আমার প্রথম টিউন, এতদিন ফাউ খেয়ে গেছি চিন্তা করলাম কিছু খাওয়াই 😉 আমি নিশ্চিত বদ-হজম হবেনা।
আমি সাজেস্ট করবো শীট আকারে প্রিণ্ট করে, বাসায় এমন এক জায়গায় লাগিয়ে রাখেন যেন আপনার মুখস্থ হয়ে যায় নিজের অজান্তে। পড়ার টেবিলে রাখবেন বলে চিন্তা করে ফেলেছেন? না, এটা করবেন না। কারন আমরা এতোটা পড়িনা, যখন পড়ার সময় আসে তখন এটা দেখার টাইম পাবেন না।
কম্পিটারের আশেপাশে রেখে দিলেই কেল্লা ফতে। আর নতুবা কমন দরজায় লাগিয়ে রাখুন। ৬ মাস পর এর ফলাফল পাবেন।
*ট্রানজিশনাল ফ্রেইজ বলা হয় এদেরকে, যাদের স্টুডেন্ট বা ছোট ভাই বোন আছে তাদের উপরো এপ্লাই করতে পারেন।
* আরেকটি বড় এবং বিশেষ দিক হচ্ছে আরটিকেল নিজের এবং অন্যের জন্যে অথবা পেশাদারিত্যেও লিখার প্রয়োজন পরছে প্রতিনিয়ত।
* ফ্রিলেন্সার ভাইদের জন্যেও কাজে আসবে বলে আশা রাখি।
আমি প্রত্যেকটা সেগমেন্টকে টাইটেল এ আলাদাই রেখেছি , কিছু নিজের ইচ্ছামত অদল-বদল করিনি, আপনিও করবেন না আশা করি। এভাবেই প্রিন্ট দিয়ে নিন। কম্পিটার এ রেখে দিয়েন না তাহলে আর মেমরি করা লাগবে না, নেহায়েত হবেও না। আর কথা না বাড়িয়ে কাজে নেমে পরি। এই নেন।
Illustration:
Thus, for example, for instance, namely, to illustrate, in other words, in particular, specifically, such as.
Contrast:
On the contrary, contrarily, notwithstanding, but, however, nevertheless, in spite of, in contrast, yet, on one hand, on the other hand, rather, or, nor, conversely, at the same time, while this may be true.
Addition:
And, in addition to, furthermore, moreover, besides, than, too, also, both-and, another, equally important, first, second, etc., again, further, last, finally, not only-but also, as well as, in the second place, next, likewise, similarly, in fact, as a result, consequently, in the same way, for example, for instance, however, thus, therefore, otherwise.
Time:
After, afterward, before, then, once, next, last, at last, at length, first, second, etc., at first, formerly, rarely, usually, another, finally, soon, meanwhile, at the same time, for a minute, hour, day, etc., during the morning, day, week, etc., most important, later, ordinarily, to begin with, afterwards, generally, in order to, subsequently, previously, in the meantime, immediately, eventually, concurrently, simultaneously.
Space:
At the left, at the right, in the center, on the side, along the edge, on top, below, beneath, under, around, above, over, straight ahead, at the top, at the bottom, surrounding, opposite, at the rear, at the front, in front of, beside, behind, next to, nearby, in the distance, beyond, in the forefront, in the foreground, within sight, out of sight, across, under, nearer, adjacent, in the background.
Concession:
Although, at any rate, at least, still, thought, even though, granted that, while it may be true, in spite of, of course.
Emphasis:
Above all, indeed, truly, of course, certainly, surely, in fact, really, in truth, again, besides, also, furthermore, in addition.
Details:
Specifically, especially, in particular, to explain, to list, to enumerate, in detail, namely, including.
Similarity or Comparison:
Similarly, likewise, in like fashion, in like manner, analogous to.
Examples:
For example, for instance, to illustrate, thus, in other words, as an illustration, in particular.
Suggestion:
For this purpose, to this end, with this in mind, with this purpose in mind, therefore.
Consequence or Result:
So that, with the result that, thus, consequently, hence, accordingly, for this reason, therefore, so, because, since, due to, as a result, in other words, then.
Summary:
Therefore, finally, consequently, thus, in short, in conclusion, in brief, as a result, accordingly.
লিখাটি পূর্বে সামু ব্লগে প্রকাশিত।
ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন।
আমি যাফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
VALO POST