Spending Trap: Life style creep

টিউন বিভাগ ইকমার্স
প্রকাশিত
জোসস করেছেন

অর্থ আমাদের জীবনে অতীব গুরুত্বপূর্ণ। তাই অর্থের সঠিক ব্যবহার সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। জানতে হবে Personal Finance management সম্পর্কে।

টাকা আয় করা যতটা কঠিন, সঞ্চয় করা ঠিক ততটাই কঠিন। অর্থ সঞ্চয়ের বড় প্রতিবন্ধকতা হলো খরচ বা কস্ট। Life Style creep হলো এমনই একটি প্রতিবন্ধকতা।

Life Style creep কি:
Investopedia মতে Life Style creep হলো সেই সমস্ত খরচ যেগুলোকে আমরা সাধারণত Luxurious expense বলে থাকি। জীবনমান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই খরচগুলো বৃদ্ধি পায়। অর্থ্যাৎ, আগে যে খরচগুলোকে আপনার উচ্চাভিলাষী মনে হতো এখন সেগুলোকেই প্রয়োজনীয় মনে হচ্ছে। অন্যভাবে বলা যায়, অপ্রয়োজনীয় খাতে খরচ করার প্রবণতাই হলো Life style creep.

Life style creep কাদের সাথে ঘটে:
১. Young Individuals যারা কমপারেটিভলি ওয়েল পেইড জবে থাকেন।
২. Retirement approaching individuals যারা ইনকামের পিকে অবস্থান করেন, অর্থাৎ ৫/৭ বছরের মধ্যে অবসরে চলে আসবেন।
৩. Easy accessible credit card users
৪. Celebrities & content creators

এর মূল সমস্যা হলো maintaining the balance of living standard. যখন কোনো কারণে আপনার ইনকাম ফল করবে তখন আপনির সঞ্চয়হীন হিসেবে ব্যক্তিগতভাবে দেউলিয়া হয়ে যাবেন।

তবে এর থেকে বেড়িয়ে আসার জন্য আপনার প্রয়োজন হবে একটি সুষম বাজেট। আয়, ব্যয় ও সঞ্চয়ের সুষম বাজেট খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আপনার ইচ্ছাশক্তি পারে সঞ্চয়ের প্রবৃত্তি বাড়াতে। আপনাকে Needs & Wants এর পার্থক্য সম্পর্কে ধারণা রাখতে হবে।

Life style creep সম্পর্কে ভিডিও দেখতে পারেন এখানে: https://fb.watch/kvnfZiS7iD/?mibextid=Nif5oz

Level 0

আমি বাইজীদ বাপ্পী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য-প্রযুক্তির যুগে অর্থের সঠিক ব্যবহার বা বিনিয়োগ সম্পর্কে জানা অতি জরুরি। আমি বাইজীদ, Personal Finance Management সংক্রান্ত আর্টিকেল শেয়ার কবরো। আপনার অর্থ নিরাপদে থাকুক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস