ভিডিও এডিটিং এ আপনার ক্যারিয়ার গড়ুন [১ম-পর্ব] :: ভিডিও এডিটিং একটি সৃজনশীল এবং সম্মানজনক পেশা

টিভি চ্যানেলে কাজ করা এখন সবচেয়ে আকর্ষনীয় । বাংলাদেশে ২০ এর ও অধিক বেসরকারী টিভি চ্যানেল আরো কিছু রয়েছে সস্প্রচারের অপেক্ষায় । এ সবগুলো টিভি চ্যানেলে দক্ষ ভিডিও এডিটরদের সুযোগ রয়েছে কাজের কিন্তু টিভি চ্যানেল যে ভাবে বাড়ছে, সে তুলনায় বাড়ছেনা এডিটর । যখনি নতুন একটি টিভি চ্যানেল চালু হচ্ছে পুরোনো চ্যানেলের এডিটরদের বেশী বেতন দিয়ে নিয়ে যাচ্ছে এভাবেই খালি হচ্ছে এ পদ। চিত্রগ্রাহক (ক্যামেরাম্যান) দের ধারন করা ভিডিও গুলো কেটেছেটে দৃশ্যের পর দৃশ সাজিয়ে অনুষ্ঠান ও সংবাদকে দর্শকদের দেখার উপযোগী করে তোলাই ভিডিও এডিটরের কাজ আর এসব অনুষ্ঠান ও সংবাদ ২৪ ঘন্টা প্রচার করে টিভি চ্যানেল।

এছাড়া যেসব অনুষ্ঠান, বিজ্ঞাপন টেলিভিশনে প্রচারিত হয় সেগুলো বিভিন্ন প্রযোজনা সংস্থা আছে তারাও নির্মান করে থাকে সেখানেও কাজ করবার সুযোগ রয়েছে, এজন্য এডিটিং জানা ছেলে মেয়েরা টেলিভিশন ছাড়াও এসব প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়ে যাচ্ছে খুব সহজেই।

অন্য যে কোন পেশার থেকে এ পেশা সম্মানজনক ও বেতন অনেক ভাল তবে বেতনের অংকটা নির্ভর করে দক্ষতার উপর ভিত্তি করে। টেলিভিশন চ্যানেলগুলো একজন ভালমানের ভিডিও এডিটরকে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে, তবে সঠিক প্রশিক্ষন নিয়ে যারা এ পেশায় আসতে চাই প্রাথমিক ভাবে তাদের বেতন ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে এরপর যারযার যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে হবে। এখানে সিফ্টিং ডিউটি টাইম ৮ ঘন্টা তাই সৃজনশীল যে কেউ চাইলে চাকরির পাশাপশি পার্টটাইম হিসাবে কাজ করতে পারবে।

আমি নিজেও গত ১০ বছর যাবৎ এ পেশায় কাজ করছি, রয়েছে বিভিন্ন টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা। একটা চ্যানেলে তিন ধরনের ক্যাটাগরিতে ভিডিও এডিটর নেওয়া হয় ১.সিনিয়র ভিডিও এডিটর ২.ভিডিও এডিটর ৩.নতুন যারা আসতে চাই ফ্রেশার বা শিক্ষানবীশ সেখানে শিক্ষানবীশ নিয়োগ দেওয়া হয় ২০জনের মত। আর সেজন্য দরকার নতুন নতুন ভিডিও এডিটর। ভিডিও এডিটর হিসাবে ক্যারিয়ার গড়তে হলে ডিগ্রী পাস অথবা ন্যুনতম এইচএসসি পাস হতে হবে। আমাদের দেশে বড় ধরনের কোন ইন্সটিটিউট নাই শেখার জন্য তবে কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে।

প্রচুর সম্ভাবনাময় এ পেশায় যাতে দক্ষ জনবল তৈরী হয় সেজন্য আমার এ লেখা। (ইতোমধ্যে আমার এ পোষ্টটি বিভিন্ন ব্লগে দিয়েছি)আগামীকাল খেকে পাবেন ভিডিও এডিটিং কোর্স পর্ব ভিত্তিক । ভিডিও এডিটিং এ নিজের ক্যারিয়ার গড়ুন, ছড়িয়ে দিন আপনার সৃজনশীলতা টেলিভিশনের পর্দায়।

Level 0

আমি abutaher_ripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a senior video editor...i like the dreams of the future, better than the history of the past........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bhai ami firefox dia youtube&facebook video dekte partesina plzz help meee

Level 0

পরবর্তি টিউনের আশায় থাকলাম

    @MahiNbd: পেয়ে যাবেন তারাতারি বাংলায় লেখাতো…

Level 0

ভিডিও এডিটিং একটি সৃজনশীল পেশা তবে কিন্তু অনেক ধৈর্য আর একাগ্রতার দরকার হয় তা না হলে পুরা প্রজেক্ট এর উপর চাপ পড়ে…..

উৎসাহ পেলাম…. রিপন ভাই আপনার স্কাইপে আইডি টা দিবেন প্লিজ… আমার টা jahidpappu

রিপন ভাই অনেক আশার কথা শুনালেন প্রত্যাশা থাকলো আপনার হাত ধরে এবার ভিডিও এডিটিংটাও শেখা হয়ে যাবে।

Level 0

সবার আগে ভাল মানের ভিডিও এডিটিং সফটওয়্যার দরকার ।

    @sumon70: ভাল মানের অনেক সফটওয়্যার আছে কি দরকার আপনার ?

পর্বগুলি শুরু করেন। দেখি ভিডিও এডিটিং শিখতে পারি কিনা। ভালো লাগলো।

ধন্যবাদ। এটা সুধু s.s.c পাশ দের জন্য আর যারা s.s.c লেভেলে পড়তেছে , তারা কি করতে পারবেনা?

ধন্যবাদ। এটা সুধু H.S.C পাশ দের জন্য আর যারা H.S.C লেভেলে পড়তেছে , তারা কি করতে পারবেনা?

    @মোঃ সাজাদ হোসেন: H.S.C পাশ হলেতো পারবেন কিন্তু s.s.c হলে হাউজে কাজ করতে পারবেন, টেলিভিশনে জব পাওয়া যাবেনা….

ভাই, টিভিতে কোন soft দিয়ে এডিট করে?

ধন্যবাদ রিপন ভাই। আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি। ইউলিড – কোরেল দিয়ে ভালো কাজও করতে পারি। তবে, প্রিমিয়ার কিংবা আফটার এফেক্টস কঠিন লাগে। আশা করছি, আপনার টিউন ফলও করে, কিছু একটা করতে পারব।

Really Nice tune. kinto brother kindly ki bolben je professional video editor hote hole amra zara new tara ki, ki courses korte pari? r koto din e ba lagte pare, course fee e ba koto lagte pare…

    @Shovon akand: ভাই প্রফেশনালী শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন [email protected] শেখানো + কাজের জন্য ব্যবস্হা করে দিব….

Level 0

অত্যন্ত সুন্দর এবং ভিন্ন ধরনের টিউন।……..

৩.নতুন যারা আসতে চাই ফ্রেশার বা শিক্ষানবীশ সেখানে শিক্ষানবীশ নিয়োগ দেওয়া হয় ২০জনের মত।

এই ক্যাটাগরিতে ভিডিও এডিটর হিসাবে কাজ করার জন্য কি ধরনের যোগ্যতা প্রয়োজন হয় এবং যারা এখানে কাজ করতে ইচ্ছুক তাদের বাছাই প্রক্রিয়া কিভাবে হয় জানালে উপকৃত হতাম।

    @Phenix: H.S.C + নিম্নে ছয়মাস একবছর কাজ করে আসতে হবে।বাছাই প্রক্রিয়া কোন পরিচিত ভাই থাকলে সহজ হয়ে যাবে।

Bhaia, apnar tune er aashay thanklaam…… I am a Graphis designer, I wanted to be a video editor…….. If you don’t mind, please continue your tune… waittttting

    @digitallover_1991: গ্রাফিক্স ডিজাইনার এর মার্কেটতো এমনিতেই ভাল, তারপরও শিখুন শেখার শেষ নাই।অবশ্যই লিখবো নিয়মিত।

vai ami to video editting sikta chai . apnar phn num ta dan. apnar sate contact korbo………

outstanding tune

    @Muhammad Subel: ধন্যবাদ আপনারা সহযোগিতা করলে ভিডিও এডিটিংতো শেখাবো+ সমস্যা সমাধান এর জন্য আছি আপনাদের সাথে….

রিপন ভাই….আমি ও গত ২ বছর যাবৎ এ পেশায় কাজ করছি, কিন্তু কোনো টেলিভিশনের কাজের অভিজ্ঞতা নেই।কি ভাবে টেলিভিশনে কাজ করা যায়….এই বিষয়ে জানালে উপকৃত হতাম।

বড় ধরনের কোন ইন্সটিটিউট নাই শেখার জন্য,তবে একটি ভালো প্রতিষ্ঠান আছে শেখার জন্য…..কেও যদি শিখতে চান তা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

    @বশির: আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করবো,আপনি কি ধরনের কাজ করেছেন কি সফটওয়্যার বিস্তারিত আমাকে মেইল করেন….আপনি কোন প্রতিষ্ঠানের কথা বলছেন আমি জানিনা তবে এখন যে টেলিভিশন গুলো আসছে সব HD FORMAT সেজন্য যারা শিখবে যেন HD সবকিছু ভালভাবে শিখতে পারে নাতো শেখাটা বৃথা হয়ে যাবে…..আমি নিজেও এখন HD তে কাজ করছি।

Boshir bhi.. address diben pls

    @জাহিদ পাপ্‌পু: এখন যে টেলিভিশন গুলো আসছে সব HD FORMAT সেজন্য যারা শিখবেন যেন HD সবকিছু ভালভাবে শিখতে পারেন নাতো শেখাটা বৃথা হয়ে যাবে।

bosir vi addres dan quick. video editting sikbo

    @Sumon Ghosh: যেখানে পচ্ছন্দ শিখেন কিন্তু এখন যে টেলিভিশন গুলো আসছে সব HD FORMAT সেজন্য যেন HD সবকিছু ভালভাবে শিখতে পারেন খেয়াল রাখবেন নাতো শেখাটা বৃথা হয়ে যাবে।

Level 0

প্রগরামার হওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু হাতে খড়ি দেবে এমন কাউকে পাইনি। তাই ২০০১ সনে ভিডিও এডিটিং শেখা শুরু করেছিলাম একা একা যত টুকু শেখা যায় প্রিমিয়ার বা ইউলিড দিয়ে। সুখের বিষয় আমার বিয়ের, বাচ্চাদের জন্ম দিনের ভিডিও এডিটিং করতে পেরেছি। এবং দুটো প্রজেক্ট তৈরী করেছিলাম একটা বিয়ের জন্য অন্যটা জন্ম দিনের ভিডিও এর প্রথম বা পরিচিতি অংশের জন্য যেখানে আপনার ছবি নাম ইত্যাদী দিয়ে রেনডারিং দিলে অটোমেটিক এডিট হয়ে যাবে খুব একটা সময় দিতে হত না ।কয়েকজনকে শিখিয়েছি যারা এখন এড মিউজিক ভিডিও তৈরী করে। তবে সময় অভাবে এখন সব ভুলতে বসেছি। এডিটিং সহজ এবং খুবই মজার একটা কাজ তবে ধৈর্য এবং ক্রিয়েটিভিটির প্রয়োজন হয় । প্রিমিয়ার দিয়ে কাজের মজাই আলাদা কাজ করলে বুঝবেন।

    @mahmud.tsc: প্রিমিয়ার দিয়ে কাজ করার কথা আপনিকি আমাকে বলছেন?

      Level 0

      @abutaher_ripon: সরি আপনাকে বলতে যাব কেন, আপনাকে বললে নাম ধরেই বলতাম। আপনি হলেন প্রফেশনাল আর আমি নন প্রফেশনাল। আমি শখের বসে শিখেছি এবং আমি অধিকাংশ বিষয় শিখি একা একা কারও হেল্প না নিয়ে। যাই হোক আমি জানিনা আপনার কোন প্রোগাম ব্যবহার করেন।টিউন করেন তখন হয়ত দেখব কোন প্রগ্রাম ব্যবহার করেন। আরেকটি কথা টিউন করতে চাইলে কমেন্টারদের কথা নেগেটিভ ভাবে না নেওয়াই ভাল।ধন্যবাদ।

        @mahmud.tsc: আমি নেগেটিভ বাবে নিইনি,আমার হয়তো বোঝার ভুল হতে পারে উত্তর যেহেতু আমাকে দিয়েছিলেন তাই জানতে চেয়েছিলাম আমাকে বলছেন নাকি!!!আমি অনেবক সফটওয়্যার দিয়ে কাজ করেছি বিভিন্ন টিভি চ্যানেলে যেমন এডিট-৫/৬,এভিড এইচ ডি,প্রিমিয়ার,ইডিয়াস, এফ ‍সি পি,ভেলোসিটি।টিউন করবো প্রিমিয়ার দিয়ে এটা সহজ হবে সবার জন্য!

জাহিদ পাপ্‌পু ভাই এবং Sumon Ghosh ভাই আপনারা যদি এডিটিং শিখতে চান তা হলে আমাকে ফোন করেন ০১৯১৬৬৭১১১১

    @বশির: বশির ভাই মনে কিছু নিবেন না একটা কখা বলি,আমি টিকটউনে কষ্ট করে বাংলায় লিখে যে ভাইয়েরা জানেনা তাদের শেখানোর উদ্যেগ নিচ্ছি আপনি শেখাতে চাইলে অলাদাভাবে টি উন করে আপনার নম্বর দেন কোন অসুবিধা নাই, হাতখড়ি না পেয়ে যদি আগেই বাইরে শিখতে যাই তাহলে কষ্ট করে আমার বাংলা লেখার কি দরকার কারন ভিডিও এডিটিং মানেই সবকিছু ইংরেজী!!!

সবাইকে বলছি আমি লিখছি আপনাদের জন্য দেখুন যদি ভাললাগে তারপর এ্যডভান্স লেভেল শিখুন।আমি ছাড়া আরো অনেকে আছেন যারা এডভান্স লেভেল শেখায় সেখানে ‍শিখেও আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের কাজের জন্য চেষ্ঠা করবো……. ইনশাল্লাহ আগামিকাল প্রখম পর্ব পাবেন ধন্যবাদ..।

vai ami adobe premeier pro 2.0 diye shikhsi….. ami bba porsi…. first shikhar jonne ki ai softwar ta jothesto mone hoy apnar kase???

    @cricketsujon: আপনি যদি প্রিমিয়ার ও এফ সি পি ঠিকমত শিখতে পারেন তাহলে কোন সফটওয়্যার আপনার কাছে সমস্যা মনে হবেনা কারন অন্য সবগুলো একি প্লাটফর্ম শুধু কমান্ড আলাদা আর একটা কথা শুধু সফটওয়ার শিখলে হবেনা এডিটিং শিখতে হবে মুল হলো এডিটিং সেন্স…..

Ripon bhai, akta information jante chachi, khubi upokrito hobo. ami jante chachi je, first second ba advanced level ar video editing programm kongulo. Ami Ulead sompurno abong premiere 50% jani. kon kon program jana thakle ami video editor hisebe apply korte parbo. R vai apni je studio {tv channel} te kaj koren sekhane kon software diye kaj kora hoy? mane ami jante chachilam tv channelgulate kon software diye video edditing ar kaj kora hoye thake? sorry vai akta information jante cheye onekgulo prosno kore felechi. somoy hole pls janaben…..

    @Masud The Ambitious: এ্যাডভান্স বলতে শুধু প্রফেশনাল সফটওয়্যার না ,মুল হলো এডিটিং সেন্স আপনি কতভাল এবং ফাস্ট এডিট করতে পারেন।প্রিমিয়ারটা ভাল করে শেখেন সঙ্গে ইডিয়াস পারলে এফ সি পি।এখন দুই জায়গায় আমি কাজ করছি ২টা সফট : ইডিয়াস/এফ সি পি ।এভিড এইচ ডি,প্রিমিয়ার,ইডিয়াস, এফ ‍সি পি,ভেলোসিটি এগুলো দিয়ে টিভিতে কাজ হয়।

ভাইয়া আপনার মোবাইল নাম্বার টা দেবেন প্লিজ ।

ইউলিড ভিডিও এডিটিং এর ইফেক্ট দরকার ৲৲৲৲৲৲৲৲৲৲৲৲৲৲৲৲৲৲ভাই যদি একটু হেল্প করতেন

    @Tuhin_ahamed_niloy: ইউলিড ভিডিও আসলে টিভি বা মিডিয়া হাউজ এ ব্যবহার হয়না সাধারনত যারা বিয়ে জন্মদিন অনুষ্ঠান এডিট করে তারা ব্যাবহার করে। আপনি হলিউড এফ এক্স, বরিস এফ এক্স ব্যাবহার করেন।

রিপন ভাই……আমি যে প্রতিষ্ঠানের কথা বলছি সেখানে HD FORMAT কাজ শেখানো হয়….বর্তমানে আমি সেখানে কাজ করতেছি…..?
রিপন ভাই……আপনি কিছু মনে করবেন না…..ফোন নাম্বার দেওয়ার জন্য অন্তরিক ভাবে দুঃখিত…..:( আপনি টেকটিউনস এ লিখেন …? আমি আপনার সাথে আছি…???

Level New

thanks:)

Level 0

প্রশ্ন ছিল – সবার আগে ভাল মানের ভিডিও এডিটিং সফটওয়্যার দরকার ।
উত্তর ছিল – ভাল মানের অনেক সফটওয়্যার আছে কি দরকার আপনার ?

প্রশ্ন – Edidus নাকি বর্তমানে এডিটিং এর জন্য বেশ বাল মানের সফট । আবার এর সাথে অনেক প্লাগ ইন লাগে । ( একজন প্রফেশনাল ভিডিও এডিটরের কাছ থেকে জানলাম ) দাখেন এটার উপর কোন টউন করতে পারেন কিনা । আর আমি বলতে চাচ্ছিলঅম ইন্ডিয়ার স্টার জলসা ও জি বাংলার যেসব সিরিয়াল যেমন সাত পাকে বাধাঁ এসবের মত ভিডিও এডিটিং সফট দরকার ।

    @sumon70: আপনার প্রশ্নটা আমার কাছে মনে হয়েছিল যে আপনি ভাল মানের সফট খুজতেছেন, বাজারে ভাল মানের সফট অনেক আছে সেজন্য আমার উত্তর ছিল “ আপনার কি সফট দরকার” আর ইডিয়াস HD FORMAT এ কাজের ভালো সাপোর্ট দিচ্ছে সেজন্য এখন টিভি চ্যানেল মিডিয়া হাউজ ইডিয়াস ব্যবহার করছে প্লাগইন ও পাওয়া যাই চিন্তার কার নাই ভাই। একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে হলে ভাল এডিটিং জানতে হবে কারন সফট শিখলেই আপনি এডিটর হয়ে যাবেন না আর সফট যে কোন ১টা পরিপুর্ন ভাবে শিখতে পারলে বাকী সফট গুলো দিয়ে আপনার কাজ করতে অসুবিধা হবেনা, ।
    স্টার জলসা ও জি বাংলা এরাও আমাদের মত এসব সফট দিয়ে কাজ করে তাদের ক্যামেরা ওর্য়াকটা বেশি এবং ভাল সেজন্য ইফেক্ট এর ব্যবহারটাও বেশী ।।।।।।

Level 0

i need holywood fx 5 and bpris 6 please share this download link…………please