টিভি চ্যানেলে কাজ করা এখন সবচেয়ে আকর্ষনীয় । বাংলাদেশে ২০ এর ও অধিক বেসরকারী টিভি চ্যানেল আরো কিছু রয়েছে সস্প্রচারের অপেক্ষায় । এ সবগুলো টিভি চ্যানেলে দক্ষ ভিডিও এডিটরদের সুযোগ রয়েছে কাজের কিন্তু টিভি চ্যানেল যে ভাবে বাড়ছে, সে তুলনায় বাড়ছেনা এডিটর । যখনি নতুন একটি টিভি চ্যানেল চালু হচ্ছে পুরোনো চ্যানেলের এডিটরদের বেশী বেতন দিয়ে নিয়ে যাচ্ছে এভাবেই খালি হচ্ছে এ পদ। চিত্রগ্রাহক (ক্যামেরাম্যান) দের ধারন করা ভিডিও গুলো কেটেছেটে দৃশ্যের পর দৃশ সাজিয়ে অনুষ্ঠান ও সংবাদকে দর্শকদের দেখার উপযোগী করে তোলাই ভিডিও এডিটরের কাজ আর এসব অনুষ্ঠান ও সংবাদ ২৪ ঘন্টা প্রচার করে টিভি চ্যানেল।
এছাড়া যেসব অনুষ্ঠান, বিজ্ঞাপন টেলিভিশনে প্রচারিত হয় সেগুলো বিভিন্ন প্রযোজনা সংস্থা আছে তারাও নির্মান করে থাকে সেখানেও কাজ করবার সুযোগ রয়েছে, এজন্য এডিটিং জানা ছেলে মেয়েরা টেলিভিশন ছাড়াও এসব প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়ে যাচ্ছে খুব সহজেই।
অন্য যে কোন পেশার থেকে এ পেশা সম্মানজনক ও বেতন অনেক ভাল তবে বেতনের অংকটা নির্ভর করে দক্ষতার উপর ভিত্তি করে। টেলিভিশন চ্যানেলগুলো একজন ভালমানের ভিডিও এডিটরকে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে, তবে সঠিক প্রশিক্ষন নিয়ে যারা এ পেশায় আসতে চাই প্রাথমিক ভাবে তাদের বেতন ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে এরপর যারযার যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে হবে। এখানে সিফ্টিং ডিউটি টাইম ৮ ঘন্টা তাই সৃজনশীল যে কেউ চাইলে চাকরির পাশাপশি পার্টটাইম হিসাবে কাজ করতে পারবে।
আমি নিজেও গত ১০ বছর যাবৎ এ পেশায় কাজ করছি, রয়েছে বিভিন্ন টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা। একটা চ্যানেলে তিন ধরনের ক্যাটাগরিতে ভিডিও এডিটর নেওয়া হয় ১.সিনিয়র ভিডিও এডিটর ২.ভিডিও এডিটর ৩.নতুন যারা আসতে চাই ফ্রেশার বা শিক্ষানবীশ সেখানে শিক্ষানবীশ নিয়োগ দেওয়া হয় ২০জনের মত। আর সেজন্য দরকার নতুন নতুন ভিডিও এডিটর। ভিডিও এডিটর হিসাবে ক্যারিয়ার গড়তে হলে ডিগ্রী পাস অথবা ন্যুনতম এইচএসসি পাস হতে হবে। আমাদের দেশে বড় ধরনের কোন ইন্সটিটিউট নাই শেখার জন্য তবে কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে।
প্রচুর সম্ভাবনাময় এ পেশায় যাতে দক্ষ জনবল তৈরী হয় সেজন্য আমার এ লেখা। (ইতোমধ্যে আমার এ পোষ্টটি বিভিন্ন ব্লগে দিয়েছি)আগামীকাল খেকে পাবেন ভিডিও এডিটিং কোর্স পর্ব ভিত্তিক । ভিডিও এডিটিং এ নিজের ক্যারিয়ার গড়ুন, ছড়িয়ে দিন আপনার সৃজনশীলতা টেলিভিশনের পর্দায়।
আমি abutaher_ripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a senior video editor...i like the dreams of the future, better than the history of the past........
bhai ami firefox dia youtube&facebook video dekte partesina plzz help meee