আমি একটি web-site এর সন্ধান পেয়েছি যেখানে gravity নিয়ে পরীক্ষা করা যায়।
http://www.nowykurier.com/toys/gravity/gravity.html (পেজ টি লোড হতে একটু সময় নেয় )
এখানে আপনি কতগুলো প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। যে কেন কোন গ্রহ নক্ষত্রের চারিদিকে ঘোরে বা স্যাটেলাইট কেন পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে । আমরা জানি যে মহাশূন্যে কোন বস্তু যদি তারচেয়ে বড় (ভর বেশী) কোন বস্তুর (gravitational শক্তির অন্তরগত)পাশদিয়ে একটি নির্দিষ্ট গতিতে যায় তাহলে ছোট বস্তুটি বড় বস্তুটির চারপাশে আবর্তিত হতে থাকবে, যেমনটি চন্দ্র পৃথিবীকে আবর্তিত করে চলছে। এছাড়া আপনি ব্ল্যাক হোল এর gravity ও পরীক্ষা করতে পারবেন OMFG অপশন টি দিয়ে।
আমি আপনাদের এই মজার ব্যাপারটি বাংলায় বোঝানোর জন্য একটি ব্লগ খুজে বের করলাম । link দিচ্ছি , তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে-
http://www.somewhereinblog.net/blog/tituctgblog/28876120
তাহলে মজা/পরীক্ষা করতে থাকুন আর অন্য সকল gravitational এর বৈজ্ঞানিক তত্ত্ব গুলি নিজের হাতে পরীক্ষা করে দেখে নিন। আমি তো বেশ মজা নিচ্ছি।
আমি n2roy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.onlinecse.com এই ওয়েবসাইট টির কোন হদিস নেই তো।
তাই কাঁঠাল ভাঙলাম না। শীতে কাঁঠাল পাওয়া যাচ্ছে না।