টিটি ভাইরা কেমন আছেন এটা আমার প্রথম TUNE আমার জন্য দোয়া করবেন । সরাসরি TUNE চলে যাচ্ছি
U এর উচ্চারণ কখনও "আ" আবার কখনও "ইউ" হয়
RULE A: যদি কোনও English Word C+U+C এভাবে গঠিত হয় অর্থাৎ U এর আগে CONSONANT
এবং U এর পরেও CONSONANT তাহলে U এর উচ্চারণ "আ" হবে উদাহরন BUT CUT JUST
N.B>>>> শুধুমাত্র PUT এই WORD এর ক্ষেএে এটি APPLICABLE নয় ।
আবার যদি U+C+V এভাবে গঠিত হয় তাহলে U এর উচ্চারণ "ইউ" হবে ।
যেমন CUTE UNITY UNIVERSITY ইত্যাদি
RULE B: যদি কোনও English Word -এ DG /DJ এ ভাবে গঠিত হয় তাহলে D এর উচ্চারণ হবেনা
যেমন ADJECTIVE ADJUST EDGE BUDGET
অ্যাজেকটিভ অ্যাজাসট ইজ বাজেট
RULE C: WH এর পরে "O" থাকলে WH=(হ) উচ্চারিত হবে
যেমন WHO= হু হবে আবার WH এর পরে যদি "O" বাদ দিয়ে অন্য কোন LETTER থাকে তাহলে
WH="ও" উচ্চারিত হবে । যেমন WHAT এর উচ্চারণ হোয়াট না হয়ে ওয়াট হবে
WHY এর উচ্চারণ "ওয়াই" হবে ।
আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই
আমি ANISUR928। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
My profession is to know the unknown and to see the unseen. With thanks>>>>> ANISUR RAHMAN RANGPUR DINAJPUR
ভাল লাগল । পরর্বতি টিউনের অপেক্ষায় ।