বিসমিল্লাহির রহমানির রহিম
প্রথমেই সবাই আমার সালাম এবং শুভেচ্ছা নিবেন। আজ আমার বানানো দুটো সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। একটি হল Text to Voice Converter এবং আরেকটা হল IW Shutdown Timer. সফট গুলোর ভার্সন যথাক্রমে 4.0 এবং 1.0 । ২য় সফটটা নতুন ডেভেলপ করেছি। খুশির কথা হল দুটোর নতুন ভার্সন আজ সবার জন্য উন্মুক্ত করছি। তা নিয়েই এই পোষ্ট।
সফটগুলোর বর্ননা দেয়ার আগে কিছু কথা বলে নেই। প্রত্যেক সফটওয়্যার ডেভেলপার গ্রুপের একটা নাম থাকে। সেরকম আমার গ্রুপের নাম ইমাজিনেটিভ ওয়াল্ড (Imaginative World)। এর অর্থ হতে পারে স্বপ্নীল জগৎ। আমি যখন সফট বানানো নিয়ে কাজ শুরু করিনি তখন এ নামটি দেই। তা আজ থেকে তিন-চার বছর আগের কথা। আসলে স্বপ্ন দেখতে বেশী পছন্দ করি তো তাই এ নাম দেয়া :)।
সফট বানানোর চেষ্টা শুরু করার পর প্রথম বানাই টেক্স টু ভয়েস কনভার্টার। এর ভার্সন 1 এবং ভার্সন 2 এর ব্যবহারকারী আমি নিজেই :)। কারন তখন আমার ইন্টারনেট ছিল না। নেট নেয়ার পর আমি এর ভার্সন 3 বের করি এবং ২০০৯ এর আগষ্টে এটি নেটে ছাড়ি। আমার টেক্স টু ভয়েস কনভার্টার সফটওয়্যারটি গুগলে “Text to Voice Converter 3.1” লিখে সার্চ দিলে খুজে পাবেন। সফটপিডিয়া (Softpedia.com), সিনেট (Cnet.com), ব্রাদারসফট (Brothersoft.com) সহ প্রায় সব ডাউনলোড সাইটেই এ সফটটি খুজলে পাবেন। 3.1 পুরনো ভার্সন। এখনো তাদের কাছে নতুন ভার্সন পাঠানো হয়নাই। অর্থ্যাৎ তাদের আগেই আপনারা নতুন ভার্সন পেয়ে যাচ্ছেন :)। টেক্স টু ভয়েস কনভার্টারের 3.1 ভার্সনের পর পর্যায়ক্রমেই আজ টেক্স টু ভয়েস কনভার্টার এর নতুন ভার্সন 4.0 এবং সাথে আমার নতুন সফট শাটডাউন টাইমার নেটে ছাড়ছি। আপনাদের দোয়া এবং সহায়তা পেলে আশা করি আরো সামনে এগিয়ে যেতে পারব।
অফিশিয়াল সাইটঃ iwproducts.wordpress.com
ফেসবুক ফ্যানপেজঃ এখানে ক্লিক করুন
অনেক কথা বললাম। এখন সফট গুলোর বর্ননা দেয়া যাক। নিচে বর্ননা এবং ডাউনলোড লিঙ্ক দিলাম। দেখুন সফটওয়্যার গুলো কাজে লাগে কিনা।
Text to Voice Converter 4.0
নাম দেখেই বুঝতে পারছেন এটি লেখাকে ভয়েসে রুপান্তরিত করে। ইন্টারনেটে সার্চ দিলে অনেক টেক্ট টু ভয়েস সফট পাবেন। তবে এটি অবশ্যই একটু ডিফ্রেন্ট। এটির বৈশিষ্ট্য গুলো দেখলেই বুঝবেন।
বৈশিষ্ট্যসমূহঃ
স্ক্রিনশটঃ
ডাউনলোডঃ
সাইজঃ ১৫.৪২ মেগাবাইট
Text to Voice Converter এর অফিশিয়াল পেজঃ এখানে ক্লিক করুন
এ সফটটি আপনার ছোট ভাই-বোনকে উপহার হিসেবে দিতে পারেন। ভয়েস ক্যারেকটার গুলো যখন লেখা পড়বে তখন তারা মজা পাবে + উচ্চারনও শিখতে পারবে। 🙂
IW Shutdown Timer 1.0
এটি আমার নতুন সফটওয়্যার। এর নাম আই-ডব্লিউ শাটডাউন টাইমার। এটির প্রথম ভার্সন মাত্র উন্মুক্ত করেছি। এটি আপনার পিসিকে নির্দিষ্ট সময়ে বন্ধ করতে সাহায্য করবে।
এখন প্রশ্ন হল কেন সফটটি ব্যবহার করবেন?
ধরুন আপনি ছোট কোন কাজে বাইরে যাচ্ছেন, কিছুক্ষন পর আবার ফিরবেন। তাই চাচ্ছেন কম্পিউটার বন্ধ না করতে। কিন্তু আপনার আসতে দেরিও হতে পারে। তাই তখন আপনি শাটডাউন টাইমার চালু করে দিতে পারেন। এতে নির্দিষ্ট সময়ে আপনি না এলেও কম্পিউটার সয়ংক্রিয় বন্ধ হবে। আবার ধরুন আপনি কোন কারনে বাইরে যাবেন। কম্পিউটারে বড় কোন কাজ যেমনঃ ভিডিও কনভার্ট, ডিফ্র্যাগমেন্ট ইত্যাদি করতে দিয়েছেন। কাজ শেষ হতে বেশী সময় লাগবে। আপনার সেই সফটওয়ারটিতে কাজ শেষ হলে সয়ংক্রিয় শাটডাউনের অপশন নেই। তখন আই-ডব্লিউ শাটডাউন টাইমার ব্যবহার করতে পারেন। আবার অনেকে রাতে ডাউনলোড দিয়ে ঘুমাতে চলে যান। তখন আপনি এ সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আনুমানিক কয়টাতে কাজ শেষ হতে পারে তা হিসাব করে টাইমার চালু করে দিন। বাস! আপনাকে আর কিছু করতে হবে না। সময় হলে টাইমার নিজে নিজে কম্পিউটার বন্ধ করে দেবে।
বৈশিষ্টসমূহঃ
স্ক্রিনশটঃ
ডাউনলোডঃ
সাইজঃ ৩.৩৪ মেগাবাইট
IW Shutdown Timer এর অফিশিয়াল পেজঃ এখানে ক্লিক করুন
এটি এর প্রথম ভার্সন। সামনের ভার্সনে আরো আকর্ষনীয় ফংশন যুক্ত করার আশা আছে। এতে আরো কিকি যোগ করা যায় তা কমেন্টে বলতে পারেন।
শেষ কথা
সফটওয়্যার দুটো আপনাদের জন্যই তৈরি। এ সফটগুলোতে আর কি কি সংযোজন করা যায় তা কমেন্টে বলে আপনিও এর উন্নয়নে সহায়তা করতে পারেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।
[এই পোষ্টটি একই সাথে আমার নিজের ব্লগ সহ আরো কয়েকটি ব্লগে পোষ্ট করা হয়েছে।]
আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...
বাংলাদেশের তৈরি কাজের সফটওয়্যার পেয়ে অনেক খুশি লাগছে। আশা করি আপনি সাফল্য বজায় রাখবেন