সামনে SSC পরীক্ষার রেজাল্ট, নিয়ে নিন সবার আগেই (বিকল্প পদ্ধতি)

শিক্ষাবোর্ড এর যেকোন রেজাল্ট অনলাইনে দেখতে দেখতে সবার হাতে হাতে রেজাল্ট পৌঁছে যায় ততক্ষনে। এতে প্রযুক্তি প্রেমীদের যে কি ধরনের মান সম্মান এর টানাটানি হয় তা কেবল ভুক্তভূগিরাই জানেন। স্বজনেরা আশা করে বসে থাকে যে তাদের রেজাল্ট টা আগে জানতে নিশ্চয় অনলাইনে কিছু করা যায়। কিন্তু আশায় গুড়ে বালি। বরঞ্চ রেজাল্ট পাওয়ার ১ ঘন্টা পরেও কিচ্ছু করা যায় না।


মান সম্মান বাঁচাতে আমি নিজে গাঁটের পয়সা খরচ করে SMS করি কিন্তু SMS আসতে আরো দেরি। এমন অবস্থায় সম্মান বাঁচানোর একটাই ভরসা সেটা হল সিটিসেল। সিটিসেল কে এই মুহুর্তে ধন্যবাদ না দিয়ে উপায় নাই।

SMS করার সাথে সাথেই রেজাল্ট সিটিসেল ছাড়া আর কউ দেয় না মনে হয়। তাও আবার রেজাল্ট পাবলিশ করার সাথে সাথেই।

SMS করার জন্য টাইপ করুন SSC স্পেস ‍‍বোর্ড নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নং স্পেস 2012 ব্যাস আর কিচ্ছু লিখা লাগবে না পাঠিয়ে দিন ১৬২২২।

***Zoom Ultra Modem দিয়েও পাঠানো যায়। ট্রাই করে জানাবেন কেমন লাগলো।

SMS format: SSC RAJ 181936 2012

বিঃ দ্রঃ এর আগেও একই পোষ্ট করেছিলাম জুনিয়র স্কুল সার্টিফিকেট রেজাল্ট এর সময় ।। সবার অনুরোধে এইবার 2 দিন আগেই দিয়ে দিলাম ।। ডিজিটাল অপমান এর হাত থেকে রেহাই পেতে েজানিয়ে দিন আপনার আশে পাশের টেকি ভাইদের ।।

আমার নিজের ছোট ভাই এইবার পরীক্ষা দিয়েছে সবাই দোয়া করবেন ।।

Level 2

আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

A stupid learner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার চোদ্দ পুরুষের কেউ সিটিসেল ব্যাবহার করে না । অন্য কোনো উপায় নাই ?

    Level 2

    @ক্রিস্টাল হার্ট: অন্য কোন উপায় এ এত দ্রুত জানা যায় না ।। সিটিসেল মডেম খোঁজ করে দেখেন ।। এইটা সহজে পাবেন ।।

    Level 2

    আর সবচেয়ে মজার েব্যাপার হল আমার নিজের ই কোন সিটিসেল কানেকশান নাই !! @হার্ট

সিটিসেল-এর সাথেই আছি গত ০৭ বছর….

    Level 2

    @আরমান: আপনি কি সিটিসেল অফিসে কাজ করে ভাইয়া ?

সিটিসেল তো ব্যবহার করি না। একটা মোডেম ছিল, সেটাও এক ছোটভাইকে দিয়ে দিয়েছি! 🙁

    Level 2

    @নাজমুল: হাঃ হাঃ ছোট ভাইকে বলেন রেজাল্ট দেখে দিবে ।। মাঝখান থেকে গাঁটের পয়সা বেঁচে গেলেন ।।

      @Nahid: @Nahid: @Nahid:

      আমি তো হেসেই ফেটে পড়ছি। আপনাদের আলোচনাগুলো যা হচ্ছেনা বলার মত নয়।

      চোদ্দ পুরুষের কেউ সিটিসেল ব্যবহার করেনি।… করবে কি ভাবে তাদের তো সিটিসেল কেনার মত এত টাকা ছিলনা!

      ছোটভাইকে সিটিসেল দিয়ে দিলেন- গাটের পয়সা বাচল কিন্তু অন্যরা তো মিষ্টি খাওয়ার জন্য আবেদন জানাল টাকা আর মনে হয় বাচবে না। তাছাড়া আমি তো যাই তাই মিষ্টি খাদক। মিষ্টিতে মুখ লাগালে ১ কেজি কমপক্ষে।

      ডন্ট মাইন্ড। খোলা মনে খুলে বললাম যা উদয় হয়েছিল অন্তরে…..

        @সজল রানা:
        আমি তো হেসেই ফেটে পড়ছি। আপনাদের আলোচনাগুলো যা হচ্ছেনা বলার মত নয়।
        চোদ্দ পুরুষের কেউ সিটিসেল ব্যবহার করেনি।… করবে কি ভাবে তাদের তো সিটিসেল কেনার মত এত টাকা ছিলনা!
        ছোটভাইকে সিটিসেল দিয়ে দিলেন- গাটের পয়সা বাচল কিন্তু অন্যরা তো মিষ্টি খাওয়ার জন্য আবেদন জানাল টাকা আর মনে হয় বাচবে না। তাছাড়া আমি তো যাই তাই মিষ্টি খাদক। মিষ্টিতে মুখ লাগালে ১ কেজি কমপক্ষে।

        আমার সিটিসেল কেনার টাকা ছিল কিনা জানি না , নাজমুল ভাইয়ের গাটের পয়সা বাচলো কিনা জানি না তবে আপনি যে একটা ছোটোলক এর বাচ্চা সেটা খুব ভালো করেই বুঝতে পারছি । কথায় আছে ছোটোলকের ছেলেদের হাতে টাকা পয়সা আসলেও তাদের মন ছোটোই থাকে আপনার ক্ষেত্রেও মনে হয় তাই । আচ্ছা ভাই আপ্নার জন্ম কোন বস্তিতে ? তা আপনি টেকটিউনসে কি করেন ? আপনার জন্মস্থান আপনার বস্তিতে সময় কাটান !

        ডন্ট মাইন্ড। খোলা মনে খুলে বললাম যা উদয় হয়েছিল অন্তরে…..

এই পদ্ধতি যে কোনো মোবাইল এ করা যায়।

    Level 2

    @মোঃ নাজমুস সাকিব: বোঝাই যাচ্ছে আপনি এখনো ভুগেন নি ।। অন্য অপারেটর এ রেজাল্ট আসতে আসতে মান সম্মান এর আর কিছুই বাকি থাকে না ।। আশা করি বোঝাতে পেরেছি ।।

ভাই আমার খুব কাজে লাগবে মনে হয়। আমার zoom modem

    Level 2

    @mahmudulcse: 🙂 হমম !! নিজে রেজাল্ট দ্যাখেন আর পারলে ”ক্রিস্টাল হার্ট” ভাই কে সাহায্য কইরেন ।।

ভাই আমি-ও এইবার s.s.c. আমার জন্য দোয়া করবেন।।।

Level 3

দোয়া রইল সকেলর জন্য

আচ্ছা, রবি বা বাংলালিঙ্ক এর জন্য কোন উপায় আছে মানে এসএমএস এর মাধ্যমে জানার।

    Level 2

    আমার মনে হয় সবার ক্ষেত্রেই একই সিস্টেম !!

    SSC RAJ 181936 টু 16222

    @তানভীর

oh vaia bacalen.2011 years s s c & h s c konu tar result dekte pari ni.tai ekon r boli na j ami net use kori.tanx vaia.

    Level 2

    হাঃ হাঃ হাঃ ডিজিটিাল অপমান !!

    @niloy

Fb-তে একটা পোস্ট দেখলাম এই সাইটে নাকি পাওয়া যাবি। নিশ্চিত না।
রেজাল্টের দিন ট্রাই করব।
http://www.eduportalbd.com/

    Level 2

    এইটা আপনি আপনার ব্লগেও যোগ করতে পারবেন ।। “iframe” ট্যাগ ব্যাবহার করে এইটা করা যায় সহজেই ।। এইটা আলাদা কোন সার্ভার না তাই এইটার অবস্থা আলাদা ভাবে খারাপ থাকবে না ।। বরঞ্চ মূল সাইটের চেয়ে খারাপ থাকার সম্ভাবনাই বেশি ।।

    @শোভন

Level 0

uporer alochona gulo onk mojar…
r nahid vaiya k thx tune r jonno.

    Level 2

    আপনার ও কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্য লিজা আপু ।। আমার মত নতুন ব্লগারেকে উৎসাহ দেওয়ার জন্য ।। ধন্যবাদ আপনাকে !!

ame chittagong er board thke exm dici ame ki “ctg” likhbo na “chi” likhbo cz apni bolcen first three words…tye bollam….

    Level 2

    তোমাকে CHI লিখতে হবে শরিফ . . . . !!

    তারপরেও একবার কনফার্ম হয়ে নাও সময় আছে ।। আর বেষ্ট অফ লাক ।।

kotha thke confirm hobo vye?? 😕

    Level 2

    peculiar sahrif

    For other Boards write: Sylhet (SYL), Barisal (BAR), Chittagong (CHI), Comilla (COM), Dhaka (DHA), Dinajpur(DIN), Jessore, (JES), Madrasa (MAD) & Rajshahi(RAJ)

thank u 🙂

Level 0

right bro. ami gotobar proman paisi.

    Level 2

    Sobar e aki problem . . .gotobar JSC result er somoy opomanito hoyei ei post koresilam . . . .Lojjai nijer mobile off kore rakhte hoyesilo . . . .@Jewel :

vai madrashar result kikore dekhbo?

    Level 2

    Same as school result. . . .just type MAD as your board name . . .@Mashiar:

আমার GIRLFRIEND এবার এস,এস,সি এক্সাম দিছে সবাই ওর জন্য দুয়া করবেন।

    Level 2

    Konta korbo valo ta na beshi valo ta . . . ??@jobayer:

Level 0

খুব সুন্দর ও সময় উপযোগী একটি সমাধান, আমি খুব খুশি হয়েছি এই চমৎকার সামাধানটি পেয়ে । আশা করি শুধু আমার ই নয়, সাবার ই উপকারে আসবে । আল্লাহ যেন আপনার ভাইয়ের মুখে হাসি ফোটাই এই দোয়া করি ।

    Level 2

    মান সম্মার বাঁচাতে সিটিসেলে রিচার্জ করে বসে আছি ।। কি জ্বালা বলুন তো !! @Abdur Rahman:

Level 2

আপনাদের দোয়া আমার ভাই এইবার GPA 5.00 পেয়েছে !! আলহামদুলিল্লাহঃ !!

result ci

    Level 2

    মানে কি ? আপনি কি এখনো রেজাল্ট পান নি ?? ৥শিপন:

Level 0

Amar ak candidate ar 1 subject a fail aseche but,he is a brilliant student…….dear frds plz amake akto help korun ami onno akta post a dekechi kivabe abedon korte hoy khata re-examine korar jonno…..apnader karo details jana thakle amake janaben and ami re-examine korar por result ta kivabe pabo…….its urgent Plz help me…..I will be grad full to all……….

    Level 2

    পুনঃনিরীক্ষনের জন্য টেলিটক মোবাইল থেকে আবেদন করা যাবে আর আপনার মোবাইলেই রেজাল্ট দিয়ে দেয়া হবে।। আপনি চাইলে অনলাইনেও রেজাল্ট চেক করতে পারবেন ।। @rifat:

Level 0

Thanks…….ami online theke ajke jevabe result peyechi sei vabei ki result pawa jabe……….@Result dite koto diner moto somoy lagte pare akto jana thakle janaben plz……
r amar jana mote result ar site to kichudin porei bondo kore dey,porre r result dekha jay na(ami sure na)……ai bepare jana thakle janaben plz……….again thanks

Level 0

apni amar ager comment ta mone hoy lokko koren nai……ami apnar kache jante ceyechi khata re-examine korar por result pete kotodin lagbe……..@Nahid

Level 2

অফিসিয়াল লিংক http://www.educationboardresults.gov.bd
যদিও পোষ্ট এ হাইপারলিংক করা ছিল তার পরেও আপনার জন্যে আবার দিলাম !!

rock12