আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা? হরতালের জন্য বের হওয়ার সাহস পাইলাম না। তাই ভাবলাম টিটি থেকে একটা ঢু মেরে আসি। যা হোক, একটা বিষয় শেয়ার করব এখন। যদি আগে থেকেই জানেন তাহলে দুঃখিত। শিরোনাম দেখেই হয়ত এতক্ষনে বুঝে গেছেন ব্যাপার টা। জি বন্ধুরা, স্কাইপ সম্প্রতি ভিডিও মেসেজিং সার্ভিস চালু করেছে। তবে এই সার্ভিস টা এখন ও সবার জন্য নয়। যারা স্কাইপ প্রিমিয়াম ব্যবহার করেন তারা এই সার্ভিস টা আপাততঃ তারাই ব্যবহার করতে পারবেন। পাশাপাশি, যারা iOS, MAC or Android OS ব্যবহার করেন তারাও এই সুবিধা টা পাবেন। যারা Window Phone ব্যবহার করেন তারা এই সুবিধা পাইতে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এখন যদি তাদের কে কেউ ভিডিও মেসেজ পাঠায় তাহলে তারা মেসেজ টা দেখতে পারবেন। ভিডিও মেসেজ অপশন তা ব্যবহার করতে হলে ডিভাইস এর সামনের ক্যামেরা টার ব্যবহার করতে হবে।
ফেসবুকে আমাকে পাইবেন এখানে।
আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালই ।