বিশ্ববিদ্যালয়য় ভর্তির জন্য গনিত এর সেট ও ফাংশন এর টেকনিক{MCQ}

এখানে সামান্য দিলাম বাকি গুলোর জন্য বইটি ডাউনলোড করে নিন সম্পূর্ণ বাংলায় ।

কমেন্ট করে জানালে আস্তে আস্তে  আর ও দিব……।

বিশ্ববিদ্যালয়য় ভর্তির জন্য  অনেক উপকার দিবে তা আমার বিশ্বাস ……

সবাই আমাকে দোয়া করবেন যেন সামনে আরও ভাল কিছু দিতে পারি।।

ITEM 2….উপসেট

a)      কোন সেটের উপসেটের সদস্য সংখ্যা = 2ⁿ যেখানে n=উপাদান সংখ্যা

b)      প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা = 2ⁿ-1

c)      অপ্রকৃত উপসেটের সংখ্যা=1

Item 3….সেট এর সংযোগ, কার্তেসীয় গুনজ সেট

i)                    সেট এর সংযোগ ও ছেদ এর ক্ষেত্রে-

a)      {}=ঐ নির্দিষ্ট উপাদান;

b)      [ ] = প্রান্তীয় মানসহ মাঝামাঝি সকল মান;

c)      ( ) = প্রান্তীয় মানবাদে মাঝামাঝি সকল মান।

ii)                  কার্তেসীয় গুনজ সেট -  n(A B)=n(A) n(B)

Item 4…..সান্তসেটের সূত্র

i)                    n(A∪B)=n(S)=n(A)+n(B)-n(A∩B)

ii)                  n(A∪B)’=n(S)’=n(S)-n(A)-n(B)+n(A∩B)

iii)                n(A∪B∪C)=n(A)+n(B)+n(C)-n(A∩B)-n(B∩C)-n(A∩C)+n(A∩B∩C)

Item 5….ফাংশন

(নিচের নিয়ম গুলো কেবল ইউনিভার্সিটি’র ভর্তি পরীক্ষায় প্রয়োগ করা যাবে, যাতে অঙ্ক দ্রুত করা যাই)

a)    ফাংশন এর ডোমেন

i)                    f: A→B  উল্লেখ থাকলেঃ ফাংশন এর ডোমেন A;

ii)                  f(x) = ax+b রাশির আকারে থাকলে ডোমেন সবসময় R অর্থাৎ সকল বাস্তব সংখ্যা;

iii)                এক ঘাত ও দ্বিঘাত ভগ্নাংশ বিশিষ্ট ফাংশনএর ক্ষেত্রে ডোমেন = R-{x এর যে মানের জন্য হর শূন্য হয়} অর্থাৎ,

  1. f(x)=  হলে ডোমেন হবেঃR-{-d/c}
  2. f(x)= (ax2  +bx) / (cx+d) হলে ডোমেন হবেঃ R-{-d/c}

যেমন f(x) = (2x+3)/(x+2) এখানে ডোমেন হবে R-{-2} কারন x এর মান যদি -2 হয় তাহলে হর শূন্য হয়

(iii)

i)                    বর্গমূল যুক্ত ফাংশন এর ক্ষেত্রে ডোমেন ঃ বর্গমূল এর ভিতরে যে অংশ থাকে তার মান শূন্য অথবা ধনাত্মক(≥0) ধরে calculation করলে x এর যে মান পাওয়া যাবে তাই ডোমেন।

যেমনঃ f(x) =  হলে ডোমেন হবে 4x+5≥0 or, x≥ -5/4

ii)                  f(x)=  থাকলে এর ডোমেন সব সময়ঃ -a≤x≤a

বই টির ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/download.php?1y9zefbr4d8m32f

Level 0

আমি মাইনুল হক হিরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নিজেকে কোনদিন খুব গুরুত্বপূর্ণ ভাবিনি, মনের ভুলেও না। কখনো কখনো মনে করতাম যে আমার প্রয়োজন রয়েছে শুধু আমার কিছু বন্ধুদের কাছে ।কিন্তু পরে মনে করলাম যে আমার যেই জ্ঞান টুকু আছে তা দিয়ে মানুষের জন্য কিছু করি! সে কি কম কিছু?কারন আমি নিজের জ্ঞানকে সবার মধ্যে বিলিয়ে দিয়ে আনন্দ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

go ahade …..

Level 0

vai plzzzzzzzzzzzzzzzzzzzz plzzzzzzzzzzzzzzzzzzzzz post korn…..
Amar khub dorkar…….
Khub Valo laglo…………..