অর্ডার করে বাংলা এসইও আর্টিকেল ক্রয় করুন

সখ থেকে ব্লগ শুরু করার কিছুদিনের মাঝেই আমরা কনটেন্ট শূন্যতায় ভুগতে শুরু করি। আবার অনেকে খুব ভাল আর্টিকেল লিখে এবং হাজার চেষ্টা করেও গুগরের প্রথম পেজে আসতে পারছেন না।

দুই ধরনের ব্লগারের জন্যই সমস্যার সমাধান হয়ে এসেছে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্লগ Pratiborton | আস্থায় শতভাগ (যেটির পূর্ব নাম ITsomoy) এর তত্ত্বাবধানে আর্টিকেল শপ নামের একটি ফেসবুক পেজ। যেখান থেকে আপনি স্বল্পমূল্যে ভালমানের এসইও অপটিমাইজড আর্টিকেল কিনতে পারবেন।

আর্টিকেল শপ থেকে কেন আর্টিকেল নিবেন?

♠ আর্টিকেল শপ প্রতিবর্তন.কম ব্লগের একটি পেজ। প্রতিবর্তন.কম মার্কেটে এসেছে সততা এবং আস্থাকে সঙ্গী করে। এই দুইটি জিনিস যদি আমরা কখনো হারিয়ে ফেলি, সেদিন প্রতিবর্তন ধ্বংস হয়ে যাবে।

>> সুতরাং আমাদের ক্লায়েন্ট হিসেবে আপনি ১০০% ইউনিক আর্টিকেল পাবেন সেই নিশ্চয়তা আপনি পাচ্ছেন।

♠ আপনি আমাদের থেকে কেন আর্টিকেল কিনবেন? কারণ আপনি গুগল র‍্যাঙ্কে আর্টিকেলগুলো দেখতে চান। তাই আমরা আপনাকে দিবো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজড (SEO) আর্টিকেল।

>> কিভাবে বিশ্বাস করবেন তাই ভাবছেন? চিন্তার কিছু নেই আপনি নিজেই প্রমাণ দেখতে পারেন। আপনার সুবিধার্থে কিছু প্রমাণ দিচ্ছি। বাকীগুলো আপনি গুগলে দেখতে পারবেন।

আমরা যখন এই পোস্টটি লিখছি, তখন ডিসেম্বর ৭তারিখ, অর্থাৎ উপরের পোস্টগুলোর বয়স ২০দিনেরও কম এবং শুধু কিওয়ার্ড দিয়ে সার্চ করেও গুগলের ১ম পেজে। একেই বলে এসইও এর খেলা।

♠ গুগল রেজাল্ট তো দেখলেন, কনটেন্ট কোয়ালিটি দেখতে ২-১টি আর্টিকেল পড়ে দেখুন।

♠ প্রতিবর্তনের রয়েছে একটি এসইও দক্ষ টিম যারা ক্যাটাগরি বেজড আর্টিকেল লিখে থাকে। অর্থাৎ প্রতিটি ক্যাটাগরির জন্য ভিন্ন ভিন্ন স্পেশালিস্ট রয়েছেন। আপনার আর্টিকেল কোয়ালিটি এবং তথ্যবহুলভাবে উপস্থাপন করার জন্যও আর্টিকেল কিনতে পারেন।

আর্টিকেলে মূল্য :

আগেই বলেছি আর্টিকেল স্বল্পমূল্যেই পাওয়া যাবে। প্রতি ৫০০ শব্দের জন্য ১০০টাকা নেওয়া হচ্ছে। এসইও গ্যারান্টেড আর্টিকেলের জন্য নিশ্চয়ই বেশি নয়। সাধারণ মানের লেখার জন্যও এখন অনেক বাংলা ব্লগ ১০০ টাকা দিয়ে থাকে।

আর্টিকেল কিভাবে অর্ডার করবেন?

আর্টিকেল শপ পেজটিতে গিয়ে আপনাকে মেসেজ করতে হবে। আপনার আর্টিকেল টপিক এবং যদি কোন নির্দিষ্ট হেডিং দিতে চান সেটি দিয়ে অর্ডার কনফার্ম করবেন। অর্ডার ডেলিভারী কতক্ষনের মধ্যে চান সেটি নিশ্চিত করে নিন।

শেষকথা :

বাংলা ব্যক্তিগত ব্লগ মূলত আমরা নিজেরোই লিখি। কিন্তু সময় স্বল্পতার কারণে ব্লগে আর্টিকেল লেখা নিয়মিত হয়ে ওঠেনা। কিন্তু ব্লগে র‌্যাঙ্ক পাওয়ার জন্য নিয়মিত লেখা পাবলিশ করা জরুরী। সেই সাথে যদি এসইও এবং ইউনিক আর্টিকেল টিউন করা যায়, তবে তো সোনায় সোহাগা। আশা করি আর্টিকেলটি থেকে ব্লগারদের অনেক হেল্প হবে।

Level 2

আমি মোঃ আব্দুল্লাহ আল আসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনিয়মিত ব্লগার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস