আসসালামুয়ালাইকুম। সবাই যার যার মত ভালো আছেন আশা করি। আজকে আপনাদের একদম টাটকা একটা খবর দিতেই আমি হাজির হইলাম আর কি। যাহোক, এখন কাজের কথায় আসি।
Windows 8 এর মাতামাতি কমতে না কমতেই Microsoft Corporation প্রস্তুতি নিচ্ছে নতুন একটা Os রিলিজ করার। একটা ওয়েবসাইট থেকে এ ব্যাপারে তথ্য পাওয়া যায়। ওয়েবসাইটের মতে এই নতুন Os এর নাম হবে Windows Blue. ধারনা করা হচ্ছে এই বছরের ৭জুন প্রকাশ করা হবে Windows Blue এর প্রিভিউ ভার্সন যে টার নাম হবে A public milestone preview build । এই নতুন Os তে Microsoft চেষ্টা করতেছে Windows টা কে আরো বেশি দ্রুততরও করতে এবং ভোক্তাদের কাছে চুড়ান্ত কপি টা তুলে দিতে। এই ভার্সনএ নতুন করে যুক্ত করা হবে Internet Explorer, Mail, Calender, Bing & Other Apps এর সম্পুর্ন নতুন ফিচার। Window 8 এর Metro Style এর ও প্রভুত উন্নয়ন করা হবে এই ভার্সন এ। সাইটের তথ্য অনুযায়ী, Window Blue তে থাকবে Karnel ও Driver এর সবরকম আপডেট যা Windows Blue চালিত ল্যাপটপ গুলোর ব্যাটারির দীর্ঘ জীবন এবং সামগ্রীক পারফর্মেন্স অনেক বাড়িয়ে দিবে।
আর চুড়ান্ত ভার্সন টা আসবে August'2013 তে।
ফেসবুকে আমাকে পাইতে এখানে একটা ক্লিক করলেই হবে।
আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
information ti apnar koto tuku true bole mone hoise?