সাপ কাকে বলে নতুন করে বলার প্রয়োজন নেই। নিঃসন্দেহে সাপ পৃথিবীর ভয়ঙ্কর ও বিষাক্ত প্রাণীগুলোর একটি। বিষাক্ত হিসেবে বিখ্যাত হলেও বেশিরভাগ প্রজাতির সাপ কিন্তু বিষহীন এবং প্রায় সব প্রজাতির সাপই শিকার করার সময় শিকারকে ঘায়েল করতেই মূলত তাদের বিষ বেশি ব্যবহার করে থাকে। আমাদের বাস্তুতন্ত্রে সাপ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আসুন দেখে নেই পৃথিবীর সেরা ১০ বিষাক্ত সাপ ও তাদের সংক্ষিপ্ত পরিচিতি। তার আগে চলুন দেখে নিই ভেনম কি?
সংক্ষিপ্ত কথায় ভেনম হচ্ছে এক ধরনের বিষাক্ত ফ্লুইড যা সাপসহ অন্যান্য বিষাক্ত প্রাণীরা শিকারের কাজে ব্যবহার করে থাকে।
১) Inland Taipan:
পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ যা লম্বায় প্রায় ৬ ফুট বা তারও বেশি হতে পারে। এর প্রতি কামড়ে নির্গত গড় ভেনমের পরিমান প্রায় ৭৭ মিলিগ্রাম যা কিনা ৭৭,০০০ টি ইঁদুর অথবা ৪৪ জন মানুষকে একসাথে মেরে ফেলতে যথেষ্ট। অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ার পূর্বাংশে এই সাপগুলো বেশি দেখা যায়।
২) Common Krait:
এই সাপটিকে অনেকে ইন্ডিয়ান ক্রেইট বা ব্লু ক্রেইটও বলে থাকেন। এরা লম্বায় সাধারণত ৯০ সেন্টিমিটার থেকে ১৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। প্রতি কামড়ে এই সাপ থেকে নির্গত গড় ভেনমের পরিমান ৩০ মিলিগ্রাম যা একসাথে ১৮,৭৫০ টি ইঁদুর অথবা ১১ জন মানুষ মেরে ফেলতে সক্ষম। ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানে এই সাপ বেশি পাওয়া যায়।
৩) Tiger Snake:
সাধারন অবস্থায় এই সাপটি মানুষের প্রতি মোটেও আগ্রাসি নয় এবং মানুষের আগমন টের পেলে এরা পালিয়ে যায়। এরা লম্বায় প্রায় ৬ ফিট বা তারও বেশি হতে পারে। এদের প্রতি কামড়ে নির্গত গড় ভেনমের পরিমান ১২২ মিলিগ্রাম যা ১৩,৩৩৩ টি ইঁদুর অথবা ৮ জন মানুষকে একসাথে মেরে ফেলতে পারে। গ্রিসে এই সাপটি বেশি দেখা যায়।
৪) Common Death Adder:
এই সাপটি অন্য সাপকে অ্যামবুশের মাধ্যমে মেরে ফেলতে পছন্দ করে। প্রায় ৩ মিটার দীর্ঘের এ সাপটি থেকে প্রতি কামড়ে নির্গত গড় ভেনমের পরিমান ১৫২ মিলিগ্রাম যা প্রায় ৭৬০০ টি ইঁদুর বা ৪ জন মানুষকে একসাথে মেরে ফেলার ক্ষমতা রাখে। এদেরকে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি দেখা যায়।
৫) Eastern Brown Snake:
অস্ট্রেলিয়ায় প্রাপ্ত এই সাপটি লম্বায় প্রায় ৬ ফিট বা তারও বেশি হয়ে থাকে। প্রতি কামড়ে এদের থেকে নির্গত গড় ভেনমের পরিমান ১০ মিলিগ্রাম যা প্রায় ৬৯৫০ টি ইঁদুর অথবা ৪ জন মানুষকে একসাথে মেরে ফেলতে সক্ষম।
৬) Black Mamba:
মুখে কাল রং ধারণকারী এই সাপটিকে বিশ্বের দ্রুততম সাপ হিসেবেও অভিহিত করা হয়। ভীষণ আগ্রাসী স্বভাবের এই সাপটি লম্বায় প্রায় ১৩ ফুট বা তারও বেশি হয়ে থাকে। প্রতি কামড়ে এদের থেকে নির্গত গড় ভেনমের পরিমান ৮৫ মিলিগ্রাম। এটি একসাথে প্রায় ৬৬৪০ টি ইঁদুর অথবা ৪ জন মানুষকে এক কামড়েই মেরে ফেলার ক্ষমতা রাখে। আফ্রিকা এদের আইডিয়াল বাসস্থান।
আমি বিকন এভারগ্রীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্ল্যাক এন্ড হোয়াইট
very nice boss. thanks for sharing this knowledge.