আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা? মনে হয় ভালই আছেন। আজ আমি কোনো টিপস নিয়ে আসিনি এখানে। আপনাদের একটা নতুন বিষয়ে জানাতে এসেছি। যাহোক, কাজের কথায় আসি। সম্প্রতি আমেরিকান পিসি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘কর্সেয়ার মেমোরি’ ৩০০০ মেগাহার্টজ গতিসম্পন্ন র্যাম বাজারে ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। কর্সেয়ারের নির্মিত এ র্যামের নাম ভেনজেন্স এক্সট্রিম। ভেনজেন্স এক্সট্রিম হবে ৮ জিবি ডুয়াল-চ্যানেল ডিডিআরথ্রি র্যাম। আলাদা আলাদা দু’টি ৪ জিবি মেমোরিযুক্ত নতুন এ র্যাম কিটটি সাধারণ এয়ার কুলিং-এ ১.৬৫ ভোল্টে, ১২-১৪-১৪-৩৬ ল্যাটেন্সি সেটিংসে ডেটা আদান-প্রদান করবে ৩০০০ মেগাহার্টজ গতিতে । তৃতীয় প্রজন্মের ইনটেল কোর প্রসেসরের সঙ্গে যুক্ত মেমোরি কন্ট্রোলারে ভেনজেন্স এক্সট্রিম র্যামটি সম্পূর্ণ গতিতে কাজ করবে বলেও জানিয়েছে সাইটটি।
ভেনজেন্স এক্সট্রিম র্যামটির বাজার মুল্য ধরা হয়েছে $749.99।
আমার ব্লগসাইটে আপনাদের আমন্ত্রন জানালাম।
আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami Corsair er 1600Mhz (2x4GB) Use kori, jeta ekhon 1866Mhz a Operate kore after I overclocked it. Using it With Asrock Z77 Professional Series.