আমি আজ আপনাদের GERMANY তে উচ্চ শিক্ষা নিয়ে কিছু গুরুত্তপূর্ণ ইনফরমেশন দেব . তাহলে দেখে নিন সে ইনফরমেশন গুলো আশা করি কাজে লাগবে ....
জার্মানীর শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। সারাবিশ্ব থেকে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য জার্মানীতে পাড়ি জমায়। বাংলাদেশী ছাত্রছাত্রীরাও জার্মানীতে উচ্চশিক্ষা গ্রহণে ব্যাপকভাবে আগ্রহী।
জার্মানীর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিম্নলিখিত ডিগ্রীসমূহ প্রদান করে থাকে:
সেমিষ্টার
এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি মাসেই নতুন সেমিষ্টার শুরু করা যায়।
কিভাবে আবেদন করবেন
বিভিন্ন কোর্সে ভর্তির শিক্ষাগত ও ভাষাগত যোগ্যতা এবং কোর্সের মেয়াদ:
কোর্সের নাম | শিক্ষাগত যোগ্যতা | ভাষাগত যোগ্যতা | কোর্সের মেয়াদ |
ব্যাচেলর | কমপক্ষে ১২ বৎসর মেয়াদী শিক্ষা | জার্মানী ভাষার দক্ষতা মূল্যায়ন কোর্স DeF অথবা DSH. কিছু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষয়সমূহের ক্ষেত্রে IELTS/TOFEL গ্রহণযোগ্য | ৩ - ৪ বৎসর মেয়াদী পূর্ণকালীন কোর্স |
মাষ্টার্স | ১৫ - ১৬ বৎসরের শিক্ষা সমাপন | জার্মানী ভাষার দক্ষতা মূল্যায়ন কোর্স DeF অথবা DSH. কিছু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষয়সমূহের ক্ষেত্রে IELTS/TOFEL গ্রহণযোগ্য | ১ - ২ বৎসর মেয়াদী পূর্ণকালীন কোর্স |
পিএইচডি | মাষ্টার্স/এমফিল | DeF/DSH/English | ৩ থেকে ৪ বৎসর পূর্ণকালীন কোর্স |
বিষয়সমূহ
আপনি নিম্নের যেকোন বিষয়ে জার্মানীতে অধ্যয়ন করতে পারেন:
প্রয়োজনীয় কাগজপত্র
University:
Festive hall of the University of Göttingen.
জার্মানীতে বসবাস
বসবাসের জন্য জার্মানী অত্যন্ত ব্যয়বহুল একটি দেশ। আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে বসবাসের ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে।
কাজের সুযোগ
জার্মানীতে বিদেশী ছাত্রছাত্রীরা কাজ করার সুযোগ পেয়ে থাকে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর ছাত্রছাত্রীরা 120 পূর্ণ দিবস অথবা 240 অর্ধ দিবস কাজ করতে পারেন। সপ্তাহে ২০ ঘন্টার বেশি কাজের অনুমোদন নেই। একজন ছাত্র/ছাত্রী নিম্নের যে কোন একটি কাজ বেছে নিতে পারেন:
বিস্তারিত জানতে আপনার নিকটস্থ consultency ফার্ম গুলো তে যোগাযোগ করুন .
My Facebook FanPAGE: http://www.facebook.com/zishantalukder011
my facebook profile:http://www.facebook.com/zishan.talukder.35
আমি talukder011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
(y)