চলুন Tune করি হাদিসের ডাটাবেসে

চলুন Tune করি হাদিসের ডাটাবেসে

সম্প্রতিকালে বাংলার তথ্যপ্রযুক্তির জগতে তুমুল জনপ্রিয় web portal হলো টেক- Tune।এটা নিঃদ্ধিধায় অনস্বীকার্য যে tech world-এর প্রতিদিন অসংখ্য অজানা তথ্য টেকটিউনস আমাদের উপহার দিয়ে চলছে। আমি বলি টেকটিউনস শুধুমাত্র প্রযুক্তির কথন নয় এটি বাংলাভাষীর জন্য খোদিত একটা Brand Name. এ মহান দায়িত্বে পেছনে যারয পরিশ্রম করে যাচ্ছেন তাদের অন্তরের অন্তঃস্থল হতে শুভেচ্ছা জানাচ্ছি।

আমাদের আর্দশ মোহাম্মদ (সাঃ)- এর জীবন ও কর্মপদ্বতির আরবী প্রকাশ- হাদিস। পরিতাপের বিষয় যে তথ্যপ্রযুক্তির যুগে বসবাস করেও আমারা হাদিসের UNICODE Access সৃষ্টি করতে পারিনি, এ ব্যর্থতার দায়ভার আমাদের। ২০১৩ সালে আমরা পদার্পন করেছি সত্য অপ্রিয় হলেও সত্য যে-  বাংলা সহিহ হাদিসের সুন্দর presentation software আমরা এখনো তৈরি  করতে পারলামনা।আমারা ”মুসলিম” নামধারী মানুষদের কতবড় IT degree কিন্তু যাকে আমরা আর্দশরুপে নিয়েছি তারঁ বরকতপূর্ন জীবনকে ডিজিটালরুপে প্রকাশের চেষ্টা আমরা একরকম এড়িয়ে চলছি।অথচ দাবী করি আমরা মুসলিম। বর্তমান সময়ে হাদিসের ডাটাবেস আমাদের খুবই প্রয়োজন। দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজে আমাদের সহিহ হাদিসের সঙ্গী হওয়া  উচিৎ । ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার রাতে ঘুমানোর আগ পযর্ন্ত আমাদের হাদিস অনুসরন করতে হয় কিন্তু হাতের নাগাল  থাকায় অনেকের ভূল আমল করা হয়, কয়জনই বা হাদিসের বড়বড় ভলিয়ম সাথে রাখেন? কতো সুবিধা হতো যদি এটা আমাদের মোবাইল বা কম্পিউটারে থাকতো, জারতে পারতাম অনেক কিছূ। যেমন আপনি রোজা সম্পর্কে জানতে চান রোজা লিখে সার্চ দিলে রোজা সম্পর্কিত সকল সহিহ হাদিস আপনার সামনে উপস্থিত হবে এবং নিঃসন্দেহে আপনি উপকৃত হবেন। এ লক্ষকে সামনে রেখে DBHT (ডিজিটাল বাংলা হাদিস টিম) গঠিত হয়েছে মানুষের নিকট সম্পূর্ন বিনামূল্যে এ সফটওয়্যারটি সৃষ্টির উদ্দেশ্যে । আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে ৯ম খন্ডের কাজ শুরু হয়ে গেছে আর মাত্র ১ খন্ড বাকী আছে, তারপর ইনশাআল্লাহ আমরা সহিহ মুসলিমের কাজ শুরু করবো। আপনাদের প্রতি আহবান রইল এ ব্যস্ত কর্মময় জীবনে একটু সময় নিয়ে আমাদের অন্তপক্ষে ১০০ সহিহ হাদিস PDF হতে UNICODE- এ টাইপ করে৤ আপনার হাতে এন্ট্রি করা হাদিস কোটি কোটি বাংলাভাষীগন ফ্রি পড়তে পারবেন যা আখিরাতে আপনার জন্য নাযাতের ব্যবস্থা হতে পারে।

বিঃদ্রঃ:- এটি কোন কর্মাশিয়াল উদ্যেগ নয়। সফটওয়্যারটি সম্পূর্ন open source- রুপে ব্যবহ্রত হবে। DBHT ( ডিজিটাল বাংলা হাদিস টিম)-এর লক্ষ শধুমাত্র ভলান্টিয়ার সার্ভিসের মাধ্যমে হাদিসের Digital interface তৈরি করার একটা যৌথ প্রচেষ্টা। বাংলাতে শুধু এন্ট্রি করবেন আরবী ও ইংলিশ আমরা ম্যানেজ করবো ইনশাআল্লাহ। যে কোন  Unicode ফন্টে ডাটা রেডি করতে পারবেন।আপনার প্রোফাইল লিংক ও Mob-নং ও বাংলাদেশের কোত্থেকে কাজ করছেন উল্লেখ করবেন। আপনি ডাটা (হাদিস)পাঠানোর পর আমরা সেটা অতি দ্রুত আপডেট করে ফেসবুকে লিংক দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ। যোগাযোগ করুন।

PDF হাদিসের জন্য যোগাযোগ করুন।

DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)

শাহরিয়ার আজম

মেইল এড্রেস-  [email protected]

মোবাইল করুন-01714351057

আমাদের ফেসবুক--http://www.facebook.com/pages/DBHT/603417713008497

 

Level 0

আমি Sharear Azam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 365 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাশ্ আল্লাহ অনেক ভালো একটা উদ্যোগ,আল্লাহ আপনার প্রচেষ্টা সফল করুন। কেউ বাংলা কোরআন শোনতে চাইলে দেখে আসতে পারেন এই লিংক থেকে
http://kiwi6.com/folders/zyh60a510a

আমিন যাযাকাল্লাহ

Level 0

اللَّهُ نَزَّلَ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابًا مُّتَشَابِهًا مَّثَانِيَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَىٰ ذِكْرِ اللَّهِ ۚ ذَٰلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَن يَشَاءُ ۚ وَمَن يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ [٣٩:٢٣]
আল্লাহ উত্তম বাণী সম্বলিত কিতাব নাযিল করেছেন/আহসানুল হাদিস যা সামঞ্জস্যপূর্ণ, পূনঃ পূনঃ পঠিত। এতে তাদের লোম কাঁটা দিয়ে উঠে চামড়ার উপর, যারা তাদের পালনকর্তাকে ভয় করে, এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটাই আল্লাহর পথ নির্দেশ, এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। আর আল্লাহ যাকে গোমরাহ করেন, তার কোন পথপ্রদর্শক নেই। এখানে আরবিতে প্রথমেই আহসানুল হাদিস লিখা আছে যা কিনা কুরআন কে বলা হয়েছে, ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ [٢:٢]
এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। মুত্তাকিদের জন্য পথনির্দেশ।
কিন্তু বাকি সব কিতাবে সন্দেহ আছে, তাই সবাইকে আগে কুরআন পরতে হবে,
بَلْ يُرِيدُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً [٧٤:٥٢]
বরং তাদের প্রত্যেকেই চায় তাহাদেরকে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।
كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ [٧٤:٥٤]
না কখনও না, কুরআন ই সকলের জন্ন উপদেশ বাণী।
فَمَن شَاءَ ذَكَرَهُ [٧٤:٥٥]
অতএব, যাহার ইচ্ছা, সে ইহা হইতে উপদেশ গ্রহণ করুক।

Level 0

তাই আমি সবাইকেই এই আহবান করবো যে সবাই Islamic Foundation থেকে বাংলা তরজমার কুরআন, আল কুর আনুল কারিম কিনে নিজ মাতৃ ভাসায় পরবেন।

অনেক ধন্যবাদ। খুব ভাল উদ্যোগ । আমরা সাইমুম সিরিজ ইউনিকোড করার কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।

Level 0

সব কিছু ডিজিটাল হলে চলে না। আর টাইপ করে তোলার পড় প্রতিটি হাদিস যে ১০০% সঠিক থাকবে তার প্রমাণ কি??? আপনাদের পক্ষে কিভাবে সম্ভব সব গুল হাদিসের চেক করা যে ঠিক আছে কিনা। এই সব কাজে সময় নষ্ট করে কোন সোয়াব পাবেন না। আমার কথা ভাল না লাগলে অনুরধ করব যে আলেম বা মুফতি সাহেবের সাথে যোগাযোগ করেন। আর সবাইকে বলব পড়ার ইচ্ছা থাকলে ” Islamic Foundation থেকে বাংলা তরজমার কুরআন, আল কুর আনুল কারিম কিনে নিজ মাতৃ ভাসায় পরবেন”
একটা হাদিসের আয়াত ও যদি ভুল যায় আপনাদের কেয়ামত পর্যন্ত এর দায়ভার আপনাদেরকেই নিতে হবে। তাই আবারও বলছি সাবধান!!

    @iamnayem:
    ভাই সওয়াব দেয়ার বা না দেয়ার মালিক কিন্তু আল্লাহ, আপনি না। আপনার কথা পড়ে মনে হয় যে আপনিই সওয়াব দিবেন। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত করেন। আপনি আমাকে বলেন যে ইসলামিক ফাউন্ডেশনের বাংলা তরজমা ১০০% সঠিক আপনাকে কে বলেছে? অসংখ্য ভুল আছে আপনি জানেন কি?

    যে বিষয়ে আপনার জ্ঞান নেই দয়া করে সেই বিষয়ে কথা না বললেই ভালো হয় বোধ করি।

এই লেখাটা পড়া জরুরি । http://riadacademy.com/show.php?q=191