বস, বলেন তো কার প্রেমে পড়ব? আইভি নাকি স্যান্ডি’র?

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বিশ্বাস করি, টিটিতে এসে অন্তত এই সময় টুকু ভালো আছেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। যা হোক, আজকে আপনাদের একটু ঝামেলায় ফেলতে আমি আপনাদের মাঝে আসলাম। আসলে, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, আমাদের মনের মাঝে একটা আফসোস সব সময়ই থাকি যে, ইস যদি আমার কম্পিউটার টা আর একটু আপগ্রেড করতে পারতাম! হয়তো Core i3 আছে। তাও ভাবি, যদি core i5/7 থাকতো কতই না ভালো হয়তো। যদি 2nd Generation থাকে তখন আবার 3rd Generation এর জন্য মন আকুপাকু করে। আসুন আজকের পরে হয়তো আমাদের মনের কষ্ট টা কিছুটা হলেও কমবে ইনশাআল্লাহ।

ছক টা কি দেখলেন সবাই? স্যান্ডি টা শুধু DirectX 11 টা দিতে পারবে না আপনাকে। এটা ছাড়া আইভি আর স্যান্ডি প্রায়ই সমান। অযথা বাড়তি খরচ কেন করবেন?

তাছাড়া আমাদের দেশে ৯৭% কম্পিউটার ব্যবহারকারী সুলভ মুল্যের কারনে HDD ব্যবহার করি। কিন্তু প্রসেসর এর ফুল পারফর্মেন্স পাইতে SSD ব্যবহার করতে হবে। ফলে 2nd & 3rd Generation এর মাঝে পার্থক্য টা শুধু খাতা কলমেই থাকে। বাস্তবে তা কমই বুঝা যায়।

এইটা 2nd generation এর পারফর্মেন্স এর তালিকা।

আর এইটা 3rd Generation এর।

পার্থক্যটা কি খুবই বেশি মনে হয়তেছে আপনাদের কাছে? আসলে আমার মতে, খুব বেশি পার্থক্য নাই। আর যদি পার্থক্য থেকেও থাকে সেটা আমাদের বুঝার বাইরে।  কি বিশ্বাস হচ্ছে না কথাটা? এই ছবিটা ভালো করে দেখেন তো। এখানে 2nd Generation core i5 এর সাথে 3rd Generation core i5 এর পার্থক্য দেখানো হয়েছে।

আজ এই পর্যন্তই। পরিশেষে,  টাকা যেহেতু আপনি খরচ করবেন, তাই সিদ্ধান্তটাও আপনারই। ভালো থাকবেন সবাই। ভালো মন্দ যাই লাগুক জানাবেন দয়া করে।

ফেসবুকে আমাকে এখানেই পাওয়া যাবে।

আমার ব্লগে যান।

Level 2

আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই ধরনের আর টিউন চাই দারুন হয়েছে।

Level 0

Next Year 4 th Generation ber hossa

Level 0

jara gaming er jonno processor kinbe tader 3rd generation kinai valo…….. 2nd gen er cheye 3rd gen onek valo gaming er jonno…. tobe kinar age net e benchmark ghataghati kora uchit

Level 2

thnak you@ jon

Level 2

তার পরের বছরে 5th Generation ও আসবে হয়ত@Nanyan

Level 2

only Gaming e যদি উদ্দেশ্য হয় তাহলে AMD তে যাওয়াই ভালো।@ shamim

    Level 0

    @Mathapocha:

    vai apni intel ar amd er koekta benchmark dekhen…… bujhben konta valo

Level 2

হাসেন কেন ভাই@ Iron

ভাই ,আমি তো এত দিন জানতাম ই না আমার ল্যাপটপ ২য় জেনারেশন!!!! আমি জানতাম আমার টা ৩য় জেনারেশনের । ৬২ হাজার দিয়া কিনেও ৩য় জেনারেশন কিনি নাই… বিরাট আফসোস

Level 2

ভাই, এখনো আফসোস করতেছেন 3rd Generation এর জন্য?@ আরিফ

Level 0

too informative .ai bisoy ami jante parlam latest science and technology news si site theke. actually science is awesome

Level 2

thanks bro@team

উন্নত গ্রাফিক্স এবং পাওয়ার সেভার ছাড়া তেমন কোন রকম ফের নাই।

Level New

IVY Brz er Intel HD 4000 Graphics ta onek valo. extra graphics lage na. Amar ta Intel HD 3000 tao 80/100 game play hoy.

HD Game খেলার জন্য Internal GPU থেকে External GPU ব্যবহার করাই উত্তম ।

Level 0

super like dilam ai tuner k

Level 2

Thnaks a lot@ AB

ভাইয়া আমি অনেক চেষ্টা করলাম আমারটা ২ আকি ৩ , কিতু কোন ভাবেই গুগলে খুজে পেলাম না প্লিস একটু বলবেন কিভাবে জানতে পারবো? আমার ফুল মডেল হল ।
TOSHIBA SATELITE S855-S5381 .
আপনি যদি জানাতেন তাহলে ভালো হোতো। প্লিস ।

Level 2

আপনার Lapotop এ Intel® Core™ i7-3630QM Processor প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এই প্রসেসরটা 3rd Generation er. এইটা Ivy Bridge series এর।@ Saad