গনিত এর কিছু কথা ও আমার বার্তা

কেমন আছেন টিটি নিবাসিরা। আশা করি ভালই আছেন। আমিও আছি একরকম। এতদিন ওয়েব ডিজাইন আর গ্রাফিক্স নিয়া শুধু কথা বলছি আপনাদের সাথে। তবে আজকে একটু আলাদা বিষয় নিয়া কথা বলতে চাই।  শুরুতেই বলি আমার জীবনে ভার্সিটি জোটে নি। আমি জাতীয় ভার্সিটি তে পরি গনিত বিভাগে। সেইরকম টাকা - পয়সা আলা বাড়ীর ছেলে আমি নই। একটা ভার্সিটিতে পরিক্ষা দিছিলাম কিন্তু হয় নি। আমার ভার্সিটিতে পরার আশাও ছিল না। বাসা থেকে অত টাকা নেয়া আমার জন্য ভাল হবে না। আমাকে দিলে বাসার কি হবে? আর সবথেকে মজার কথা হল লেখাপড়ার প্রতি আমার তেমন কোন ঝোঁক নেই। বিজ্ঞান এর বিষয় গুলা মোটামুটি দখলে আছে। আমার বাবার মত নাকি আমিও হয়েছি বাবা মনে করে। লেখাপড়ার পিছনে এত টাকা খরছ করে আবার চাকরি করতে হবে ৮/১০ লাখ টাকা ঘুস দিয়া। তার থেকে ভাল হয় আমি আরও টাকা জমা করে বাংক এ রাখব আর মাসে মাসে যেটা ইন্টারেস্ট পাব তা দিয়া আমার জীবন সুন্দর চলবে। আপনাদের বলব না যে আপনারা লেখাপরা ছেড়ে দেন। আসলে বাংলাদেশের লেখাপরা আর চাকরি বেবস্থা আমার ভাল লাগে না। কার কেমন লাগে সেটা নিশ্চয় কমেন্টে দেখতে পাব।

এটা আজকের একটা পার্ট গেল।

এখন গনিত বিষয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। আপনারা অনেকেই গনিত নামের একটা জিনিসকে ভয় পান। গনিত নাকি একটা ভুত, পেত্নি, বাঘ, সিংহ 😛 । আসুন দেখা যাক গনিত কত বড় এবং কি জিনিস। আপনি গনিতে দুর্বল, আপনি বলেন আপনার মেধা নাই। আমি আপনাকে বলব ভাই এত বড় মিথ্যা কথাটা আপনি বলতে পারলেন কিভাবে? আপনি দুনিয়াতে যত গনিতবিদ আছে তাদেরকে পশুর সাথে তুলনা করলেন কিভাবে? আপনি পিথাগোরাস, আর্কিমিডিস প্রমুখ বেক্তিকে কেন পশুর সাথে তুলনা করলেন?  আপনি হয়ত ভাবতেছেন আমি পাগল হয়ে গেছি। দেখুন কিভাবে আমার কথাগুল আপনাকে আমি প্রমান করে দেখাই। আচ্ছা ধরা যাক  x=2 এবং 2=y তাহলে তো x=2=y বা, x=y লেখা যায়। আপনি নিজে চিন্তা করুন লেখা যায় কিনা? সমস্যা হলে কমেন্ট করুন। উপরের সমীকরণ গুল আমরা খাটাবো  এখন।  ধরুন , আপনি একজন মানুষ এবং আপনার মেধা নাই। অপরদিকে পিথাগোরাস একজন মানুষ তাহলে পিথাগোরাসের মেধা নাই।

গানিতিক রুপঃ আপনি= মানুষ এবং পিথাগোরাস = মানুষ ।

এখন আপনি= মেধাহীন তাহলে পিথাগরাস= মেধাহীন।

আপনি যদি মানুষ হন তাহলে তো পিথাগোরাসকে আর মানুষ বলার যুক্তি আমি পাচ্ছি না, কারন পিথাগোরাস মেধাহীন নন। পিথাগোরাস মেধাযুক্ত কিন্তু আমরা গানিতিকভাবে প্রমান করছি যে, আপনি মানুষ হলে পিথাগোরাস মেধাহীন। তাই আমরা স্পষ্ট বলতে পারি যে মেধা বলে আসলে বাস্তবে কিছু নেই, এটা আমাদের সবার একটা ভুল ধারনা মাত্র। কারন মেধার উপস্থিতি দুনিয়ার সবথেকে বড় সত্য জিনিষকে মিথ্যা করে দেয়।

আমি বলি গনিত দুনিয়াতে এমন একটা বিষয় যেটা শুধু সত্য জিনিস দিয়া তৈরি। আর বাকি সব আমার কাছে মিথ্যা মনে হয়। কেন?

ধরা যাক, ক্যাটরিনা একটা জটিল নাইকা।

আপনি বললেন হা ভাই আমি আপনার সাথে একমত যে , ক্যাটরিনা একটা জটিল নাইকা।

কিন্তু আমি কইলাম, না ভাই আমি তো আপনার সাথে একমত হতে পারলাম না । আমার কাছে কারিনা একটা জটিল নাইকা।

দেখছেন, কি সমস্যা। একই জিনিস এক এক জন এর কাছে এক এক রকম।

আর একটা বাক্য, ৬০ সেকেন্ড এ এক মিনিট। এটা আপনি আমি সবাই স্বীকার করতে বাধ্য। এটা হল সত্য বাক্য, এটার সাথে তুলনা করা চলে গনিত এর।

অপরদিকে, ক্যাটরিনা একটা জটিল নাইকা। এর সাথে বাকি বিষয় গুলার তুলনা চলে , যেমন -পদার্থ, রসায়ন ইত্যাদি।

কিভাবেঃ ডাল্টনের যুগে তিনি কইছেন যে, পরমানু নাকি সবথাকি ছোট। এর থেকে কোন ছোট জিনিস নাই। এটা দিয়া নাকি সব গঠিত। ভাল কথা কইছেন তিনি একতা। কিন্তু সমস্যা করল কিছু পরের বিজ্ঞানী রা, তারা পরমানুকে ফুটাই দিয়া দেখল তার মাঝে নাকি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন স্থায়ী রুপে থাকে, আর কিছু কিছু যেমন মেসন, পজিট্রন যখন তখন আসে। তাইলে আপনি বলেন এই ইলেকট্রন কে ভাংলে যে আর কিছু পাওয়া যাবে না এর কোন গ্যারান্টি আছে কি?

কিন্তু টেকটিউন্স এ কি এমন কেউ আছেন যে কইবে ৫+৩=৮ হয় না। থাকলে জলদি আমার সাথে যোগাযোগ করেন আপনি যদি এটা ভুল প্রমান করতে পারেন তবে আপনাকে সারাজীবনের জন্য খাওয়া, পরা, বিনোদন দেয়া হবে।

এখন সবথেকে দরকারি আর গুরুত্বপূর্ণ কথা বলব। গনিত আসলে তত কঠিন না। গনিত সিখতে গেলে আগে আপনাকে লক্ষ স্থির করা সিখতে হবে। মনে করুন আপনি ভাত খেতে চান, কিন্তু ভাত খেতে গিয়া যদি মুরি খেয়ে ফেলেন তাহলে গনিত হবে না। গনিত এর প্রশ্নেই উত্তর। অধিকাংশ অঙ্ক দেয়া আছে ধরনের। মানে কোন একটা জিনিসের মান দেয়া আছে আপনাকে ওইটা থেকে আরেকটা বের করতে হবে। একটা অঙ্ক ৪/৫ টা নিয়মে করা যায়। আপনি যোগ, বিয়োগ, গুন, ভাগ যদি করতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিব আপনি গনিতবিদ হতে পারবেন। কোন অঙ্ক সমাধান করার আগে দেখুন উত্তর কি চেয়েছে। তারপর উত্তর কিভাবে পাবেন এই চিন্তা করুন। দেখবেন সমাধান আপনার হাতে ধরা দিয়েছে।

আজকে এখান থেকেই। আর লেখার ইচ্ছা করতেছে না। আর অনেক কথা বলতে ইচ্ছা করতেছে। কিন্তু আপনাদের বিরক্তির কথা ভেবে আর লিখলাম না। সবাই ভাল থাকবেন।

ফেসবুকে আমাকে পাবেন https://www.facebook.com/mathafutajemee

Level 0

আমি jemeeroy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

karo kasa balo lagca kina janina amar kasa baloi laglo….thanks for share.

Level New

ভাই কেমন হইছে জানি না কিন্তু আমার পড়ালেখাই ভাল লাগে না আর গণিত ………ওহহহহহ বইলেন না ভাই।আপনার টিউন অর্ধেক পড়লাম …কি গনিত দিয়ে করছেন তাই আমার মাথায় ঢুকবে না তাই আর পড়ি নি 🙁

Dear jemeeroy, I am sorry that I can’t type Bangla. I am here to criticize your writing. First of all I would like to appreciate your struggle in life.
1. “শুরুতেই বলি আমার জীবনে ভার্সিটি জোটে নি। আমি জাতীয় ভার্সিটি তে পরি গনিত বিভাগে”> you are in national university, may be your campus is a college but you read in university.
2. “সেইরকম টাকা – পয়সা আলা বাড়ীর ছেলে আমি নই”> it doesn’t matter, most of the people(%) in our country are just like you. Very few (%) are extreemly rich and extreemly poor.
3. “গানিতিক রুপঃ আপনি= মানুষ এবং পিথাগোরাস = মানুষ ।
এখন আপনি= মেধাহীন তাহলে পিথাগরাস= মেধাহীন।
আপনি যদি মানুষ হন তাহলে তো পিথাগোরাসকে আর মানুষ বলার যুক্তি আমি পাচ্ছি না, কারন পিথাগোরাস মেধাহীন নন। পিথাগোরাস মেধাযুক্ত কিন্তু আমরা গানিতিকভাবে প্রমান করছি যে, আপনি মানুষ হলে পিথাগোরাস মেধাহীন”> মানুষ is a common property/factor/value for both আপনি and পিথাগোরাস. but আপনি has another property মেধাহীন while পিথাগোরাস has মেধাযুক্ত. That means a body may have several properties and may have some common with others, but it does not indicate or prove that they are same. so you can not prove that পিথাগোরাস মেধাহীন.
4. “আমি বলি গনিত দুনিয়াতে এমন একটা বিষয় যেটা শুধু সত্য জিনিস দিয়া তৈরি। আর বাকি সব আমার কাছে মিথ্যা মনে হয়”> Math is true and interesting, but physics,chemistry and biology are also true. you can’t say that all except math are false. obviously math is important but physics, chemistry, biology are real, and without them only math can do nothing, that means the math has value only when it is practical or can be applied.

    @Latifur_Rahman: আমি আপনার সাথে একমত। ৫ ৩=৮ এটা আপনি কোনদিন চোখে দেখেছেন? কিন্তু সোডিয়াম(Na), পটাসিয়াম(K), ব্যাকটেরিয়া আমি নিজের দিয়ে দেখেছি। আসলে পদার্থ,রসায়ন,জীব বিজ্ঞান না হলে অংকের ভিক্তি ০ ।

      Level 0

      @শহিদুল ইসলাম: ৫,৩, ৮ এগুলাকে নিয়া তো আমার সংসার ভাই। একটা কথা আছে না ” বাতাসের সাগরে ডুবে থেকেও আমরা বাতাসের গুরুত্ব বুঝে উঠতে পারি না”। আপনি আমার সত্য আর মিথ্যা জিনিষটা বুঝতে পারেন নি “একবার আলো – আধার নিয়া চিন্তা করুন না, আধার না থাকলে কি আলোর কোন দাম থাকতো। তেমনি সত্য মিথ্যা একে অপরের পরিপূরক।