সবার জন্য মিষ্টি নিয়া আইলাম… আমি টাই পরার যোগ্যতা অর্জন করছি

আজ আমার অনার্স এর রেজাল্ট প্রকাশ হইছে.. ডেসটিনি না কইরাও আজ থেকে আমি টাই পরার যোগ্যতা অর্জন কইরা ফালাইছি... সবার জন্য মিষ্টি আনলাম খাইয়া পানি খাইয়া নেন।

রেজাল্ট দেখা জাতীয় বিশ্ব কিদ্যালয়ের ওয়েব সাইটে যুদ্ব জয় করার চেয়ে কঠিন.. তাই নিজেই একটা বিকল্প পথ বানাইছি... সবাই দেখতে পারেন কাজে আসবে আশা করি।

ফলাফল

 

Level 0

আমি mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

I m sorry to vaiya. apni j knowledge orjon korachan ta vhul. অনার্স pass korla j tie pora jay ta sudhu apnar e jana. but a kotha ta অনার্স er kon boi a lekha asa ta janaben. apni ki kintar garden(kg) school a poren nai? oi khan a o to tie dress code er satha pory. apni mona hoy 0 level pass na koira class 6 a admission nicen. destiny korla j tai porta hoy ta sudhu apnar e jana. jak vai dont mind. vaiben na ami destiny kori.

    @lincoln: ভাইয়া আপনি প্লিজ ডেস্টিনি তে যোগ দেন,আপনার মত একনিষ্ঠ প্রচারক তারা খুব কম ই পাবে সাথে কিছু সাইকেল গেলে আপনি বিল গেট্‌স এর চাইতেও বেসি টাকার মালিক হবেন। মাহিন ভাইয়া অভিনন্দন,ইনশাআল্লাহ আপনি আরও ভাল করবেন ভবিষ্যতে

    Level 0

    @Ochena Balok: @lincoln:
    ডেসটিনির কার্যকলাপ ফাঁস করে দিছি সব
    ডেসটিনি নিয়ে আমার তিনটা ফানি পোস্ট দেখে আসুন
    রফিকুলের গালে জুতার বাড়ি=http://tinyurl.com/rafiq420
    রফিকুলের ইংরেজী জ্ঞান=http://tinyurl.com/batpar
    ডেসটিনির পাঁচ সদস্য আটক=http://tinyurl.com/bdpratidin

    @lincoln: lincoln কি বাংলাদেশ সমাজের কিছু জানেন??? আমি বাজি ধরে বলতে পারি mahin ভাই কি বুঝাতে ছাইসে টা এই পোস্ট হারা পরছে তারা সবাই বুঝসে।তারাই বুঝবে না জাদের কোনও ধারনা নাই বাংলাদেশের সমাজ সম্পর্কে।

Level 0

lincoln কি বাংলাদেশ সমাজের কিছু জানেন??? আমি বাজি ধরে বলতে পারি mahin ভাই কি বুঝাতে ছাইসে টা এই পোস্ট হারা পরছে তারা সবাই বুঝসে।তারাই বুঝবে না জাদের কোনও ধারনা নাই বাংলাদেশের সমাজ সম্পর্কে।

এখন তো জধু মধু ১ পাস হেল্পার ও টাই পরতে পারে কিন্তু এক সময়ে বাংলাদেশ এ টাই পড়া যে সম্মান হিসবে ধরা হতো। কেও টাই পরচে মানে সে অনার্স পাস করছে বা বড় কোনও পাশ করসে।তাদের একটা সম্মান থাক্ত আলাদা কেননা টাই সবাই পরতে পারত না যোগ্যতা অর্জন করার একটা ব্যাপার ছিল। কিন্তু এখন কোনও পাস করা তো দূরে থাক জধু মধু হলেই টাই পড়া যায়ে। না জেনে কথা বলবেন না।

Level 0

মাহিন ভাই অভিনন্দন। আপনি যোগ্যতা অর্জন করে টাই টাই পরার। টাকা দিয়া কিনা পরেন নাই আর অনেকের মত।

মাহিন ভাই অভিনন্দন।

Level 0

misti to pelam na…!!!

Level 0

মাহিন ভাই আপনাকে অভিনন্দন।

Level 0

congratulation ßro. . .
Ami ajke graduation complete korlam

Level 0

অভিনন্দন। আসলেই ডেসটিনির ছাগল পাগল দের জন্যে টাই এর মর্যাদা টা এই দেশে একদম ই হারায়ে গেসে। রাস্তায় কোট ছাড়া শুধু টাই পরে গেলে লোকজন মনে করে ডেসটিনির পাব্লিক

Level 0

Misti koi vaizan

টাই পড়ার যোগ্যতার জন্য অভিনন্দন।

Level 0

ভাই, অনেকে টাই পরেন কিন্তু টাই কিভাবে পেঁচিয়ে পরতে হয় তা জানেন না। আমার মনে হয় এটা নিয়ে একটা টিউন করা উচিত।
না না আবার ভাইবা বইসেন না যে আমি টাই পরতে জানি না। টাই নিয়েই যখন এত কথা তাই বললাম আরকি………

ভাই দেশের মেয়েদের কে রক্ষা করেন ।তারা d2kতে আক্রান্ত হচ্ছে।তারা সনদপত্রকারী প্রষ্ট্রিটিউট তাদের বিল মাত্র ৫০০০ টাকা।এই অবস্তা ঠেকাতে কিছূ করুন ।দেশ থেকে d2k virus কে না বলুন ।আপনি আমার কথাই রাজি থাকলে হ্যা বলুন।

Level 0

ডেসটিনির জন্যে টাই পরাএই দেশে একদম ই হারায়ে গেসে। মিষ্টি গোলা খুব সুন্দর …………………।

ভাবছিলাম ডেসটিনীতে জয়েন করছেন। 😛
শুনেছি ঢাকায় নাকি ডেসটিনী অফিসের সামনে ডালিতে কইরা টাই বিক্রী হয়। আশা করছি ডালী বা তোপা থাইকা টাই কিন্না পরবেন না 😛 😛 😛

ভাই আমি তো প্লে-গ্রুপ, স্কুল, ক্যাডেট কলেজ,এখন/ সব স্থানেই টাই পড়ছি। আমার কাজিনরা ইউএস এ থাকে তাদের বয়স ৮-১১ বছর।তারাও তো ছোট থেকে টাই পড়ে। শুধু অনার্স সম্পুর্ন করলেই যে টাই পড়া যাবে এটা বোধ হয় ভুল।

যাই হোক আপনাকে আন্তরিক ভাবে অভিনন্দন।
রেজাল্টের মিস্টি চাই না,তবে ১ম শ্রেনীর একতি চাকুরী পেয়েছেন এরকমের একটি সু-সংবাদের পর মিষ্টি অবশ্যই চাই। এখন চাই না কারন দুদিন যা্বৎ মিষ্টি র উপরেই আছি।ছোট ভাই CGPA 5 পেয়েছে।

Level 0

@আরাফাত আহমেদ রনি ভাই, আমিও আপনার সাথে একমত। ছোট থাকতে আমিও টাই পরেছি। সেটা যে কেউ পরতে পারে।
কিন্তু আমাদের দেশের রীতি নীতি অনুযায়ী MBA করার আগে টাই পরাটা সম্মানজনক নয়। আর যদি এটা না হত তাহলে তো ডেসটিনি অফিস এর সুইপার গুলাও টাই পরা শুরু করে দিত। ওরা তো এটলিস্ট ১,২ পাস ………তাই না

    ব্রাদার MBA ছাড়া যদি টাই পড়া সম্মানজনক না হয়,তাহলে কি বলবেন যে- আমার বাবা কর্নেল ইউনুস আলী ইন্টার শেষ করে সেনাবাহিনীর কমিশন পদে যোগদান করেন। একই সাথে আমার ছোট চাচুও বর্তমানে মেজর।
    তাদের জন্য কি টাই পরাটা সম্মনজনক নয়।
    তাহলে আসল কথাটা কি হওয়া উচিত।

ভাই আমি আপনার সাথে এক হতে পারলাম না। আপনার কথামত সরকার শুধু ডেসটিনি ডিস্টিবিউটরদেরকেই টাই পরার মর্জাদা দিয়েছে।অনার্স পাশ করে এই ধরনের মন্তব্য অপ্রত্যাশিত…

Level 0

mahin ভাই , most welcome. psc,jsc,ssc,hsc,ba এর result দেখার কোন বিকল্প সিস্টেম থাকলে দয়া করে দিবেন

Level 3

এখন তো টাই কেবল চেয়ার কোচ এর বাসের সুপারভাইজর (কন্ডাক্টর) আর ডেস্টিনি এর লোকদের জন্যই সীমাবদ্ধ।এর আগে এটা ছিল ওষুধ কোম্পানীর মেডিক্যাল প্রতিনিধি দের জন্য স্ট্যাটাস সিম্বল। তারও আগে বীমার দালালদের।
আসলে গ্র্যাজুয়েট ছাড়া টাই পরা যাবেনা।এটা আসলে আমাদের একধরনের কলোনীয়াল হ্যাংওভার।ব্রীটিশদের বানানো।
আমি দেশে থাকতে আমি কোট-ব্লেজার পরলেও এর সংগে শখ করে টাই পরি নাই।নট বেঁধে কোটের পকেটে রেখে দিতাম।শুধুমাত্র মাসে একবার ডিরেকটরদের সংগে মিটিং এ পরতে হতো।আর এখন বিদেশে তো কোট টাইয়ের যন্ত্রণা নেই।বস কলীগস সবারই নরমাল ড্রেস।এখানে স্যুটেড বুটেড টাই প’রে হয়ে কেঊ অফিসে আসেনা।
সবশেষে একটা ছোট্ট জোক বলিঃ
মহাত্মা গান্ধীর ধুতির মালকোচা দেখে এক ইংরেজ সাহেব প্রশ্ন করেছিলোঃ হোয়াট ইজ দিস?
গান্ধী তখন ঐ সাহেবের গলার টাই দেখিয়ে পাল্‌টা প্রশ্ন করলেনঃ হোয়াট ইজ দিস?
সাহেবঃ দিস ইজ মাই নেক টাই।
“সো দিস ইজ মাই ব্যাক টাই” … নিজের ধুতির মালকোচা দেখিয়ে
উত্তর দিলেন গান্ধী ।
———————————————————————————————————–