সবাই পড়ুন মজার একটি শিক্ষণীয় ১০০% বাস্তব সত্যি ঘটনা কৌতুকও বলতে পারেন ( কিন্তু ঘটনা সত্য কোন ভেজাল নাই)

আসসালামু আলাইকুম ,

কেমন আছেন টেকটিউনস বন্ধুরা,

অনেকদিন পর আপনাদের সাথে টিউন করতে বসা। ভাবলাম মজার একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করি।

" অধিকাংশ সময় একটা সত্য-কৌতুক দিয়ে শুরু করা আমার বদ অভ্যাস। আজকেও তার ব্যতিক্রম করার ইচ্ছে নেই। তবু; একটু ব্যতিক্রম , কৌতুকটা হবে সবার শেষে। আটটি দেশের রাষ্ট্রপ্রধানরা জাপানের দক্ষিণের দ্বীপ ওকিনাওয়ার নাগো শহরে মিলিত হন। এই আটটি দেশকে বলা হয় জি এইট (জি-৮)। তোমাদের মনে রাখার সুবিধার্থে দেশগুলির নাম বলছি আমেরিকা, জাপান, কানাডা , বৃটেন , ফ্রান্স , ইটালী , জার্মানী ও রাশিয়া। যদিও গত পাঁচ বছর জাপানে অর্থনৈতিক মন্দা চলছে তবুও সামিটের আয়োজনে রেকর্ড পরিমাণ টাকা ব্যয় করা হয়। বৃটেনের টেলিগ্রাফ লিখেছে, এর আগে জি এইট সামিটে অন্যান্য দেশে যত টাকা ব্যয় করা হয়েছিল জাপান এবার তার পঞ্চাশ গুন বেশি খরচ করেছে। এ ব্যয়ের পরমাণ হলো ৮০ বিলিয়ন ইয়েন অর্থাৎ ৫০০মিলিয়ন বৃটিশ পাউন্ড। তোমরা জানতে চাও বাংলাদেশী টাকায় কত হতে পারে ? প্রায় চার হাজার কোটি টাকা। এ পরিমাণ টাকা দিয়ে বিশ্বের দরিদ্র দেশগুলির প্রায় সোয়া কোটি শিশুর শিক্ষার খরচ চালানো যেত । এটাও এক ধরনের কৌতুক বটে! যে একেকজন রাষ্ট্রপ্রধানের পিছনে ব্যয় হয়েছে প্রায় ১৫ লক্ষ দরিদ্রশিশুর সার্বিক শিক্ষার ব্যয় । এবার চলো ধনাঢ্যতায় হিমালয় সমান সেই জাপানের আরেকটা চিত্র দেখি।

সামিটের মাস খানেক আগে জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী মি. মোরি গিয়েছিলেন জি এইটের লিডারদের ফর্মাল দাওয়াত দিতে এবং যে সব বিষয়ে আলোচনা হবে তার আইডিয়া দিতে। তখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট ক্লিনটনের সাথে সাক্ষাৎ করেন। জাপানের প্রধানমন্ত্রী হিসাবে এটাই ছিল তার ক্লিন্টনের সাথে প্রথম সাক্ষাৎ। সাক্ষাৎকারের আগে মোরিকে তার সহযোগীরা পরামর্শ দিয়েছিলেন প্রথম সাক্ষাতে মোরি যেন দু ’একটি কথা ইংরেজিতে বলেন। উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী অন্য কোন দেশের নেতাদের সাথে কথা বলার সময় সর্বদা দোভাষীর সাহায্য নেন। যাই হোক , মোরিকে কয়েকটি ইংরেজি বাক্য শেখানো হয়। আমেরিকায় গিয়ে ক্লিনটনের সাথে দেখা করার সময় মোরি প্রথম ইংরেজি বাক্যটিই শুদ্ধ করে বলতে পারেন। তাকে শেখানো হয়েছিল হ্যান্ডশেক করার সময় How are you বলতে। উত্তরে ক্লিনটন বলবেন , I am fine and you? মোরি সংক্ষেপে বলবেন Me too, এ পর্যন্তই। তারপর দোভাষীর মাধ্যমে কথা বলবেন। তিনি যখন ক্লিনটনের সঙ্গে হ্যান্ডশেক করছিলেন তখন মোরি বলেন, Who are you ? ( তিনি How ভুলে গিয়ে Who বলে ফেলেন ) বিচক্ষণ ক্লিনটন হেসে উত্তর দেন, I am husbend of Hillary (আমি হিলারীর হাসব্যান্ড) . মোরিও না বুঝে তোতাপাখির মতো তার শিখানো Me too! বলেন‌। (আমিও হিলারীর হাসব্যান্ড ) বলাই বাহুল্য , উল্লেখিত দুই নেতার এ আলোচনার কথা হাসতে হাসতে জাপান রেডিও -র একটি ন্যারেটর কৌতুক করে ২২ জুলাই ২০০০ তারিখ সকালে প্রচার করে। মোরির অবস্থা দেখে আমরাও মরি ! মরি ! তবে তার একটি গুণ স্বীকার করতেই হবে , সেই বেরসিক ন্যারেটরের চাকুরী খেয়ে তাকে তিনি জেলে পুরেননি। আমাদের দেশে হলে বেচারার কি যে হতো আল্লাহ মালুম । ভুল সবারই হতে পারে কিন্তু এখানেই হলো উন্নত দেশের সাথে আমাদের পার্থক্য।"

এই মজার ঘটনাটি  একটি ক্যারিয়ার নিয়ে লেখা মজার বই থেকে নেওয়া।বইটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন

DOWNLOAD FROM HERE

ভাল থাকবে সবাই

আল্লাহ হাফেজ

Level 2

আমি সাজেদুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 191 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice….ha ha ha

Level 0

ha ha ha

onek sundor, boi ta upload koren……

Level 0

eita ageo porsi….. copy :\

হাহাহা, সত্যি সুন্দর। ঘটনাটা জানা ছিলোনা। ধন্যবাদ আপনাকে।

২য় টা পড়ে খুব হাসি পেয়েছে সাথে আমার মনে একটা প্রশ্নও জেগেছে জাপানের প্রধান মন্রী কি লেখা পড়া জানত না জানলে ত তাকে ইংলিশ বাক্য শেখানোর প্রয়োজন পড়ত না এবং তিনি এই ভুল টা করত না এই বিষয়ে আপনি কি বলেন ?

    @tunerparvez: ভাইয়া সত্যিকারের আসল কথা হল । জাপানিরা কখনই বিদেশি ভাষা শিখে না। তারা নিজের মাতৃভাষায় সব কাজ করে অভ্যস্ত। তারা আমাদের দেশের মত অন্যান্য ভাষা নিয়ে এত লাফালাফি করেন । এর পরেও দেখেন তারা কত উন্নত। আসলে আমাদের সবার উচিত নিজের মাতৃভাষার উপর বেশি জোর দেওয়া। আপনাকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ

ভাই আপনি একটি জটিল তথ্য দিয়েছেন। তবে অনেক হেসেছি। অনেক দিন পর এ পোস্টটি পরে হাসলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই চরম লিখছেন।ধন্যবাদ হাসানোরশানর।হিহিহিহিহিহিহিহিহিহিহিহি

মজা তো। হা হা হা ……

Level 0

ভাই আগে মনে করতাম ক্লিন্তন ও মোরি এ আলাপ false. এখম জানলাম এটা সত্য।

ha ha ha ha ha moja pailam

he he he

এই ঘটনা টা আমি এই বই থেকে পড়েছি

আমি ও চিন্তা করেছিলাম “এটা মোরা বড় হতে চাই” হবে

ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

খুবই মজার

Level 0

মজা পাইলাম ভাইয়া

Level 0

ভাই ঘটনাটা কি সত্যি! খুব মজা পাইলাম।

😀 😀 😀

হাসিত চেপে রাখতে পারিনা ।