ঢাবিতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু

স্নাতক সম্মান শ্রেণীতে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষে  ঢাকা বিশ্ববিদ্যালয়ে  অনলাইনে ভর্তি কার্যক্রম শনিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে শুরু হচ্ছে। এ ভর্তি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে ২৬ আগস্ট শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীকে আবেদনপত্রের জন্য যে কোনো ব্যাংকে ৩৫০ টাকা জমা দিতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই ২২ সেপ্টেম্বরের মধ্যে ছবি আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে। যেসব শিক্ষার্থী ২০১২ ও ২০১১ সালে উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। তবে প্রাথীকে অবশ্যই ২০০৭ বা তার পরবর্তী সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যদিকে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী বিভাগ পরিবর্তনের জন্য এবারের ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে তাকে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের কাছ থেকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত অনুমতি নিতে হবে। বিস্তারিত জানতে দেখুনঃ http://www.admission.univdhaka.edu

Level 0

আমি Mosrur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ