ভুয়া ও খারাপ হোস্টিং অ্যান্ড ডোমেইন প্রোভাইডার গুলোকে জানুন! [পর্ব-১]

প্রিয় টেকটিউনস এর লেখক এবং পাঠক, আপনারা সবাই কেমন আছেন?

আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেটি নিয়ে তৈরি কিছু অসাধু ব্যাবসায়ি সম্পর্কে জানাবো।

আমরা অনেকেই হোস্টিং এবং ডোমেইন কিনে থাকি বিভিন্ন কোম্পানি এবং রিসেলারদের কাছ থেকে। কিন্তু, ভাগ্যক্রমে কিংবা অন্য কারও পরামর্শে বিভিন্ন আজেবাজে এবং নিম্নমানের প্রতিষ্ঠান থেকে হোস্টিং এবং ডোমেইন কিনে আমরা ধরা খেয়ে যাই। আমার নিজের অভিজ্ঞতা থেকেই, বলছি আমাদের আশেপাশে এরকম প্রচুর কোম্পানি রয়েছে যাদের বাইরে থেকে দেখলে অত্যন্ত ভালো মনে হয় কিন্তু আসলে তারা চিটার!

এসকল কোম্পানি থেকে এইসব কিনে যাতে আমরা ধরা না পরি সেজন্য, আমি আজ আপনাদের সাথে কিছু এই টাইপের কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিতে চাই যেন আপনারা সতর্ক থাকেন।

আমার জীবনের প্রথম প্রতারক কোম্পানির সাথে পরিচিত হয়ে নিন!

আমি জীবনে প্রথম হোস্টীং এবং ডোমেইন কিনতে গিয়ে ধরা খাই যেই কোম্পানিটির কাছে তার নাম "IT CELL BD"

খুব ভালো করে নামটি শুনে রাখুনঃ আইটি সেল বিডি।

এটি একটি হোস্টিং এবং ডোমেইন প্রোভাইডার কোম্পানির। এর সাথে আমার পরিচয় ঘটে গত ১ বছর আগে। তারা আমাকে একটি 'ডট কম' ডোমেইন কিনে দেয় ৯০০ টাকায় এবং একটি হোস্টিং ১৫০০ টাকায়। টাকা দিয়ে দেওয়ার পর তারা আমাকে আর আমার ডোমেইন বুঝিয়ে দেয় না! আমি ডোমেইন অ্যাকাউন্ট এর ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইলে তারা বলে, ডোমেইন এর বলে কোন ইউজার নেম ও পাসওয়ার্ড নেই!

সেই সময় তারা আমার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে প্রতারণা করে। টাকা বড় কথা নয়, কিন্তু সেটা আমার জীবনের প্রথম ডোমেইন এবং হোস্টিং কেনার মুহূর্ত ছিল এবং সেইদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম।

এদের ওয়েবসাইটঃ http://www.itcellbd.com

আমি চাই না, আপনারাও এইরকম কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং কিনে প্রতারিত হোন। তাই, আমি এই কোম্পানিটিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম।

আমি চাই, সবাই এদের সম্পর্কে জানুক। আমি এদের মুখোশগুলো খুলে দিতে চাই। কিন্তু, এতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা যদি আমাকে উতিসাহিত করেন এবং আমার সাথে থাকেন তাহলে আমি ধারাবাহিক সিরিজ-এর মাধ্যমে এইসব কোম্পানিগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো।

সময় থাকলে আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন-

TechShomoy     

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মাঝে মাঝে নিজেকে দেখলে মনে হয়, 'হায়! আরও কত কিছু করার বাকি আছে!'


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সতর্ক করার জন্য……….:)

Level 0

thanx a lot bro.
ai dhoroner butper der theke amader dure rakhar jonno

Level 0

আপনার মতই অভিজ্ঞতা mytruehost.com থেকে। দুই এক দিন পরপরই সার্ভার ডাউন, ডোমেইন ট্রান্সফার করতে দেয় না।

Bairer gulai bhalo

    @নামনাই: হ্যা ভালো, তবে সবার পক্ষে সম্ভব নয় বিদেশীদের থেকে কেনা কারণ এতে পেপাল অথবা মাস্টারড কার্ড লাগে। এইকারনে, আমাদের দেশী প্রভাইডারডের থেকে কিনতে হয়।

@নামনাই,Yap.

আপনার খারাপ অভিজ্ঞতার জন্য আসলেই কিছু বলার নেই । কিছু প্রোভাইডারের খারাপ রিপটেশন এর কারনে, অন্য প্রোভাইডার কেউ মানুষ ট্রাস্টে করতে শঙ্কিত থাকে ।
প্রোভাইডার ভেদে ডোমেইন কন্টোল এর পার্থক্য হতে পারে । বাংলাদেশে সবাই রিসেলার , কেউ ডোমেইন রেজিস্টার না । বেশিরবাগ প্রোভাইডার তাদের নিজেস্য বিলিং পোর্টাল/ক্লায়েন্ট এরিয়া থাকে ডোমেইন মেনেজ দিয়ে থাকে । সে ক্ষেতে ডোমেইন এর আলাদা কোন ইউজার নেইম এবং পাসওয়ার্ড বলতে কিছু থাকে না ।কেননা , আপনাকে ক্লায়েন্ট এরিয়াতে লগিন করে ডোমেইন ম্যানেজ পাচ্ছেন । তবে ইদানিং ক্লায়েন্ট এরিয়া এর পাশাপাশি প্রোভাইডারের সুপার পোর্টাল থেকে ডোমেইন একসেস দিয়ে থাকে ।
দ্রষ্টব্য – https://www.facebook.com/Bipulbd08/posts/4337464035864

Level 0

সবাই পায় সোনার খনি,আমরা আমরা পাইছি চোরের খনি। এদের একটা লিস্ট করে সবাইকে সাবধান করে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিতম দাদা।
আমি একটা হোস্টিং নিতে চাই।কেউ কি হেল্প করতে পারবে কাদের কাছে ভালো সার্ভিস টা পাব?
অবশ্যই বিদেশী কোম্পানি এবং যারা সার্ভিস দিচ্ছে খুব ভালো।
অভিজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছি।

    @Pakna Pola: আমাদের সেবা ট্রাই করতে পারেন । আশাকরি ভাল সার্ভিস দিতে পাড়ব । http://www.hostmight.com

        @Sabbir: জি আমার দেখা আছে আগেই । সাইট হ্যাক হয়েছে নাকি ? কয়দিন আগেও তো টেকটিউন হ্যাক হয়েছিল, তাই বলে কি টেকটিউনের নিরাপত্তা ছিল না ? । ওয়েব সাইটে বাগ নিত্ত্য নতুন বের হবে। প্রোভাইডার তা সমাধান করবে এটাই সাভাবিক । ধন্যবাদ ।

        @Sabbir: টিউনারপেজ , টেকটিউন হ্যাক হচ্ছে এটা কি হোস্টিং প্রোভাইডারের কারনে হ্যাক হচ্ছে ? ওয়েব সাইট এ বাগ দেখাদিতেই পারে , এমন কি হ্যাক হতে পারে । গেটর থেকে হোস্ট নিলে মনে হয় গেটর আপনার সাইটের নিরাপত্তা দিয়ে যাবে ? এ গুলো ভুল ধরনা । গেটর আখন প্রতি মাসেই ডাউন টাইম থাকে এটা জানেন? ইউজ না করলে তো জানার কথা না।

    @Pakna Pola: ধন্যবাদ। তবে, আমি কিন্তু বলি নাই সবাই খারাপ। কিছু কিছু ব্যবসায়ী আছে খারাপ আবার কিছু কিছু ভালো…

Level 0

ধন্যবাদ।

হুম…বর্তমান সময়ের জন্য গুরুত্বপুর্ন পোষ্ট। আমি খুবি লোকাল যার খুব বেশি রেপুটেশন নেই….তার কাছ থেকে ডোমেইন হোস্টিং নিয়েছি। ভালোই সার্ভিস দিচ্ছে। শুরু থেকেই আমার সব ইনফো সে আমার কাছে দিয়ে দিয়েছে, যেন আমি যখন খুশি ডোমেইন হোস্টিং পাল্টাতে পারি। এখন বুজলাম যার কাছ থেকে নিছি সে খারাপ না।

বিদেশি প্রোভাইডার থেকে সেবা নিতে চাইলে আমি সাজেশন করবো innohosting.com থেকে সেবা নিতে পারেন। ২ বছর যাবত ইউজ করছি ভাল সেবা দিচ্ছে । আর হা দেশি থেকে নিলে Socheaphost, Hostmight , Dhakawebhost , এদের থেকে নিতে পারেন। ধন্যবাদ ।

Level 0

Pritom…thnx…apnar num ta diben….amio eirokm akta jamelay porsi…..

সাহসী লিখা