আপনারা যারা বিদেশে উচ্চ শিক্ষার কথা ভাবছেন তাদের জন্য এই টিউন ….. (9)….প্রসঙ্গ SAT(Scholastic Assessment Test)

হ্যালো .আশা করি সবাই ভালো  আছেন .এর আগের টিউন এ আমি আপনাদের IELTS সম্পর্কে জানিয়েছি . আজ আমি আপনাদের আরো একটি কোর্স সম্পর্কে বিস্তারিত জানাবো. আশা করি কাজে লাগবে. আজ আমি  লিখছি SAT সম্পর্কে. 

উত্তর আমেরিকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রিকয়্যারমেন্ট হল SAT(Scholastic Assessment Test)। এটির ব্যবস্থাপনা ও মালিকানা কলেজ বোর্ডের অধীনে এবং এটির প্রকাশনা, উন্নয়ন এবং মান প্রদান Educational Testing Service (ETS) দ্বারা পরিচালিত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য স্যাট প্রয়োজন। ২০০৫ সাল থেকে প্রবর্তিত নিয়ম অনুযায়ী স্যাট পরীক্ষার সময় ৩ ঘণ্টা ৪৫ মিনিট। এটি আবার দুই ভাগে বিভক্ত। যেমন- স্যাট-১ এবং স্যাট-২। বছরে সাতটি সময় স্যাট দেওয়ার সময় নির্ধারণ করা আছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মার্চ অথবা এপ্রিল, মে ও জুন।

পরীক্ষা পদ্ধতি
স্যাট-১ পরীক্ষায় মোট তিনটি অংশ থাকে। যথা: ক্রিটিক্যাল রিডিং বা পড়া, গণিত ও লেখা।
ক্রিটিক্যাল রিডিং বা পড়া
মোট তিনটি বিভাগে ক্রিটিক্যাল রিডিং বা পড়া -এর পরীক্ষাগুলো নেওয়া হয়। এর মধ্যে ২৫ মিনিট করে দুটি বিভাগ এবং একটি বিভাগের জন্য ২০ মিনিট সময় নির্ধারিত। বিভিন্ন ধরনের প্রশ্নগুলোর মধ্যে থাকে বাক্য সমাপ্তিকরণ এবং ছোট, বড় প্যাসেজ সম্পর্কে প্রশ্ন থাকে।  বাক্য সমাপ্তিকরণে সাধারণত ছাত্রদের শব্দজ্ঞান, বাক্য গঠন, বোঝার ক্ষমতা এবং সঠিক শব্দ দ্বারা বাক্য গঠন সম্পর্কিত প্রশ্নও থাকে।প্রশ্নপত্রে আসা প্রশ্নগুলো পর্যায়ক্রমে সহজ থেকে কঠিন হতে থাকে।

গণিত
এ বিভাগটি পরিচিত ক্যালকুলেশন সেকশন নামে। পরীক্ষার্থীরা গণিত পরীক্ষার সময় গ্রাফিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।তিনটি ভাগে ভাগ করা হয়েছে বিভাগটি।প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগের বেশির ভাগ অংশজুড়ে সঠিক উত্তর খুঁজে বের করার পদ্ধতি। এখানেও দুটি বিভাগে ২৫ মিনিট এবং তৃতীয় বিভাগে ২০ মিনিট সময় নির্ধারিত।
লেখা
এ বিভাগে সঠিক উত্তর খুঁজে বের করা প্রশ্নগুলোর মধ্যে পাবেন শব্দ এবং প্যারাগ্রাফ উন্নতিকরণ প্রশ্ন। ভুল কিছু প্রশ্ন দেওয়া থাকবে, যার ঠিক উত্তরটি দেওয়ার মাধ্যমে আপনার সাধারণ জ্ঞানের ভাণ্ডার যাচাই করা হবে। এ ছাড়া ২৫ মিনিটের মধ্যে রচনা লিখতে হবে। সামাজিক এবং আপনার এত বছরের শিক্ষাজীবন থেকে অর্জিত অথবা দেখাশোনার অভিজ্ঞতা থেকেও রচনাগুলো লেখা যাবে। তবে লিখতে হবে অত্যন্ত দ্রুততার সঙ্গে। প্রতিটি রচনার জন্য ১-৬-এর ভেতর স্কোর দেওয়া হবে। কোনো রচনা না লেখা হলে, বিষয়-বহির্ভূত রচনা, ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় লেখা হলে লেখা না হলে সেই রচনায় ০ স্কোর দেওয়া হবে।

স্যাট-২

যেসকল শিক্ষার্থী বিজ্ঞান এবং প্রকৌশল বিষয় নিয়ে পড়াশোনা করতে আগ্রহী তাদের জন্য স্যাট-২ দরকার। আমেরিকান সেন্টারের মতে, ‘বিদেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে, যারা অর্থনৈতিকভাবে শিক্ষার্থীদের সহায়তা করে থাকে। যা আমরা স্কলারশীপ বা বৃত্তি নামে জানি। এই বৃত্তি যে কেউ সহজেই পেতে পারে। এজন্য তাকে স্যাট-১ এর পাশাপাশি স্যাট-২ পরীক্ষাও দিতে হবে। স্যাট-২ বিষয়ভিত্তিক পরীক্ষা। এতে মোট আটটি বিষয় থাকে। বিষয়গুলোর মধ্যে রয়েছে- পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, রসায়ন,  গণিত এর মধ্যে থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো দুই-তিনটি বিষয় নির্বাচন করে সেসব বিষয়ের উপর পরীক্ষা দিবে। স্যাট-১ ও স্যাট-২-এর পরীক্ষা কাগজ-কলমে নেওয়া হয়। এখানে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রত্যেক বিষয়ের পরীক্ষার সময় ১.০০ ঘন্টা।

প্রস্তুতি

  • এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম ১২ থেকে ১৮ মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করতে হবে।
  • বাসায় নিয়মিত বেশি বেশি ইংরেজি পড়া, লেখা ও শোনার মাধ্যমে চর্চা করতে হবে।
  • স্যাট পরীক্ষার জন্য ইংরেজি শব্দভাণ্ডার যথেষ্ট শক্তিশালী হওয়া চাই। এ জন্য প্রতিদিন নতুন শব্দ শেখা ও তা চর্চার অভ্যাস করতে হবে।
  • গণিত বিষয়ের প্রতি অধিক মনোযোগ দিতে হবে।
  • আমেরিকান সেন্টারে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রস্তুতি ঝালাই করে নেওয়ার জন্য আমেরিকান সেন্টারের সদস্যপদ লাভ করে মক টেস্টে অংশগ্রহণ করতে পারেন।
  • নিজ সংগ্রহে প্রয়োজনীয় বই না থাকলে আমেরিকান সেন্টার লাইব্রেরীতে গিয়ে পড়তে পারেন। লাইব্রেরিতে বই বিক্রি করা হয়।

নিবন্ধন

  • যাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের রয়েছে তারা ঝামেলাবিহীনখভাবে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। পরীক্ষার ছয় মাস আগে থেকে এক সপ্তাহ পূর্ব পর্যন্ত অনলাইন নিবন্ধনকারীরা নিবন্ধন করতে পারে।
  • এছাড়া বৈদেশিক মুদ্রা বিনিময় সম্পাদনকারী যেকোনো ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট করে নিবন্ধন করা যায়। ব্যাংক ড্রাফটের মাধ্যমে নিবন্ধনকারীরা পরীক্ষার ছয় মাস আগে থেকে চার সপ্তাহ পূর্ব পর্যন্ত নিবন্ধন করতে পারে।
  • স্যাট-১ এর নিবন্ধন ফি ৭১ ডলার
  • স্যাট-২ এর নিবন্ধন ফি নির্ধারিত হয় নির্বাচিত বিষয় এর উপর ভিত্তি করে। এক বিষয় ৫৫ ডলার, দুই বিষয় ৬৪ ডলার এবং তিন বিষয় ৭৩ ডলার।
  • পরীক্ষার্থীদের অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হয়।

My Facebook FanPAGE: http://www.facebook.com/zishantalukder011

My facebook profile:http://www.facebook.com/zishan.talukder.35

My LOVE FANPAGE:http://www.facebook.com/lovelinker011

ভালো লাগলে জানাবেন .

Level 0

আমি talukder011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি জার্মানিতে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারের কথা ভাবছেন?

প্রবাসে বসেও শুধুমাত্র দেশের জন্য কিছু একটা করার প্রতিশ্রুতি নিয়ে বিনামূল্যে বাংলাদেশী ছাত্রছাত্রীদের সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জার্মানিতে বসবাসরত বাংলাদেশী ছাত্রছাত্রী এবং কর্মজীবীদের সমন্বয়ে ২০১১ সালে প্রতিষ্ঠিত বিসাগ (বিএসএএজি – বাংলাদেশী স্টুডেন্ট & এলুম্নাই এসোসিয়েশন ইন জার্মানি)।

২০১৩ এর ইংরেজি নববর্ষের প্রথমদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতন জার্মানিতে উচ্চশিক্ষার উপর সেমিনারের আয়োজন করেছিল বিসাগ। সারাদিনব্যাপি এই অনুষ্ঠানে উপস্থিত প্রায় দুই হাজার ছাত্রছাত্রীকে নিজেদের বহুবছরের হেঁটে আসা চেনা-পথ থেকে জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের উপর নানান তথ্য তুলে ধরেন জার্মান প্রবাসী বিসাগের সদস্যরা।

জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আবেদন করার ধাপসমূহ অথবা সফলভাবে জার্মানিতে পড়তে আসতে চাইলে যে ৭ টি কাজ অবশ্যই করতে হবে , কত টাকা খরচ হতে পারে, ঠিক কতটুকু জার্মান ভাষার পারদর্শিতা না থাকলেই নয় – এমন হাজারও প্রশ্নের উওর জানতে এবং জার্মানিকে প্রবাসী বাংলাদেশীদের অভিজ্ঞতার আলোকে নতুন করে জানতে দেখুন:

ওয়েবসাইট: http://bsaagweb.de/
ফেইসবুক ফোরাম: http://www.facebook.com/groups/BSAAG/
ফেইসবুকপেইজ: http://www.facebook.com/Bangladeshi.Student.Association.in.Germany
ইউটিউব: http://www.youtube.com/user/BSAAG

thanks