শিক্ষাবোর্ড এর যেকোন রেজাল্ট অনলাইনে দেখতে দেখতে সবার হাতে হাতে রেজাল্ট পৌঁছে যায় ততক্ষনে। এতে প্রযুক্তি প্রেমীদের যে কি ধরনের মান সম্মান এর টানাটানি হয় তা কেবল ভুক্তভূগিরাই জানেন। স্বজনেরা আশা করে বসে থাকে যে তাদের রেজাল্ট টা আগে জানতে নিশ্চয় অনলাইনে কিছু করা যায়। কিন্তু আশায় গুড়ে বালি। বরঞ্চ রেজাল্ট পাওয়ার ১ ঘন্টা পরেও কিচ্ছু করা যায় না।
মান সম্মান বাঁচাতে আমি নিজে গাঁটের পয়সা খরচ করে SMS করি কিন্তু SMS আসতে আরো দেরি। এমন অবস্থায় সম্মান বাঁচানোর একটাই ভরসা সেটা হল সিটিসেল। সিটিসেল কে এই মুহুর্তে ধন্যবাদ না দিয়ে উপায় নাই।
SMS করার সাথে সাথেই রেজাল্ট সিটিসেল ছাড়া আর কউ দেয় না মনে হয়। তাও আবার রেজাল্ট পাবলিশ করার সাথে সাথেই।
SMS করার জন্য টাইপ করুন SSC স্পেস বোর্ড নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নং স্পেস 2012 ব্যাস আর কিচ্ছু লিখা লাগবে না পাঠিয়ে দিন ১৬২২২।
***Zoom Ultra Modem দিয়েও পাঠানো যায়। ট্রাই করে জানাবেন কেমন লাগলো।
SMS format: SSC RAJ 181936 2012
বিঃ দ্রঃ এর আগেও একই পোষ্ট করেছিলাম জুনিয়র স্কুল সার্টিফিকেট রেজাল্ট এর সময় ।। সবার অনুরোধে এইবার 2 দিন আগেই দিয়ে দিলাম ।। ডিজিটাল অপমান এর হাত থেকে রেহাই পেতে েজানিয়ে দিন আপনার আশে পাশের টেকি ভাইদের ।।
আমার নিজের ছোট ভাই এইবার পরীক্ষা দিয়েছে সবাই দোয়া করবেন ।।
আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
A stupid learner
@সজল রানা:
আমি তো হেসেই ফেটে পড়ছি। আপনাদের আলোচনাগুলো যা হচ্ছেনা বলার মত নয়।
চোদ্দ পুরুষের কেউ সিটিসেল ব্যবহার করেনি।… করবে কি ভাবে তাদের তো সিটিসেল কেনার মত এত টাকা ছিলনা!
ছোটভাইকে সিটিসেল দিয়ে দিলেন- গাটের পয়সা বাচল কিন্তু অন্যরা তো মিষ্টি খাওয়ার জন্য আবেদন জানাল টাকা আর মনে হয় বাচবে না। তাছাড়া আমি তো যাই তাই মিষ্টি খাদক। মিষ্টিতে মুখ লাগালে ১ কেজি কমপক্ষে।
আমার সিটিসেল কেনার টাকা ছিল কিনা জানি না , নাজমুল ভাইয়ের গাটের পয়সা বাচলো কিনা জানি না তবে আপনি যে একটা ছোটোলক এর বাচ্চা সেটা খুব ভালো করেই বুঝতে পারছি । কথায় আছে ছোটোলকের ছেলেদের হাতে টাকা পয়সা আসলেও তাদের মন ছোটোই থাকে আপনার ক্ষেত্রেও মনে হয় তাই । আচ্ছা ভাই আপ্নার জন্ম কোন বস্তিতে ? তা আপনি টেকটিউনসে কি করেন ? আপনার জন্মস্থান আপনার বস্তিতে সময় কাটান !
ডন্ট মাইন্ড। খোলা মনে খুলে বললাম যা উদয় হয়েছিল অন্তরে…..
ame chittagong er board thke exm dici ame ki “ctg” likhbo na “chi” likhbo cz apni bolcen first three words…tye bollam….
ভাই আমার চোদ্দ পুরুষের কেউ সিটিসেল ব্যাবহার করে না । অন্য কোনো উপায় নাই ?