FIA – CAT – ACCA এই গুলো হলো একাউন্টিং এর উচ্চ কোর্স গুলোর অন্যতম . আশা করি এই টিউন টি আপনাদের কাজে লাগবে . এডু টিউন স এ তেমন কেও আগ্রহ ভরে টিউন করে না .কিন্তু যারা করেছেন তাদের টিউন গুলি অনেক প্রয়জনীয় ..টিউন কম হয় বিধায় অনেক স্টুডেন্ট তাদের প্রয়োজনীয় ইনফরমেশন পায় না .তাই টিউনার দের অনুরুধ করছি এডু টিউন স এ প্রয়োজনীয় ইনফরমেশন ও আপডেট সংবলিত টিউন করতে .এখন কাজের কথায় আশা যাক ...............
ACCA এবং CAT কি?
The Association of Chartered Certified Accountants (ACCA) এবং Certified Accounting Technician (CAT) দুটি কোর্সই প্রফেশনাল কোর্স। ACCA কোর্সটি CA, CMA, CPA-এর মত সমমানের কোর্স। ACCA জাতিসংঘ স্বীকৃত এবং IFAC (The International Federation of Accountants) এর member, যে কারনে বিশ্বব্যাপী এর চাহিদা অনেক বেশী। বর্তমানে ১ লক্ষ ৪০ হাজার মেম্বার ও ৪ লক্ষ ৪ হাজার ছাত্র-ছাত্রীদেরকে ৮৩টি ACCA-এর নেটওয়ার্ক অফিসের মাধ্যমে ১৭৩টি দেশে Finance এবং Accounting এর উপর সম্মানজনক ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে ACCA সহযোগিতা করে যাচ্ছে। ACCA হচ্ছে দ্রুত অগ্রসরমান Global Accountancy Body।
FIA কি?
FIA হচ্ছে Foundations in Accountancy যা ACCA-এর Entry Level-এর Suite of qualifications যেগুলো থেকে Student বা তাদের পূর্বের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে Suitable কোর্স বেছে নিতে পারেন। যারা একেবারেই Entry Level থেকে শুরু করতে চান তাদের FIA-এর Introductory Certificate Level থেকে শুরু করতে হবে, যাদের কিছুটা Accounting Background আছে তারা FIA-এর Intermediate Certificate Level থেকে শুরু করতে পারেন। যাদের Accounting-এর Basic Strong কিন্তু Graduation নেই তারা FIA-এর Diploma Level থেকে শুরু করতে পারেন, তবে উল্লেখ্য যে Diploma Level এবং ACCA-এর Knowledge Level-এর Subject ৩টি একই, ফলে কোন Student Diploma Level শেষ করে সরাসরি ACCA-এর Skills Module-এ Study করতে পারেন তবে সেক্ষেত্রে CAT Qualification পাবেন না। যে সকল Student CAT Qualification dনতে চান তাদের পূর্বের ৯টি Subject Complete করতে হবে যার মধ্যে FIA-এর Introductory Certificate, Intermediate Certificate, Diploma এবং আরো ২টি Subject included আছে।
SSC/HSC পাশ ছাত্র-ছাত্রীরা কি ACCA, CAT কোর্সে ভর্তি হতে পারবে?
CAT হচ্ছে Accounting qualification যাতে Accounting-এর বেসিক থেকে শেখানো হয়। CAT কোর্স করে খুব দ্রুত ACCA-এ কোর্সে enrolled হওয়া যায়। সুতারাং যেকোন বিভাগ থেকে SSC/HSC পাশ শিক্ষার্থীরা CAT কোর্সে ভর্তি হতে পারবেন।
CAT, ACCA পড়া ভাল কেন? নাকি BBA, MBA ভাল?
প্রফেশনালদের চাহিদা সবসময়ই বেশি। BBA, MBA পড়তে হলে SSC পাশের পর HSC পাশের জন্য ২ বছরের অধিক সময় লাগবে তারপর BBA করতে তার আরও ৪ বছর সময় লাগবে- তারপর MBA করতে আরও ১ থেকে ২ বছর লাগবে। সুতরাং একজন শিক্ষার্থীকে Academic এই শিক্ষার জন্য ৭/৮ বছর সময় দিতে হচ্ছে সাথে খরচতো রয়েছেই। অন্যদিকে SSC/HSC এরপর একজন শিক্ষার্থী মাত্র ৪ থেকে ৪.৫ বছরে World Class Chartered Accountant হতে পারবে সাথে পাবে Oxford Brookes University, UK থেকে Applied Accounting-এ অনার্স ডিগ্রী।
CAT, ACCA পড়া কি খুব কঠিন?
মোটেই না কারণ একজন ছাত্র SSC/HSC/O Level করে মাত্র ৩ থেকে ৪ বছরে ACCA করতে পারে। যা অন্য কোন প্রফেশনাল ডিগ্রীর ক্ষেত্রে বেশি সময় লাগে। আবার একই সাথে মাত্র ৩ বছরে B.Sc (Hons) in Applied Accounting সার্টিফিকেট অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি, UK থেকে প্রদান করা হয় যা বাংলাদেশে Bachelor Degree-এর সমান।
ACCA পরীক্ষা পদ্ধতি কি?
পরীক্ষা পদ্ধতি খুবই সহজ। ACCA-তে এক সাথে একটি থেকে চারটি বিষয়ের উপর পরীক্ষা দেওয়া যায়। আবার যদি কেউ ৪টি পরীক্ষা দেয় যদি কোন বিষয়ে ফেল করে শুধু উক্ত বিষয় পরীক্ষা দিতে হবে। ACCA-তে ১০০ নম্বর এর মধ্যে ৫০ নম্বর পেলেই পাস।
FIA, CAT এবং ACCA করতে খরচ কেমন?
CAT/FIA করতে আনুমানিক খরচ ২ থেকে ২.৫ লক্ষ টাকা এবং FIA/CAT+ACCA করতে আনুমানিক খরচ ৪.৫ লক্ষ টাকা (UK-এর Registration ও Exam fee সহ।
ACCA করলে কি ধরনের Career Opprtunity আছে?
Accounting এর চাকরির ক্ষেত্রে High Remuneration এবং Top Ranking job পেতে পারে। যেমন- Chief Finance Officer (CFO), Auditor, Director or Partner of Accounting farm worldwide, Finance Director, Senior Internal Auditor, Business Advisor in a multinational company etc.
CUC-এ টিচার কারা আছেন এবং শিক্ষার মান ও পড়াশোনার পরিবেশ কেমন?
আমাদের Lecturing Team এর সকলেই CAT এবং ACCA qualified যে কারনে পড়াশোনার মান সবচেয়ে ভাল। আমাদের প্রতিষ্ঠানের Full time শিক্ষক অন্য কোন প্রতিষ্ঠানের ক্লাস নেন না এবং নিবেন না করণ শিক্ষকদের সাথে চুক্তি অনুযায়ী অন্য কোন প্রতিষ্ঠানের ক্লাস নেন না এবং নিবেন না কারণ শিক্ষকদের সাথে চুক্তি অনুযায়ী অন্য কোন প্রতিষ্ঠানে জড়িত হতে পারবেন না। আর ক্লাস নেয়ারতো প্রশ্নই আসে না। নিশ্চিত হওয়ার জন্য আমাদের অফিসে এসে Faculty মেম্বারদের সাথে কথা বলতে পারেন।
পরীক্ষা কখন এবং কোথায় হয়?
Paper Based পরীক্ষা বছরে দুইবার প্রতি জুন এবং ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। তবে Computer Based Exam বছরে যে কোন সময় অনুষ্ঠিত হয় এবং সবগুলো পরীক্ষাই British Council-এ দেওয়া যায়।
বিদেশে কি Credit Transfer করা যায়?
UK সহ ১৭৩ টি দেশে যে কোন পর্যায়ে Credit Transfer করা যায়। যেহেতু ACCA এর Main Organization একটাই।ACCA একমাত্র কোর্স যেখানে ১০০% Credit Transfer করা যায়।
ভর্তির প্রয়োজনীয়?
৩ কপি পাসপোর্ট সাইজ ছবি। সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং প্রয়োজনীয় ফি।
কোন প্রতিষ্ঠানে ভর্তির সময় শিক্ষার্থী এবং অভিভাবককে কি কি বিবেচনা করতে হবে?
Chartered University College প্রতিষ্ঠিত-২০০১-এ এবং ভর্তি শুরু হয় ২০০৩ এর শেষের দিকে।
CAT এবং ACCA একটি বিশ্বমানের প্রফেশনাল কোর্স যা HSC বা SSC করে মাত্র চার বছর সময় লাগে ACCA ডিগ্রী অর্জন করতে এবং তিন বছরে Accounting (Hons) সার্টিফিকেট পাওয়া যায়। কোর্সটি পড়ানোর জন্য বাংলাদেশে অসংখ্য কোচিং প্রাইভেট সেন্টার সেন্টার, ইনষ্টিটিউট ও ইউনিভার্সিটি কলেজ থাকলেও এর বেশীর ভাগ প্রতিষ্ঠানই ছাত্রছাত্রীর পড়াশোনার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হচ্ছে। ফলে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পরে এক ধরনের প্রতারণার শিকার হচ্ছে বৈকি। তাই ভর্তি হওয়ার সময় একজন শিক্ষার্থী এবং অভিভাবককে যে গুরুত্বপূর্ন বিষয়গুলি বিশেষ বিবেচনায় আনতে হবে-
My Facebook FanPAGE: http://www.facebook.com/zishantalukder011
My facebook profile:http://www.facebook.com/zishan.talukder.35
My LOVE FANPAGE:http://www.facebook.com/lovelinker011
ভালো লাগলে জানাবেন .
বি দ্র : আপনাদের কাছে যদি শিক্ষা বিষয়ক কোন ইনফরমেশন থাকে তাহলে দয়াকরে টিউন করবেন এডু টিউন স এ .
ধন্যবাদ
আমি talukder011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BBA শেষ করে ACCA করতে কতদিন সময় লাগবে এবং কত টাকা লাগবে, আর ACCA এর কোনো বিষয়ে ফেল করলে পুনরায় কত টাকা দিতে হবে