আপনারা যারা বিদেশে উচ্চ শিক্ষার কথা ভাবছেন তাদের জন্য এই টিউন ….. (5) …………

এর আগেও আমি ফিনল্যাণ্ড, জার্মানি , আয়ারল্যান্ড,অস্ট্রেলিয়া  সম্পর্কে লিখেছি . এবং পুরাতন টিউন গুলিতে ইউনিভার্সিটি এর নাম সংযোগ করেছি . আজ আমি আপনাদের আমেরিকা  সম্পর্কে জানিয়ে টিউন করব .আশা করি কাজে লাগবে ........

উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ হচ্ছে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও প্রতিবছর বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী উচ্চ শিক্ষার উদ্দেশ্যে আমেরিকায় পাড়ি জমান।

ডিগ্রী সমূহ:

আমেরিকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিম্নলিখিত ডিগ্রীগুলো প্রদান করা হয়:

  • এসোসিয়েট ডিগ্রী
  • ব্যাচেলর ডিগ্রী
  • মাষ্টার্স ডিগ্রী
  • পি,এইচ,ডি বা ডক্টরেট ডিগ্রী

সেমিষ্টার:

  • স্প্রিং সেমিষ্টার: জানুয়ারী থেকে মে পর্যন্ত
  • সামার সেমিষ্টার: মে থেকে জুলাই পর্যন্ত
  • ফল সেমিষ্টার: আগষ্ট থেকে ডিসেম্বর পর্যন্ত

আবেদন প্রক্রিয়া:

আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য নিম্নলিখিত আবেদন প্রক্রিয়া অনুসরন করতে হবে:

  • আপনার কাঙ্খিত বিভাগে আবেদনপত্র জমা দেয়ার শেষ সময়সীমা প্রথমে যাচাই করুন।
  • আবেদন ফরম ও অন্যান্য তথ্যের জন্য সরাসরি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিস বরাবর লিখুন।
  • বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আপনি আবেদন ফরম ডাউনলোড করতে পারেন।
  • অ্যাডমিশন অফিস আপনাকে ভর্তি সংক্রান্ত সব ধরনের তথ্য জানাবে।
  • কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির পদ্ধতি চালু আছে।
  • আপনি অন্তত: ১ বৎসর সময় হাতে রেখে ভর্তির আবেদন প্রক্রিয়াটি শুরু করুন।
  • বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণত ৬ থেকে ৮ মাসের মধ্যে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন।

আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে ভর্তির শিক্ষাগত ও ভাষাগত যোগ্যতা এবং কোর্সের মেয়াদ:  

কোর্সের নাম

শিক্ষাগত যোগ্যতা

ভাষাগত যোগ্যতা

মেয়াদ

এসোসিয়েট ডিগ্রীকমপক্ষে ১২ বৎসরের  শিক্ষা সমাপনটোফেল স্কোর সিবিটি- ১৭৩-২৫০ অথবা আইবিটি ৬১-১০০ তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে স্যাট, জিআরই অথবা জি ম্যাট প্রয়োজন হতে পারে২ বৎসরের পূর্নকালীন স্টাডি
ব্যাচেলর ডিগ্রীকমপক্ষে ১২ বৎসরের শিক্ষা সমাপন

৪ বৎসরের পূর্নকালীন স্টাডি
মাষ্টার্স ডিগ্রীকমপক্ষে ১৬ বৎসরের  শিক্ষা সমাপন

২ বৎসরের পূর্নকালীন স্টাডি
ডক্টরেট ডিগ্রীমাষ্টার্স/এম,ফিল পর্যায়ের শিক্ষা

৩-৬ বৎসরের পূর্নকালীন স্টাডি

বিষয়সমূহ:

আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি নিম্নলিখিত বিষয়সমূহ অধ্যয়ন করতে পারেন।   

  • শিল্প ও শিল্প ইতিহাস
  • জীববিদ্যা
  • রসায়ন
  • কম্পিউটার বিজ্ঞান
  • ভূ-মন্ডল ও পরিবেশ বিজ্ঞান
  • অর্থনীতি
  • ফিল্ম ও মিডিয়া স্টাডিজ
  • ইতিহাস
  • ভাষাবিদ্যা
  • গণিত
  • ফলিত গণিত
  • পরিসংখ্যান
  • আধুনিক ভাষা ও সংস্কৃতি
  • সঙ্গীত
  • দর্শন
  • পদার্থ বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা
  • রাষ্ট্রবিজ্ঞান
  • রাসায়নিক প্রকৌশল
  • প্রান রসায়ন
  • যন্ত্রকৌশল
  • তড়িৎ প্রকৌশল
  • বংশগতিবিদ্যা
  • এম,বি,এ
  • খাদ্য ও পুষ্টি বিজ্ঞান
  • আইন ইত্যাদিসহ আরো অনেক বিষয়।  

 University:

New York

 

প্রয়োজনীয় কাগজপত্র:

  • পূরনকৃত আবেদনপত্র
  • আবেদন ফি পরিশোধের প্রমানপত্র
  • পূর্বতন শিক্ষাগত যোগ্যতার সনদের ইংরেজী সংস্করন। শুধুমাত্র অনুমোদিত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রতিলিখন সম্পন্ন হতে হবে।
  • স্কুল/কলেজের ছাড়পত্র
  • টোফেল পরীক্ষার ফলাফলের সনদ
  • প্রয়োজন সাপেক্ষে জি আর ই, স্যাট বা জি-ম্যাট এর ফলাফলের সনদ।
  • পাসপোর্টের ফটোকপি

অন্যান্য প্রয়োজনীয় তথ্য;

  • টিউশন ফি: পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই টিউশন ফি ১১০০০ থেকে ২০০০০ মার্কিন ডলার। প্রাইভেট কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এই খরচ প্রায় ৩০০০০ মার্কিন ডলার
  • স্নাতক পর্যায়ে গবেষনার জন্য কোন আর্থিক সহায়তা সাধারনত দেয়া হয় না।
  • মাষ্টার্স ও ডক্টরেট পর্যায়ে সরকারী ও বেসরকারী উভয় প্রকার শিক্ষা প্রতিষ্ঠানই আর্থিক অনুদানের ব্যবস্থা রয়েছে।  

বাসস্থান ও অন্যান্য খরচ:

  • মার্কিন যুক্তরাষ্ট্র বাসস্থান ও অন্যান্য খরচ বাবদ বাৎসরিক প্রায় ৪০০০ থেকে ১০০০০ মার্কিন ডলার প্রয়োজন হয়।

চিকিৎসা বীমা:

  • মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাৎসরিক ৫০০ থেকে ১০০০ মার্কিন ডলার।  

কাজের সুযোগ:

মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নকালীন চাকুরী করার কোন সুযোগ নেই; তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ক্যাম্পাসভিত্তিক চাকুরীতে নিযুক্ত হওয়া সম্ভব। তবে তার আয় দ্বারা আপনার শিক্ষাব্যয় বা জীবনযাত্রার ব্যয় মেটানো সম্ভব নয়।

সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ছাত্র/ছাত্রী নিম্নলিখিত কাজগুলো করে প্রতি ঘন্টায় ৬ থেকে ২৫ ডলার উপার্জন করতে পারে।

  • ক্লিনিং
  • নৈশ পাহারা
  • ক্যাফেটেরিয়া, লাইব্রেরী বা অফিসে কাজ করা
  • শিশু পরিচর্যা
  • বারটেন্ডিং
  • ওয়েটিং সার্ভিস
  • ফল আহরণ
  • পোল্ট্রি ফার্মে কাজ করা
  • লন্ড্রীতে কাজ করা     
  • আমেরিকার প্রত্যেকটা স্টেট আর ইউনিভার্সিটি লিংক গুলি দিতে খুব কষ্ট হয়েছে .তবুও আপনাদের সুবিধার জন্য  একটু কষ্ট করলাম .
    বিস্তারিত জানতে আপনার নিকটস্থ consultency  ফার্ম গুলো তে যোগাযোগ করুন .My Facebook FanPAGE: http://www.facebook.com/zishantalukder011my facebook profile:http://www.facebook.com/zishan.talukder.35

Level 0

আমি talukder011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছু দিন আগে আমার ১ বন্ধু বলছে ও না কি আমেরিকার উচ্চ শিক্ষা এর জন্য যাইব। কে না কি বলছে ৬লক্ষ টাকা দিলে সব করে দিবে। কোন টোফেল স্কোর,স্যাট, জিআরই অথবা জি ম্যাট প্রয়োজন হবে না। আবেদন করলে ৫ বছর এর ভিসা দিব। আসলে কি এমন কিছু আছে? জানাবেন PLEASE

Level 0

thailand er sombondhe kicu bolben plzzz 🙂

Level 0

Canada Niya Aktu Bolban Vai @talukder011

@nizamuddin ha vhai ai ta hoi.

@ctg77 bolbo vhai

@rafient5 amar next tune canada nia

Level 0

সব ই ঠিক আছে । বেশ চমৎকার করে লিখেছেন । অসংখ্য ধন্যবাদ । কিন্তু ভাইয়া কাজ করার বেপারতা ক্লিয়ার হল না। এই ধরুন আমি যদি বি এস সি করে যাই ( মাস্টার্স এর জন্য ) তাহলেও কি কন ভাল জব পাব না। আমাকে কি রেস্টুরেন্ট , মার্কেট এ কাজ করতেও হবে ? আমার এক বড় ভাই বলল যে বি এস সি করে গেলে ভাল সাবজেক্টিভ জব পাওয়া যায় ।?????????????????????????????

    hm vhai bsc kore gele valo job paoa jay