আপনারা যারা বিদেশে উচ্চ শিক্ষার কথা ভাবছেন তাদের জন্য এই টিউন ….. (2) …………

আমি আজ আপনাদের GERMANY তে   উচ্চ শিক্ষা নিয়ে কিছু গুরুত্তপূর্ণ  ইনফরমেশন দেব . তাহলে দেখে নিন সে ইনফরমেশন  গুলো  আশা করি কাজে লাগবে ....
                                                               

জার্মানীর শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। সারাবিশ্ব থেকে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য জার্মানীতে পাড়ি জমায়। বাংলাদেশী ছাত্রছাত্রীরাও জার্মানীতে উচ্চশিক্ষা গ্রহণে ব্যাপকভাবে আগ্রহী।

জার্মানীর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিম্নলিখিত ডিগ্রীসমূহ প্রদান করে থাকে:

  • ব্যাচেলর
  • মাষ্টার্স
  • ডিপ্লোমা
  • ডক্টরেট
  • পোষ্ট ডক্টরেট

সেমিষ্টার

এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি মাসেই নতুন সেমিষ্টার শুরু করা যায়।

কিভাবে আবেদন করবেন

  • আপনি সরাসরি বিশ্ববিদ্যালগুলোর এডমিশন অফিসে যোগাযোগ করে ভর্তি ফরম ও অন্যান্য বিষয়ে তথ্য জানতে পারেন।
  • কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে আপনি আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন।
  • বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে ভর্তির সকল প্রক্রিয়া সম্পর্কে অবহিত করবেন।
  • অন্তত ১ বৎসর সময় হাতে রেখে আপনি আপনার আবেদন প্রক্রিয়াটি শুরু করুন।
  • আবেদনের তারিখ শেষ হওয়ার ৬-৮ মাসের মধ্যে কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিবেন।

বিভিন্ন কোর্সে ভর্তির শিক্ষাগত ও ভাষাগত যোগ্যতা এবং কোর্সের মেয়াদ:

কোর্সের নাম

শিক্ষাগত যোগ্যতা

ভাষাগত যোগ্যতা

কোর্সের মেয়াদ

ব্যাচেলরকমপক্ষে ১২ বৎসর মেয়াদী শিক্ষাজার্মানী ভাষার দক্ষতা মূল্যায়ন কোর্স DeF অথবা DSH. কিছু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষয়সমূহের ক্ষেত্রে IELTS/TOFEL গ্রহণযোগ্য৩ - ৪ বৎসর মেয়াদী পূর্ণকালীন কোর্স
মাষ্টার্স১৫ - ১৬ বৎসরের শিক্ষা সমাপনজার্মানী ভাষার দক্ষতা মূল্যায়ন কোর্স DeF অথবা DSH. কিছু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষয়সমূহের ক্ষেত্রে IELTS/TOFEL গ্রহণযোগ্য১ - ২ বৎসর মেয়াদী পূর্ণকালীন কোর্স
পিএইচডিমাষ্টার্স/এমফিলDeF/DSH/English৩ থেকে ৪ বৎসর পূর্ণকালীন কোর্স

বিষয়সমূহ

আপনি নিম্নের যেকোন বিষয়ে জার্মানীতে অধ্যয়ন করতে পারেন:

  • স্থাপত্য
  • সাইট ইঞ্জিনিয়ারিং
  • প্লান্ট অপারেশনস
  • পেইন্ট টেকনোলজি
  • ল্যান্ডস্কেপ আর্কিটেকচার এন্ড এনভায়রনমেন্টাল প্ল্যানিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং
  • ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং
  • টেকনিক্যাল ইনফরমেটিকস
  • ইংলিশ এন্ড আমেরিকান স্টাডিজ
  • জার্মান স্টাডিজ
  • ইতিহাস ইত্যাদি।

প্রয়োজনীয় কাগজপত্র

  • পূরণকৃত আবেদন ফরম
  • সকল পরীক্ষা পাসের সনদপত্র ও মার্কসীটের ফটোকপি
  • স্কুল/কলেজের ছাড়পত্র
  • জার্মান/ইংরেজী দক্ষতার প্রমাণপত্র
  • পাসপোর্টের ফটোকপি

University:

Festive hall of the University of Göttingen.

I-N

 

জার্মানীতে বসবাস

বসবাসের জন্য জার্মানী অত্যন্ত ব্যয়বহুল একটি দেশ। আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে বসবাসের ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে।

কাজের সুযোগ

জার্মানীতে বিদেশী ছাত্রছাত্রীরা কাজ করার সুযোগ পেয়ে থাকে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর ছাত্রছাত্রীরা 120 পূর্ণ দিবস অথবা 240 অর্ধ দিবস কাজ করতে পারেন। সপ্তাহে ২০ ঘন্টার বেশি কাজের অনুমোদন নেই। একজন ছাত্র/ছাত্রী নিম্নের যে কোন একটি কাজ বেছে নিতে পারেন:

  • পিজা ডেলিভারী
  • ক্লিনিং
  • বারটেন্ডিং
  • হেলথ কেয়ার সার্ভিস
  • ফ্রুট পিকিং
  • হোটেল সার্ভিস

  বিস্তারিত জানতে আপনার নিকটস্থ consultency  ফার্ম গুলো তে যোগাযোগ করুন .

My Facebook FanPAGE: http://www.facebook.com/zishantalukder011

my facebook profile:http://www.facebook.com/zishan.talukder.35

Level 0

আমি talukder011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

(y)

Level 0

জার্মানি ভাষা শিখা কি আবশ্যক? জার্মানি ভাষা কোথা শিখা যায়? আমি ডিপ্লোমা ৮ম সেমিস্টার কম্পিউটার বিভাগে আছি। আমার কি কি কাগজপত্র লাগবে। আর ডিপ্লোমার ফাইনাল মার্কশিট তো এখনো পাই নাই। আর ভার্সিটি গুলোর লিংক দেন।

Level 0

Hmm……. important tune!

http://www.socialbug.tk

Level 0

Vhai apnar information a vul ace.Akhon ar ager moto direct university te apply kora jay na.
Ar j besoy tune korben sei bisoy somporke jene tune korben.
Ar kajer somoy akhon barayce 90 thake 120 din kora hoyce.

এতো সবাই জানে। কিভাবে এপ্লাই করতে হয় সেটাই বলেননি । বৃথা টিউন। তারপরো ধন্যবাদ।

dhonnobad apnader. mr robin: u re write . ashole latest information tai jante vol hoeche . parle khoma korben.

    Level 0

    @talukder011 @talukder011: আরেকটা কথা বলেন নি । সবচেয়ে মজার ও আনন্দের 😀 । জার্মানিতে কোন টিওশন ফী নেই । শুনতে অবাক লাগলেও সত্যি কথা। কিন্তু ঝামেলা হচ্ছে জার্মান ভাষা । ধন্যবাদ আপনাকে ভাই।অনেক সুন্দর করে এতগুল চমৎকার টিউন করার জন্য

USA, CANADA, AUSTRALIA etc te kivabe MBA korbo, cost koto etc niye ektu janaiyen