আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
আজকে কথা বলবো আধুনিক ব্যাবসায় একটা মোবাইল অ্যাপ এর ভূমিকা নিয়ে। মন দিয়ে সম্পুর্ন টিউন পড়লে জানতে পারবেন অনেক কিছু বা নতুন কিছু।
যেদিন থেকে ব্যাবসার যাত্রা শুরু হয়েছে তখন থেকে এখন পর্যন্ত ব্যাবসায় এসেছে আমূল পরিবর্তন। সময়ের সাথে সাথে মানুষ ব্যাবসাকে দিয়েছে নতুন নতুন পদ্ধতি। আর এই নতুন নতুন পদ্ধতির মাধ্যমে ব্যাবসা পেয়েছে এক নতুন রূপ নতুন গতি।
আগে মানুষ ব্যাবসা বলতে বুঝত এলাকায় একটা দোকান নিতে হবে সমস্ত মাল শেখানে রেখে বেচা কেনা করতে হবে। সময় বদলালো, মানুষ দেখল শুধু এলাকায় কেন মোবাইল এর মাধ্যমে যোগাযোগ করে এক এলাকা থেকে আরেক এলাকাতেও তো পণ্য বিক্রি করা সম্ভব। এর পর আরেকটু এগিয়ে গেলো ব্যাবসা ইন্টারনেট এর হাত ধরে। শুরু হল ই-কমার্স এর যাত্রা মানুষ দোকান বানিয়ে ফেল্ল নিজের ঘর কে। নিজের ঘরকে দোকান বানিয়ে পণ্য দেখাতে শুরু করলো ওয়েব সাইট এর পাতায় অথবা ফেসবুক এর পাতায়। এখন আর নির্দিস্ট সীমানা রইলো না, শুধু দেশেই না বিদেশের গণ্ডি ও ছুতে শুরু করলো অনেকেই।
একটা ব্যাবসা যতিই ভালো হোক, এর প্রচার প্রসার যদি ভালো না হয় সেই ব্যাবসা মুখ থুবরে পরে। তাইত মানুষ নিজের ব্যাবসার জন্য তৈরি করে ওয়েব সাইট ফেসবুক বিজনেস পেজ।
এখন ব্যাবসায়ি রা আরও এক ধাপ এগিয়ে আশার চেষ্টায় আর সেই এগিয়ে যাওয়ার জন্য সবচাইতে বড় ভূমিকা রাখছে একটা মোবাইল অ্যাপ আপনার ব্যাবসার মোবাইল অ্যাপ। পরিসংখ্যান বলছে বেশির ভাগ মানুষ এখন সহজেই কেনাকাটা করতে পছন্দ করে। তাদের সামনে যত সহজ অপ্সহন্ত রাখবেন আপনার পণ্য তত বেশি বিক্রি হবে। আর এই বেচা কেনা কে সহজ করতে বর্তমানে মানুষে অ্যাপ এর দিকে ধাবিত হচ্ছে।
কারণ একটা অ্যাপ এর ভেতর পাচ্ছে সব কিছু, আর যেহেতু মোবাইল এ ইন্সটাল করলেই হয়ে যাচ্ছে। তাই মানুষ অনেক বেশি আগ্রহি একটা ভালো কোম্পানির অ্যাপ আছে কিনা সেইটা দেখতে। কারণ অ্যাপ থাকলে তাকে আর সেই কোম্পানির ওয়েব সাইট বা ফেসবুক পেজ খুঁজে বের করে পণ্য বাছাই করতে হচ্ছে না। যেহেতু কাজ টা সহজ হয়ে যাচ্ছে তাই বিক্রি বাড়ছে অনেক গুন সেই ব্যাবসার।
এ ছাড়া যদি লক্ষ্য করা হয় বড় বড় কোম্পানির অ্যাপ তৈরির আগের ও পরের ফলাফলের দিকে। দেখা যাবে আগের চাইতে অ্যাপ আনার পরে তাদের বিক্রি বেড়েছে ৩০-৮০% পর্যন্ত। আর প্রচার ও প্রসার হয়েছে দিগুণের ও বেশি।
আশা করছি বুঝাতে সক্ষম হয়েছি কেন আধুনিক ব্যাবসার ক্ষেত্রে একটা মোবাইল অ্যাপ কতটা গুরুত্বপূর্ণ। এবং আপনার ব্যাবসাকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে এর ভূমিকা কতটা। সঠিক সময়ের সঠিক সিধান্ত আপনাকে দিতে পারে এক নতুন অর্জন।
ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনজনদের নিয়ে। এবং চেষ্টা করুন যে ভাবেই হোক পাশের মানুষটিকে ভালো রাখতে সহযোগিতা করতে।
আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে টিউন এর ইতি টানছি আল্লাহ্ হাফিয।
মোবাইল ০১৭২৫৬৫২৬৭১
ইমেইল [email protected]
আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...