আমার ধারনা আপনাদের অনেকেই এই সফটওয়ারটি ব্যবহার করেছেন। কিন্তু যারা জানে না তাদের জন্য আমার এ টিউন।
আমি এধরনের অনেক সফটওয়ার ব্যবহার করেছি। এর অন্যতম হল Advance SystemCare, DiskMax, CCleaner ইত্যাদি। Advance SystemCare এর মধ্যে অন্যতম হলেও এর প্রফেশনাল ভার্সনটিই (আমি ব্যবহার করি, মোটেও ফ্রি নয়) প্রকৃত পক্ষে সকল কাজের সুবিধা দেয়। DiskMax ও খুবই ভাল। কিন্তু Perfect Utilities এর মত এত বেশি কাজ করার সুবিধা একই সাথে আর কোন ফ্রি ইউটিলিটি সফটওয়ারে নেই ।এর একটি নতুন ভার্সন 3.02 সম্প্রতি প্রকাশিত হয়েছে। তাই ভাবলাম এটা সম্পর্কে একটু লিখি।
এটি এমন এক সফটওয়ার যা একিই সাথে জাঙ্ক ফাইল ক্লিনার, রেজিস্ট্রি ক্লিনার, ডিস্ক ক্লিনার, মেমোরি অফটিমাইজার, সিস্টেম ইনফরমেশন প্রোভাইডার, রেজিস্ট্রি ব্যাপআপ টুল, ফাইল এনক্রিফশন টুল, নিরাপদ আনইনস্টলার, অপ্রয়াজনীয় সর্টকাট ফাইন্ডার, ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার, ফাইল স্রেডার, ফাইল রিকোভারি টুল, ডিস্ক ডিফ্রাগমেন্ট টুল, ফাইল স্প্লিটার, মেমোরি রিকোভারি টুল এবং আরো অনেক কিছু।
একে একটি সফটওয়ার না বলে অনেকগুলো সফটওয়ারের একটি সমন্বয় বলা যায়। এর প্রচন্ড গতি এবং সুবিধাজনক ইন্টারফেস যেকারো মন কাড়ার জন্য যথেষ্ট। এটি এত নিখুত ভাবে কাজ করে যে আপনি ব্যবহারের কিছুক্ষনের মধ্যেই এর ভক্ত হয়ে যাবেন এবং সহজেই ধরতে পারবেন আপনার কম্পিউটারের গতি বেড়ে গেছে।
নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হল :
পারফেক্ট ডিস্ক ক্লিনার : এটি প্রচন্ড গতিতে আপনার ডিস্কে বিদ্যমান সকল অপ্রয়োজনীয় ফাইল খুজে বের করবে এবং আপনার অনুমতি সাপেক্ষে ডিলেট করে।
পারফেক্ট রেজিস্ট্রি ক্লিনার : এটি প্রচন্ড গতিতে আপনার কম্পিউটারে বিদ্যমান সকল অকেজো রেজিস্ট্রি ফাইল খুজে বের করে এবং তা প্রয়োজনে আপনার অনুমতি সাপেক্ষে রিপেয়ার বা মুছে ফেলে।
পারফেক্ট হিস্টোরি ক্লিনার : এটি আপনার অনলাইন প্রাইভেসি রক্ষা করা জন্য আপনার কম্পিউটারে বিদ্যমান সকল অপ্রয়োজনীয় অনলাইন হিস্টোরি বা চিহ্নগুলো সফলতার সাথে মুছে ফেলে এবং আপনাকে বিপদমুক্ত রাখে।
পারফেক্ট ওয়ান ক্লিক মেইনটেন্যান্স : অনেকে হয়ত এ সফটওয়ারের সকল সুবিধা কিভাবে ব্যবহার করতে পারবে না। তাদের জন্য রয়েছে এ ব্যবস্থা। তার শুধু এ অপশনে একবার ক্লিক করে কাজ স্ট্রার্ট করে দিলে সফটওয়ারটি অটোমেটিক তাদের কম্পিউটারকে গতিময় কারার জন্য যা যা করা দরকার তা নিজে নিজেই করে দিবে।
পারফেক্ট টাস্ট সিডিউলার : এ সফটওয়ারে যেকোন কাজ আপনি সিডিউল করে রাখলে এটি অটোমেটিক সিডিউল করা সময়ে আপনার হয়ে কাজটি করে দিবে।
পারফেক্ট ডিস্ক ডিফ্রাগ : এ সফওয়ারটি প্রচন্ড গতিতে আপনার কম্পিউটারের যেকোন ডিস্ককে এনালাইজ, ডিফ্রাগ, ফিক্সআপ, অপটিমাইজেশন এবং আবার ফিক্সআপ উল্লেখিত পাঁচটি ধাপে ডিফ্রাগ পক্রিয়া সম্পন্ন করে এবং আপনার কম্পিউটারেকে করে তুলেবে গতিময়।
পারফেক্ট মেমোরি অপটিমাইজার : এ সফটওয়ারটি আপনার কম্পিউটারকে পরিষ্কার, অফটিমাইজ ও কম্পিউটারের মেমোরি ফ্রি করে আপনার কম্পিউটারের গতি বৃদ্ধি করে।
পারফেক্ট শর্টকাট ফিক্সার : এটি SystemCare এর মত প্রচন্ড গতিতে আপনার কম্পিউটারের সকল অকেজো শর্টকাট খুজে বের করবে এবং আপনার অনুমতি সাপেক্ষে সেগুলো রিপেয়ার বা মুছবে।
পারফেক্ট ডুপলিকেট ফাইল ফাইন্ডার : এ সফটওয়ারটি এতি দ্রুত কম্পিউটারে সকল ডুপলিকেট ফাইল আপনার সাপনে এনে হাজির করবে। তখন আপনি ইচ্ছমত সেগুলো রাখতে বা মুছে ফেলতে পারবেন।
পারফেক্ট সিস্টেম কন্ট্রোল : এ সফটওয়ারটি সিস্টেম সম্পর্কিত Configuration files, Environment, OEM Information, Control panel, Auto Shutdown, Network & Internet ইত্যাদি অপশন একত্রে সরবরাহের মাধ্যমে আপনার সিম্টেম কন্ট্রোল করতে সহায়তা করবে।
পারফেক্ট BHO (Browser Help Objects) রিমোভার : এ সফটওয়ারটি দ্বারা আপনি যেসকল BHO(s) রাখতে চান না সেগুলো রিমোব করতে পারবেন।
পারফেক্ট স্টারর্টআপ ক্লিনার : কম্পিউটার চালু করার সময় একই সাথে অনেকিগুলো পোগ্রাম চালু হওয়ার চেষ্টা করে বলে কম্পিউটার স্টর্ট হতে অনেক সময় নেয়। এ সমস্যা দূরিকরনে এ সফ্টওয়ারটি আপনাকে কম্পিউটার চালু করার সময় কোন কোন পোগ্রাম চলবে তা নিয়ন্ত্রনের সম্পূর্ণ ক্ষমতা দেয়।
পারফেক্ট অটো -সাটডাউন : এ সফটওয়ারটি আপনার সিডিউল করা টাইমে কম্পিউটার বন্ধ করে দেয়।
পারফেক্ট প্রসেস ম্যানেইজার : এ সফটওয়ারটি আপনার কম্পিউটারের সমস্ত প্রসেসকে ডাইভ অ্যাড্রেস সহ প্রদর্শন করে এবং কোন প্রসেস ম্যানেইজ করার সকল সুবিধা দেয়।
পারফেক্ট আনইনন্সটল ম্যানেইজার : এটি আপনার কম্পিউটারের অপ্রয়োজনীয় প্রোগ্রাম আনইন্সটল করার সুবিধা দেয়।
পারফেক্ট রেজিস্ট্রি ব্যাকআপ : এটি অত্যন্ত দক্ষতার সাথে আপনার কম্পিউটারের মূল্যবান রেজিট্রি ব্যাকআপ ও রিস্টোর করতে পারে।
পারফেক্ট রেজিস্ট্রি সার্চ : নির্দিষ্ট ওয়াইলকার্ডের মাধ্যমে এটি রেজিস্ট্রি খুজে বের করার সুবিধা দেয়।
পারফেক্ট সিসটেম ইনফরমেশন : এ সফটওয়ারটি আপনার কম্পিউটার সিস্টেমের সমস্ত তথ্য আপনার সামন্যে অত্যন্ত ভাবে উপস্থাপন করবে।
পারফেক্ট উইন্ডোজ টুল : এটি খুবই সহজে আপনার কম্পিউটারের উইন্ডোজ টুল চালানোর সুবিধা দেয়।
পারফেক্ট আনডিলেইট : এ সফটওয়ারটি আপনার কম্পিউটারের NTFS, FAT32, FAT16 এবং FAT12 ভলিউম থেকে আপনার দুর্ঘটনা ক্রমে মুছে যাওয়া ফাইল অত্যন্ত সফলতার সাথে রিকভার করবে।
পারফেক্ট ফাইল স্রেডার : এটি আপনার ইচ্ছা ক্রমে আপনার কম্পিটারের ফাইল এত নিরাপদ ভাবে মুছে দিবে যা আর কখানোই রিকভার করা সম্ভব হবে না।
পারফেক্ট ফাইল স্প্লিটার : এটি যেকোন ধরনের Hjsplit, Gsplit 3 এর মত এ সফটওয়ারটি দ্বারাও যেকোন বড় ফাইলকে ইচ্ছমত ভাগে ভাগ করা যায় এবং পরে আবার যেকোন Perfect Utilities সফটওয়ার দিয়ে তা আবার জুড়ে দেয়া যায়।
পারফেক্ট .EXE প্রোটেক্টর : এ সফট্ওয়ারটি দিয়ে যেকোন .EXE ফাইলকে পাসওয়ার্ড দিয়ে নিরাপদ করে রাখা যায়।
উপরিউক্ত প্রত্যেকটি টুলের মধ্যেই রয়েছে আরো অনেক অপশন যেগুলোর কাজ বর্ণনা করে শেষ করা যাবে না।
কিছুদিন হল এর Perfect Utilities সর্বশেষ ভার্সন বের হয়েছে। এটি ডাইনলোড করতে দয়াকরে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন :
http://putils.com/content/view/2/4/
আমার মনে হয়, কম্পিউটারের অ্যাডভান্স ইউজাররা নাহোক অন্তত নতুনদের জন্য আমার এ টিউন কাজে লাগবে।
উক্ত টিউন সমর্কে কারো কিছু জানার থাকলে বা মন্তব্য থাকলে দয়াকরে লিখুন এবং আমার মতো একজন নতুন টিউনারকে আরো লিখার জন্য উৎসাহ দিন।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...
শোন এই সফটওয়ারটি মনে হয় অনেকে আগেই ইউজ করেছে তাই তাদের পড়ার ইচ্ছা জাগছে না । একটা কাজ কর মাথাটা ঠান্ডা করে নতুন শিরোনাম দেও যা সকলকে আকৃষ্ট করবে । শিরোনামের উপরও টিউনের অনেক কিছু নির্ভর করে ।