এর আগেও আমি ফিনল্যাণ্ড, জার্মানি , আয়ারল্যান্ড,অস্ট্রেলিয়া, আমেরিকা সম্পর্কে লিখেছি . আজ আমি আপনাদের কানাডা সম্পর্কে জানিয়ে টিউন করব .আশা করি কাজে লাগবে ........
প্রচুর সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী কানাডায় উচ্চ শিক্ষা গ্রহনে ব্যাপকভাবে আগ্রহী। অত্যন্ত মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য কানাডা সমগ্র দুনিয়ার শিক্ষার্থীদের কাছে অত্যন্ত কাঙ্খিত একটি দেশ।
সাধারনত নিম্নলিখিত ডিগ্রীসমূহ অর্জনের নিমিত্তে ছাত্রছাত্রীরা কানাডায় পাড়ি জমায়:
কিভাবে বিশ্ববিদ্যালয় সমূহে আবেদন করবেন:
সাধারনত ৩টি সেমিস্টারে ছাত্রছাত্রী ভর্তি করা হয়:
বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হওয়ার শিক্ষাগত, ভাষাগত ও অন্যান্য যোগ্যতা:
কোর্সের নাম | প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা | ভাষাগত দক্ষতা | অন্যান্য যোগ্যতা | মেয়াদ |
ব্যাচেলর ডিগ্রী | কমপক্ষে ১২ বৎসর মেয়াদী শিক্ষা | কমপক্ষে ৬-৬.৫ আইইএলটিএস স্কোর | স্ট্যাট-II কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক | ৩ থেকে ৪ বৎসর পূর্নকালীন স্টাডি |
মাস্টার্স ডিগ্রী | কমপক্ষে ১৬ বৎসর মেয়াদী শিক্ষা | কমপক্ষে ৬-৬.৫ আইইএলটিএস স্কোর | কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে GRE, GMAT ইত্যাদির প্রয়োজন হয়। | ১ বৎসর মেয়াদী পূর্নকালীন স্টাডি |
পি,এইচ,ডি ডিগ্রীর ক্ষেত্রে ৩ বৎসর পূর্নকালীন অধ্যায়ন করতে হয়।
যেসব বিষয়ে অধ্যায়ন করতে পারেন:
কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে পাঠ্য বিষয়ের এক বিপুল সমারোহ। আপনি নিচের বিষয়গুলো থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের বিষয়টি
universities:
প্রয়োজনীয় কাগজপত্র:
কানাডায় কোন বিশ্ববিদ্যালয় ভর্তি হতে হলে একজন শিক্ষার্থীকে নিম্নলিখিত কাগজপত্রগুলো সংগ্রহ করতে হবে:
শিক্ষা ব্যয়:
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যয়ের পরিমান বিভিন্ন। তবে গড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে ৬ হাজার কানাডিয়ান ডলার থেকে ১৭০০০ ডলার পর্যন্ত ব্যয় হয়ে থাকে। আর গ্র্যাজুয়েট পর্যায়ে ৬০০০ থেকে ৩০০০০ ডলার পর্যন্ত খরচ হতে পারে।
জীবনযাত্রার ব্যয়:
একজন শিক্ষার্থীর সারা বছরের থাকা খাওয়া ও অন্যান্য খরচের জন্য প্রায় ১১০০০ থেকে ১৪০০০ ডলার প্রয়োজন হয়।
কাজ করার সুযোগ:
কানাডায় অধ্যয়নরত শিক্ষার্থীরা পড়াশনার বাইরে সপ্তাহে ২০ ঘন্টা কাজের অনুমতি পেয়ে থাকে যা তাদের স্টুডেন্ট ভিসার মেয়াদ পর্যন্ত কার্যকর থাকবে।
যেসব ক্ষেত্রে একজন শিক্ষার্থীর কাজ করার সুযোগ রয়েছে সেগুলো হচ্ছে:
আমি talukder011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এত্তো খরচ?বিনামূল্যে পড়া যায় এমন ভাল সরকারি ইউনিভার্সিটির নাম দিন।আমারো হয়তো কোনোদিন সৌভাগ্য এসে যেতে পারে। 😉