প্রিয় টেকটিউনস এর লেখক এবং পাঠক, আপনারা সবাই কেমন আছেন?
আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেটি নিয়ে তৈরি কিছু অসাধু ব্যাবসায়ি সম্পর্কে জানাবো।
আমরা অনেকেই হোস্টিং এবং ডোমেইন কিনে থাকি বিভিন্ন কোম্পানি এবং রিসেলারদের কাছ থেকে। কিন্তু, ভাগ্যক্রমে কিংবা অন্য কারও পরামর্শে বিভিন্ন আজেবাজে এবং নিম্নমানের প্রতিষ্ঠান থেকে হোস্টিং এবং ডোমেইন কিনে আমরা ধরা খেয়ে যাই। আমার নিজের অভিজ্ঞতা থেকেই, বলছি আমাদের আশেপাশে এরকম প্রচুর কোম্পানি রয়েছে যাদের বাইরে থেকে দেখলে অত্যন্ত ভালো মনে হয় কিন্তু আসলে তারা চিটার!
এসকল কোম্পানি থেকে এইসব কিনে যাতে আমরা ধরা না পরি সেজন্য, আমি আজ আপনাদের সাথে কিছু এই টাইপের কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিতে চাই যেন আপনারা সতর্ক থাকেন।
আমি জীবনে প্রথম হোস্টীং এবং ডোমেইন কিনতে গিয়ে ধরা খাই যেই কোম্পানিটির কাছে তার নাম "IT CELL BD"
খুব ভালো করে নামটি শুনে রাখুনঃ আইটি সেল বিডি।
এটি একটি হোস্টিং এবং ডোমেইন প্রোভাইডার কোম্পানির। এর সাথে আমার পরিচয় ঘটে গত ১ বছর আগে। তারা আমাকে একটি 'ডট কম' ডোমেইন কিনে দেয় ৯০০ টাকায় এবং একটি হোস্টিং ১৫০০ টাকায়। টাকা দিয়ে দেওয়ার পর তারা আমাকে আর আমার ডোমেইন বুঝিয়ে দেয় না! আমি ডোমেইন অ্যাকাউন্ট এর ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইলে তারা বলে, ডোমেইন এর বলে কোন ইউজার নেম ও পাসওয়ার্ড নেই!
সেই সময় তারা আমার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে প্রতারণা করে। টাকা বড় কথা নয়, কিন্তু সেটা আমার জীবনের প্রথম ডোমেইন এবং হোস্টিং কেনার মুহূর্ত ছিল এবং সেইদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম।
আমি চাই না, আপনারাও এইরকম কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং কিনে প্রতারিত হোন। তাই, আমি এই কোম্পানিটিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম।
আমি চাই, সবাই এদের সম্পর্কে জানুক। আমি এদের মুখোশগুলো খুলে দিতে চাই। কিন্তু, এতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা যদি আমাকে উতিসাহিত করেন এবং আমার সাথে থাকেন তাহলে আমি ধারাবাহিক সিরিজ-এর মাধ্যমে এইসব কোম্পানিগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো।
সময় থাকলে আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন-
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাঝে মাঝে নিজেকে দেখলে মনে হয়, 'হায়! আরও কত কিছু করার বাকি আছে!'
ধন্যবাদ সতর্ক করার জন্য……….:)