আপনারা যারা বিদেশে উচ্চ শিক্ষার কথা ভাবছেন তাদের জন্য এই টিউন ….. (7)………..

এর আগেও আমি ফিনল্যাণ্ড, জার্মানি , আয়ারল্যান্ড,অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা সম্পর্কে লিখেছি . আজ আমি আপনাদের মালয়েশিয়া সম্পর্কে জানিয়ে টিউন করব .আশা করি কাজে লাগবে ........

মালয়েশিয়া বর্তমানে শুধুমাত্র এশিয়ার মধ্যেই নয়, বরং সারাবিশ্বে একটি উন্নত দেশ হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি সর্বক্ষেত্রে মালয়েশিয়া পৃথিবীর বুকে একটি মডেল হিসাবে বিবেচিত হচ্ছে। আর তাই বিশ্ববাসীর নজর এখন এশিয়ার এই দেশটির দিকে। শিক্ষা ক্ষেত্রে মালয়েশিয়া সাম্প্রতিক বছরগুলোতে করেছে অভূতপূর্ব উন্নতি। সারা মালয়েশিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য উন্নতমানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা বিশেষত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা গ্রহনের জন্য মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছে। বাংলাদেশ থেকেও প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী মালয়েশিয়ায় পড়তে যাচ্ছে।

উচ্চ শিক্ষা ব্যবস্থা

  • মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা ব্যবস্থা ৪টি পর্যায়ে বিন্যস্ত। এগুলো হচ্ছে-
  • ডিপ্লোমা কোর্স- ২ থেকে ৩ বৎসর মেয়াদী
  • আন্ডার গ্র্যাজুয়েট কোর্স- ৩ থেকে ৫ বৎসর মেয়াদী
  • পোস্ট গ্র্যাজুয়েট কোর্স- ১ থেকে ২ বৎসর মেয়াদী
  • ডক্টরাল (PhD) কোর্স- ৩-৫ বৎসর মেয়াদী
  • এখানকার উচ্চ শিক্ষা ব্যবস্থা সেমিষ্টার ভিত্তিক।প্রতি শিক্ষা বর্ষ ৩টি সেমিষ্টারে বিভক্ত। যথা:
  • ১ম সেমিষ্টার : জানুয়ারী-এপ্রিল
  • ২য় সেমিষ্টার: মে-আগষ্ট
  • ৩য় সেমিষ্টার: সেপ্টেম্বর-ডিসেম্বর

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা

  • আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য ন্যূনতম ১২ বৎসরের পূর্বতন শিক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক সমমানের শিক্ষা
  • পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য ন্যূনতম ১৬ বৎসরের পূর্বতন শিক্ষা অর্থাৎ ব্যাচেলর ডিগ্রীধারী
  • ডিপ্লোমা কোর্সের জন্য নূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট
  • ডক্টরাল (PhD) কোর্সের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং ব্যাপক গবেষণালব্ধ অভিজ্ঞতা।

ভাষাগত যোগ্যতা

মালয়েশিয়ায় আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট পড়াশুনার জন্য বিদেশী শিক্ষার্থীদের ইংরেজী ভাষার নিম্নোক্ত যেকোন একটি যোগ্যতা থাকতে হবে।

  • TOEFL CBT SCORE 173 to 250
  • TOEFL IBT SCORE 61 to 100
  • IELTS (academic) 6.0 to 7.0

যেসব বিষয় পড়ানো হয়

মালয়েশিয়ার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য বিষয়ে পাঠদান করা হয়। নিচে মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার জন্য আদর্শ বিষয়গুলো উল্লেখ করা হলো:

  • বিজনেস ম্যানেজমেন্ট
  • ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি
  • মেডিসিন
  • ভেটেরেনারী মেডিসিন
  • মর্ডার্ন ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন
  • ফার্মাসিউটিক্যাল সায়েন্স
  • বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
  • চার্টার্ড একাউন্টেন্সি
  • হেলথ সায়েন্সেস
  • ইঞ্জিনিয়ারিং
  • এগ্রিকালচার
  • ফরেস্ট্রি
  • ইসলামিক ষ্টাডিজ
  • সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিজ
  • এনভায়রোনমেন্টাল সায়েন্স
  • ডিজাইন এন্ড আর্কিটেকচার

বিদেশে শিক্ষার্থীদের জন্য মালয়েমিয়ার সেরা বিশ্ববিদ্যালয় গুলো হচ্ছে:

  • University Technology Malaysia
  • University Tun Hussein Onn Malaysia
  • University Utara Malaysia
  • University of Malaya
  • University Technical Malaysia Melaca
  • University Sains Islam Malaysia
  • Tunku Abdul Rahman University
  • UCSL University
  • University of Kualalumpur
  • Malaysia Theological University
  • Panang Medical College
  • Wawsan Open University
  • University Technology Petronas
  • Swinburne University of Technology Sarawak Campus
  • Al-Madinah International University

বিদেশী শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া

  • আগ্রহী বিদেশী শিক্ষার্থীকে সর্বপ্রথম ইন্টারনেট থেকে তার পছন্দের বিশ্ববিদ্যালয়গু্লোর একটি তালিকা প্রস্তুত করতে হবে। অত:পর তাকে জানতে হবে তিনি যে বিভাগে ভর্তি হতে চান নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সে বিভাগে ভর্তির আবেদনের শেষ সময়সীমা কবে নাগাদ বিদ্যমান।
  • প্রতিষ্ঠানটির ভর্তি অফিস বরাবর ভর্তি তথ্য এবং আবেদন ফর্মের জন্য সরাসরি লিখতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও সরাসরি আবেদন ফর্ম ডাউনলোড করে নেয়া যেতে পারে।
  • কিছু বিশ্ববিদ্যালয়ে অন-লাইন আবেদন প্রক্রিয়া চালু আছে।
  • ভর্তি অফিস থেকে আপনাকে আবেদনপত্র, ট্রান্সক্রিপ্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত সব তথ্য জানাবে।
  • আপনাকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে “student pass” এর জন্য আবেদন করতে হবে।
  • আপনার পক্ষে আপনার পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান ইমিগ্রেশন হেডকোয়ার্টার্স এর “পরিচালক, পাস ও পারমিট বিভাগ” বরাবর আবেদন করবে।
  • আবেদনের ১ মাসের ভেতর ইমিগ্রেশন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করবে।
  • প্রয়োজনীয় সব কাগজপত্র এবং তথ্যাবলী সংগ্রহের জন্য আপনাকে কমপক্ষে ৬ মাস সময় হাতে রেখে প্রস্ততি শুরু করতে হবে।
  • আবেদনপত্র প্রক্রিয়াকরন, “Student pass” অনুমোদন এবং ভিসা ইস্যু ইত্যাদি সবকিছু মালয়েশিয়া থেকে সম্পন্ন করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

  • যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদের (এবং মার্কশীটের) ইংরেজি ট্রান্সক্রিপ্ট
  • স্কুল/কলেজ ত্যাগের ছাড়পত্র
  • TOEFL অথবা IELTS টেস্টের রেজাল্ট শীট
  • পাসপোর্টের ফটোকপি
  • আবেদন ফি পরিশোধের প্রমানপত্র
  • Security/Personal bond ফি পরিশোধের প্রমাণপত্র
  • Student pass এর ভিসা ফি পরিশোধের প্রমাণপত্র।

শিক্ষা ব্যয়

  • মালয়েশিয়ান পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে টিউশন ফি ৮৮২১ মার্কিন ডলার থেকে ১৭৬৪২ ডলার (সর্বমোট)
  • মাষ্টার্স পর্যায়ে খরচ পড়বে ৫৫৮৬ মার্কিন ডলার থেকে ১০২৯১ মার্কিন ডলার (সর্বমোট)
  • ডক্টরেট ডিগ্রীর গবেষনার জন্য খরচ পড়বে ৮৮২১ মার্কিন ডলার থেকে ১০২৯১ মার্কিন ডলার।

জীবনযাত্রার ব্যয়

মালয়েশিয়ায় একজন বিদেশী ছাত্র/ছাত্রীর জীবনযাত্রার বাৎসরিক ব্যয় ২৭০০ থেকে ৩০০০ মার্কিন ডলার।

স্বাস্থ্য বীমা

মালয়েশিয়ায় পড়তে আসা বিদেশী ছাত্রছাত্রীদের অবশ্যই পর্যাপ্ত স্বাস্থ্য ও ভ্রমন বীমা থাকতে হবে।

  • প্রতি সেমিষ্টারে বীমা খরচ ৩০ মার্কিন ডলার

অন্যান্য প্রয়োজনীয় তথ্য:

কাজের সুযোগ:

মালয়েশিয়ায় একজন বিদেশী ছাত্র/ছাত্রী তাদের পূর্ণকালীন (Full Time) শিক্ষা শুরু করার পর কাজের অনুমতির জন্য আবেদন করতে পারেন। একজন শিক্ষার্থী সেমিষ্টার পরবর্তী ছুটিতে অথবা ৭ দিনের অতিরিক্ত মেয়াদের কোন ছুটিতে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টা কাজ করার অনুমতি পেয়ে থাকেন। ক্যাম্পাসে কাজ করে যে উপার্জন করা সম্ভব তা দিয়ে টিউশন ফি বা জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। কাজ করতে আগ্রহী একজন শিক্ষার্থীর অবশ্যই “student pass” থাকতে হবে।

যেসব ক্ষেত্রে কাজ পাওয়া যায়:

মালয়েশিয়ায় বিদেশী শিক্ষার্থীরা রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প, মিনি মার্কেট ও হোটেলগুলোতে কাজ করতে পারেন। এসব কাজ থেকে মাসিক ৩০০ থেকে ৭৫০ মার্কিন ডলার পর্যন্ত উপার্জন করা সম্ভব।

ভিসা আবেদন :

মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার্থে “student pass” এর জন্য ঢাকাস্থ মালয়েশিয়ান দূতাবাসে যোগাযোগ করতে হবে। দূতাবাস কর্তৃক নির্দেশিত প্রক্রিয়ায় আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। তবে ভিসা ইস্যু করা হবে মালয়েশিয়া থেকে।

ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশনের ঠিকানা:

বাড়ী- ১৯, রোড- ৬, বারিধারা,

ঢাকা-১২১২

ফোন: ৮৮২৭৭৫৯

ই-মেইল: [email protected]

বিস্তারিত জানতে আপনার নিকটস্থ consultency  ফার্ম গুলো তে যোগাযোগ করুন .

My Facebook FanPAGE: http://www.facebook.com/zishantalukder011

My facebook profile:http://www.facebook.com/zishan.talukder.35

My LOVE FANPAGE:http://www.facebook.com/lovelinker011

ভালো লাগলে জানাবেন .

Level 0

আমি talukder011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Valoi laglo but amar to ekhon kaje lagbe na temon … Ami to ebar ssc exam dici science theke now diploma porte cassi kemon hobe…

SSC AR POREO MALAYASIA JAOA JAI APNI JEKONO AKTA CONSULTENCY TE JOGAJOG KOREN

Level 0

IELTS ছাড়া মালয়েশিয়া যাওয়া যাবে এরকম কোন কিছু ব্যবস্থা আছে নাকি ? সার্টিফিকেট এর মূল কপি লাগবো নাকি ?

ielts chara joa jai jodi apni normal conversation korte paren abong english vhalo bujhen.shadharonoto certificate ar mul copy lagbe in english version

ভাই আমি মালয়শিয়ায় আছি …. অনেকে দেখছি নাম ও লিখতে জানেনা অথচ স্টুডেন্ট ভিসায় মালয়শিয়া চলে আসছে….
জিজ্ঞাসা করলাম কত খরচ হয়েছে .. ৩ লক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজারের মত….

    Level 0

    @সাইফুল: তাহলে ভাইয়া আপনি একটু নিজের অভিজ্ঞতা থেকে কিছু বলুন । আমরা যারা উচ্চ শিক্ষা নেওয়ার ইচ্ছা আছে আমাদের অনেক উপকার হবে। অবশ্য এই টিউন থেকেও অনেক কিছু জানতে পারলাম । অনেক গুছিয়ে লিখেছেন লেখক ।

@ saiful .vhai apni thik bolchen. kichu agency ase jara ai kajti kore thake.
thanks for comment

Level 0

ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি জার্মানিতে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারের কথা ভাবছেন?

প্রবাসে বসেও শুধুমাত্র দেশের জন্য কিছু একটা করার প্রতিশ্রুতি নিয়ে বিনামূল্যে বাংলাদেশী ছাত্রছাত্রীদের সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জার্মানিতে বসবাসরত বাংলাদেশী ছাত্রছাত্রী এবং কর্মজীবীদের সমন্বয়ে ২০১১ সালে প্রতিষ্ঠিত বিসাগ (বিএসএএজি – বাংলাদেশী স্টুডেন্ট & এলুম্নাই এসোসিয়েশন ইন জার্মানি)।

২০১৩ এর ইংরেজি নববর্ষের প্রথমদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতন জার্মানিতে উচ্চশিক্ষার উপর সেমিনারের আয়োজন করেছিল বিসাগ। সারাদিনব্যাপি এই অনুষ্ঠানে উপস্থিত প্রায় দুই হাজার ছাত্রছাত্রীকে নিজেদের বহুবছরের হেঁটে আসা চেনা-পথ থেকে জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের উপর নানান তথ্য তুলে ধরেন জার্মান প্রবাসী বিসাগের সদস্যরা।

জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আবেদন করার ধাপসমূহ অথবা সফলভাবে জার্মানিতে পড়তে আসতে চাইলে যে ৭ টি কাজ অবশ্যই করতে হবে , কত টাকা খরচ হতে পারে, ঠিক কতটুকু জার্মান ভাষার পারদর্শিতা না থাকলেই নয় – এমন হাজারও প্রশ্নের উওর জানতে এবং জার্মানিকে প্রবাসী বাংলাদেশীদের অভিজ্ঞতার আলোকে নতুন করে জানতে দেখুন:

ওয়েবসাইট: http://bsaagweb.de/
ফেইসবুক ফোরাম: http://www.facebook.com/groups/BSAAG/
ফেইসবুকপেইজ: http://www.facebook.com/Bangladeshi.Student.Association.in.Germany
ইউটিউব: http://www.youtube.com/user/BSAAG

Level 0

আপনার টিউন টি অনেক ভালো লেগেছে । CSE এর জন্য মালয়েশিয়ার কোন ভার্সিটি ভালো হবে একটু বলবেন ?

ভাইয়া , যদি বিঙ্গান বিভাগ থেকে ক্লাস ১২ কমপ্লিট করে BSC In chivil/electrical করার জন্য বাইরে যেতে চাই , তাহলে কোন দেশ ভাল হবে ? আর ব্যায় কিরকম ? এছাড়া কাজ করে নিজের শিক্ষার ব্যায় বহন করার ব্যাবস্থা দেয় এমন জায়গায় যেতে চাচ্ছি । প্লিজ একটু জানাবেন ।