ক্যাসলেস বাংলাদেশ এখন দৃশ্যমান। প্রতিদিনই বাড়ছে ক্রেডিট ও ডেভিট কার্ড ব্যবহারকারীদের সংখ্যা। প্লাস্টিকের এই কার্ডটি ব্যবহার ও বহন করা সহজ। অনলাইন থেকে অফলাইন সব জায়গার এর ব্যবহার লক্ষ্য করা যায়। শহর পর্যায় ঘাটে ঘাটে এটিএম বুথ থাকায় সহজেই টাকা তোলা সম্ভব। যদিও গ্রামাঞ্চলে এখনও ক্রেডিট বা ডেভিট কার্ডের ব্যবহারকারীদের সংখ্যা খুব বেশি না। তবে সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে।
ইউটিউব বা ফেসবুকে বুস্ট ফ্রি-ফায়ার বা পাবজিতে টপআপ সব জায়গাতেই দরকার কার্ডের। তবে সব কার্ড সমান না। সব কার্ড দিয়ে সব কাজ করা যায় না। আজকে আমর বিভিন্ন কার্ডের পরিচয় ও পার্থাক্য নিয়ে আলোচনা করব।
সহজ ভাষায়, যেই কার্ড দিয়ে একাউন্টে থাকা টাকা ব্যবহার করা যায় সেটি হলো ডেভিট কার্ড।
অন্যদিকে, যেই কার্ড দিয়ে একাউন্টে টাকা না থাকলেও বিল পরিশোধ করা যায় সেটি হলো ক্রেডিট কার্ড। এখানে ছোট একটা বিষয় রয়েছে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করা টাকাও আপনাকেই পরিশোধ করতে হবে। তবে এটা আপনি পরে পরিশোধ করতে পারবেন।
১. ডেবিট ও ক্রেডিট কার্ডের প্রধান পার্থক্য হলো ডেবিট কার্ড দিয়ে একাউন্টে থাকা টাকা ব্যবহার করা যায়। এবং ক্রেডিট কার্ড দিয়ে একাউন্টে টাকা না থাকলেও ব্যবহার করা যায়। তবে তা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হয়।
২. ডেভিট কার্ডে ইএমআই সুবিধা পাওয়া যায় না। তবে ক্রেডিট কার্ডে এই সুবিধা পাওয়া যায়।
৩. ডেভিট কার্ড পাওয়া সহজ। যেকেউ ডেভিট কার্ড পেতে পারেন। অন্যদিকে ক্রেডিট কার্ড পাওয়া বেশ কঠিন ও শর্ত সাপেক্ষ। ক্রেডিট কার্ডের জন্য নূন্যতম ইনকামও থাকতে হয়।
৪. লিমিটেশনের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহারকারী অনেক বড় একটা এমাউন্ট ব্যবহার করার অনুমতি পায়। কিছু কিছু ক্ষেত্রে আনলিমিটেড এমাউন্ট ব্যবহারের অনুমতি পায় ক্রেডিট কার্ডধারীরা। অপর দিকে ডেভিট কার্ডধারীরা বেশি এমাউন্ট ব্যবহারের অনুমতি পায় না।
৫. বিল পরিশোধের ক্ষেত্রে ক্রেডিট কার্ডধারীরা বিভিন্ন ছাড় পেলেও ডেভিট কার্ডধারীদের ক্ষেত্রে তা সীমিত।
এখন বিষয় হচ্ছে, ইউটিউব বা ফেসবুকে বুস্ট ও গেমে টপআপ করবেন কিভাবে? এজন্য আপনার বৈধ পাসপোর্ট থাকা লাগবে। কারণ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী বৈধ পাসপোর্টধারী ব্যাতীত কোন বাংলাদেশী ডেভিট বা ক্রেডিট যেকোন কার্ড ব্যবহার করে বৈদেশিক লেনদেন করতে পারবে না। অর্থাৎ ডলার ব্যবহার করতে পারবেন না। সুতারাং আপনার কার্ডকে ডুয়েল কারেন্সি সাপোর্ট করানোর জন্য অবশই আপনার পাসপোর্ট লাগবে।
পোস্টটি ভালো লাগলে ঘুরে আসতে পারেন entOk.com
আমি মোহাম্মাদ কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।