তো কম্পিউটার থেকে অনেক ভালো সাবজেক্ট তাই না?তা না হলে যদি বিডি কম্পিউটার সাবজেক্ট এর চাহিদা বেশি থাকতো আমি অবশ্যই কম্পিউটার সাবজেক্ট এ পরতাম কিন্তু তা আর হল না। আর হা এই বিষয় গুলো একটু ক্লিয়ার করে বলেন।

Level New

bappy vai @ আমি এই কারনে কম্পিউটার বলেছিলাম যে বাংলাদেশ এর অনে ছেলে- মেরা আউটর্সোসিং করে মাসে লক্ক লক্ক টাকা ইনকাম করছে। আর আমি সিভিল থেকে কম্পিউটার বলি নাই। আর এইটা বলা যাবে না যে কম্পিউটার থেকে সিভিল অনেক ভাল বা সিভিল থেকে কম্পিউটার অনেক ভাল । কারন আপনি কাজ জানলে সকল ডিপার্টমেন্ট সমান ভেলু। বাংলাদেশ এ কম্পিউটার এর চাহিদা এইটা বলে লাভ নেই কারন কয়েক বছর এই ডিপার্টমেন্ট কয়েক বছর সেই ডিপার্টমেন্ট এইভাবে চাহিদা রদবদল হয়। আসল কথা হচ্ছে আপনার চাহিদা কি মানুষের কথায় কান দিয়ে লাভ নেই। কারন আপনার যে ডিপার্টমেন্ট এ চাহিদা সেই ডিপার্টমেন্ট নিয়ে আপনি পড়বেন। কারন সেই ডিপার্টমেন্ট এ আপনি ভাল পারফর্ম করতে পারবেন । না বুঝলে আবার প্রশ্ন করবেন। অনেক ভাল থাকবে এই কামনা করি।

@jehad boksh ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্বের জন্য।তাহলে কি কম্পিউটার এ পরাটা বেটার হবে সিভিল বা ইলেক্ট্রিক্যাল থেকে? চাকরীর জন্য কন্তা বেটার?আপনি কি পরেন?আপনার ফেসবুক আইডি এর লিঙ্ক তা দেন

Level New

IT vai @ আপনাকে আমার আর কিছু বলার নেই। যা বলার আমি উপরে বলে দিয়েছি। আমার FB ID http://www.facebook.com/mdjehadboksh

Level 0

ami 2011 ssc pass korci & 2013 ta hsc dishe………..

politacnic a vorti compition kamon…….

ar jonno ke coaching kora laga……….

what is the diference betwen 1st shift &2ndshift???

amar mona hay ay 8-10 din pora ami chance pabona……….

plz reply!!!!!!

Level 0

Asole uporer comments gulo valo laglo .. 1ta bepar holo Computer ar civil jai hok na keno option ta nijer je jeitai vlo tar sei deperment a pora tik

Level New

mamun vai @ আপনি ভর্তি পরিক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে এস এস সি তে জিপিএ ৩.৫০ থাকতে হবে।
পলিটেকনিক এ ভর্তি কম্পিটিশন মোটামোটি ভালই।
কোচিং করা আর না করা আপনার ব্যপার । কারন আমি দেখেছি অনেক ছাত্র/ছাত্রী কোচিং করে চ্যান্স পায় না। আবার অনেকে কোচিং না করেও চ্যান্স পায়। এটা আপনার উপর নিরর্ভর করবে।
আপনি বলেছেন যে প্রথম এবং দ্বিতীয় শিফট এর মধ্যে লাভ কি। কোন লাভ ক্ষতি নেই আপনি কাজ পারলে সব সমান।
আপনি চ্যান্স পাবেন কি না এটা আপনার মেধার উপর নিরর্ভর করবে। এই ৮-১০ দিন ভাল করে পড়া-শুনা করেন ইনসাআল্লা চ্যান্স পেয়ে যেতে পারেন।

Level New

bani vai @ আপনার মন্তব্যটি সঠিক। আপনাকে ধন্যবাদ

Level 0

@IT Lover Bappy, janina comment-ta porben ki na. Karon reply ta onek late kore dicci. Jai hok, ami computer engineering porci. I personally think that I did the right thing to choose this department to read in. Amar 1st choice computer silo. Ageo shikheci, ekhono shikhe jacci. Actually I’m enjoying to read in computer science. 7th semester-er puro somoy 1ta corporate protisthan-a job koreci(industrial attachment er pashapashi). I feel lucky that I got the chance to gather some professional experience. Apnio apnar poconder bisoy niye porun, hopeful thakun, valor korben insha allah.

@Technoman :Dhonnobad apnake.Apnar facebook id er link ta din

Level 0

fb.com/ArifHossain.CSE

আমি নিউ…..তাই আপনার পোষ্ট আর আপনাদের কমেন্ট পরে অনেক কিছুই জানলাম…

ধন্যবাদ…..

যদিও এটি আগের বছরের ইনফরমেশন। তবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন ভাই। ধন্যবাদ ভাই।

এবছরের পলিটেকনিক এডমিশনের জন্য আবেদন করুন এখানে
Polytechnic admission 2018 bd