আর আগেও আমি ফিনল্যাণ্ড ও জার্মানি সম্পর্কে লিখেছি . আজ আপনাদের IRELAND এ উচ্চ শিক্ষা নিয়ে কিছু গুরুত্তপূর্ণ ইনফরমেশন দেব . তাহলে দেখে নিন সে ইনফরমেশন গুলো আশা করি কাজে লাগবে...................
উচ্চ শিক্ষা গ্রহনের জন্য আয়ারল্যান্ড দিন দিন আমাদের দেশের শিক্ষার্থীর কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আইরিশ বিশ্ববিদ্যালয় গুলোতে বর্তমানে ব্যাপক সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী পড়াশুনা করছে।
আয়ারল্যান্ডে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিম্নলিখিত ডিগ্রীগুলো প্রদান করে থাকে:
সেমিষ্টার
কিভাবে আবেদন করবেন:
কোর্সের নাম | শিক্ষাগত যোগ্যতা | ভাষাগত যোগ্যতা | কোর্সের মেয়াদ |
ব্যাচেলর | ১২ বৎসরের শিক্ষা সমাপন | আইইএলটিএস ৫.৫-৬ | ৩-৪ বৎসর পূর্নকালীন শিক্ষা |
মাষ্টার্স | ১৬ বৎসরের শিক্ষা সমাপন | আইইএলটিএস ৬-৬.৫ | ১-৩ বৎসর পূর্নকালীন শিক্ষা |
পিএইচডি | মাষ্টার্স/এম.ফিল | ঐ | ৩-৫ বৎসর পূর্নকালীন শিক্ষা |
বিষয়সমূহ:
আয়ারল্যান্ড নিম্নের বিষয়গুলো থেকে আপনি আপনার পছন্দের বিষয় বেছে নিতে পারেন।
প্রয়োজনীয় কাগজপত্র:
University:
শিক্ষা ব্যয়:
জীবনযাত্রার ব্যয় (প্রতি মাসে)
কাজের সুযোগ:
নন ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর ছাত্রছাত্রীদের জন্য আয়ারল্যান্ডে কাজের সুযোগ রয়েছে। ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকাকালীন সময়ে সপ্তাহে ২০ ঘন্টা এবং বন্ধের সময় সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করতে পারে।
বিস্তারিত জানতে আপনার নিকটস্থ consultency ফার্ম গুলো তে যোগাযোগ করুন .
My Facebook FanPAGE: http://www.facebook.com/zishantalukder011
my facebook profile:http://www.facebook.com/zishan.talukder.35
আমি talukder011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Need details about “উচ্চতর ডিপ্লোমা”