সম্পুর্ন ফ্রি তে লুফে নিন ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি/এন্টিভাইরাস ২০১২ এর নতুন আপডেটেড ভার্সন, এখন আরো শক্তিশালী! আর সাথে আজীবন লাইসেন্স তো আছেই!!!!

আশা করি সবাই ভালো আছেন, কিছুদিন বিরতির পর আবার আপনাদের একটি টিউন উপহার দিতে চলে আসলাম। টিটির ঘোড়া রোগের কারনে আজকাল টিউন করতে তেমন ইচ্ছা করেনা, কারন সাধারন ড্রাফট করতেই ৫-৬বার পেজ রিলোড করা লাগে। এছাড়া পিকচার আপলোড করতে গেলে বারবার "৫০২ গেটওয়ে"। অত্যান্ত টাইম কিলিং প্রসেস। যেখানে একটা সাধারন টিউন করতে ৫-৬ঘন্টা লাগতো সেখানে লাগছে ৮-৯ঘন্টা। একবার তো টিউন অর্ধেক লেখার পর কারেন্ট গিয়ে পুরোটাই মাটি। যাই হোক সমস্যার কথা বলে শেষ করা যাবে না, কাজের কথায় আসি। রিসেন্টলি ক্যাস্পারস্কি বের করেছে তাদের ২০১২ ভার্সনের নতুন আপডেট ১২.০০.৩৭৪ যাতে আগের ভার্সনের কিছু সমস্যা ফিক্সড করা হয়েছে। এছাড়া প্রোটেকশন আরো উন্নত করা হয়েছে। চলুন চলে যাই বিস্তারিত বর্ননায়।

আমার আজকের টিউনের বিষয় ক্যাস্পারস্কি। আমি একজন ক্যাস্পারস্কি প্রেমী। সেই ২০০৭ সাল থেকে ক্যাস্পারস্কি ইউজ করছি। আপনারা বিশ্বাস করবেন কি না জানিনা যে এই ৪ বছরে পিসিতে ভাইরাসজনিত কোন কারনে এক্সপি সেটআপ দিতে হয়নি। কিছুদিন আগে বাজারে এসেছে ক্যাস্পারস্কি ২০১২ এর নতুন আপডেট ১২.০০.৩৭৪,একটা সিক্রেট আপনাদের বলি, এই পর্যন্ত একবার ও ক্যাস্পারস্কি আমি কিনে ইউজ করিনি। আশা করি আমি যতদিন আছি ততদিন আপনাদের কাউকে ক্যাস্পারস্কি কিনে ইউজ করতে হবে না। এবারের ক্যাস্পারস্কি আগের সব ভার্সনের তুলনায় অনেক শক্তিশালী। এর ইন্টারফেস ও আগের চেয়ে অনেক সুন্দর করা হয়েছে। একবার ইউজ করা শুরু করলে ছাড়তে মন চাইবে না। এবারের ভার্সনে যুক্ত হয়েছে নতুন ক্লাউড প্রোটেকশন যার ফলে ২০১২ভার্সন পেয়েছে প্রোটেকশনের ক্ষেত্রে অন্য রকম এক মাত্রা। এই ভার্সনে ক্যাস্পারস্কি আপডেট থাকলে ১০০% নিরাপদ ভাবে অনলাইনে লেনদেন বা মার্কেটিং করা যাবে। চলুন দেখি কিছু স্ক্রীনশট সহ কিছু বিস্তারিত.................

১. ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটির ওয়েলকাম স্ক্রীন এটি।

২. নতুন ইনক্লুডেড ক্লাউড প্রোটেকশন টেকনোলজি।

৩. সম্পুর্ন নতুন ইন্টারফেস!!!!

২. আছে অনেক গুলো স্ট্রং সিকিউরিটি অপশন।

৩. তিন ধরনের Scan option এতে আছে।

৪. Update এর মাধ্যমে আপনার PC কে নিরাপদ রাখতে পারবেন latest সব ভাইরাস এর হাত থেকে।

৫. এর আছে Parental Pontrol যেটি বিভিন্য অনাকাংখিত সাইট যেমন সকল পর্ন সাইট সহ বিভিন্য ক্ষতিকর সাইটকে ব্লক করে রাখবে। এটিকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। যার ফলে ওইসব সাইট আপনি ব্যাতিত আর কেউ আনব্লক করতে পারবে না।

৬. এছাড়া আছে Privacy cleaner , system restore সহ ইত্যাদি Option.

৭. আছে Safe run option. এর মাধ্যমে যে কোন প্রোগ্রাম রান করলে তা পিসির কোন ক্ষতি করতে পারেনা।

৮. এর সাহায্যে আপনি সব রকম virus,worm,Trojan,ad-ware, এবং বিভিন্য কিলগার হতে মুক্ত ত্থাকবেন।

৯. এর আছে শক্তিশালী Internet Security , firewall এবং network Attack blocker যার মাধ্যমে আপনি সহজেই থাকবেন Internet virus এবং হ্যাকার দের কাছ থেকে মুক্ত।
১০. আরো আছে একটি চমৎকার নেটওয়ার্ক মনিটর সিস্টেম যা আপনাকে রক্ষা করবে হ্যাকারদের কাছ থেকে।
১১. দেখতে পারবেন আপনার পিসিতে ইন্সটলকৃত অ্যাপ্লিকেশান গুলোর এক্টিভিটি, কোন এক্টিভিটি সন্দেহজনক থাকলে ক্যাস্পারস্কি আপনাকে ইনফরম করবে।
১২. এখানে পাবেন সেফ রান ফর ওয়েবসাইট, যেটির কনসেপ্ট একদম নতুন। এর মাধ্যমে আপনি নিরাপদে অনলাইন ব্যাংকিং/ মার্কেটিং সহ যে কোন অনলাইন লেনদেন করতে পারবেন। ফেক সাইট বা ফিশিং এর মাধ্যমে প্রতারিত হবার কোন চান্সই নেই।
১৩. এর আছে একটি Strong USB drive security, যার ফলে আপনাকে আর কোন USB anti virus ইউজ করতে হবেনা। এটি আপনার USB এর সকল প্রকার autorun close করবে এবং সকল শক্তিশালী autorun virus সাথে সাথে remove করবে আর পরে scan করে বাকি সব threat , remove করবে।আপনার PC তে কোন USB drive লাগানো হলে এটি Auto Detect করে.এবং আপনার USB Drive কে রাখে ভাইরাস মুক্ত।

-------------------------------------------------------------------------------------------------------------------

কিছু এক্সট্রা ফিচার

  • ২০১২ ভার্সনে আছে শক্তিশালী data recovery system, যার ফলে infected file হতে যতটা সম্ভব বেশি data recover করা যায়, এছাড়া আগের সব ভার্সনের তুলনায় এটি পিসি কে কম slow করে.যাদের RAM ১জিবি তারা নিশ্চিন্তে এটি use করতে পারেন।
  • আরো আছে ভার্চুয়াল কি বোর্ড যেটি রক্ষা করবে অনাকাংখিত কিলগারের কাছ থেকে।
  • ক্যাস্পারস্কির একটি বড় সুবিধা হলো এটি বেশিরভাগ প্রয়োজনীয় software, keygen, patch, crack কে ভাইরাস হিসাবে detect করেনা। বেশি হলে "Unwanted software" হিসাবে ধরে। তখন Add to trusted zone এ দিলে ক্যাস্পারস্কি আর ঝামেলা করেনা।

২০১২ এর নতুন আপডেট ভার্সনের কিছু ইম্প্রুভড এবং নতুন ফিচার (আগের ভার্সনের তুলনায়)............

Key Features

  • Kaspersky URL Advisor Improved!
    Marks web links with a color-coded tag that shows their danger level and allows you to choose whether to open them
  • Kaspersky File Advisor
    Checks file safety with a single click of the mouse New!
  • System Watcher Improved!
    Monitors suspicious application activities and allows you to roll back system changes made by malware
  • Application Control Improved!
    Restricts program access to personal data and system files according to the level of danger that each program presents
  • Safe Run Mode
    Lets you launch suspicious applications and websites in a special, isolated environment where they cannot harm your computer
  • Two-way personal firewall
    Protects against hacker attacks
  • Anti-Phishing and Anti-Spam technology Improved!
    Provides reliable protection for your personal information and guards against unwanted spam and adware
  • Parental Control Improved!
    Provides flexible and effective settings to keep children extra-safe when they use computers and the Internet
  • Completely redesigned interface New!
    Makes navigating around security settings inside Kaspersky Internet Security 2012 quick and easy

** আমি আপনাদের ৯৯% surety দিতে পারি যে এটি ইন্সটল করলে আপনি থাকবেন সম্পুর্ন ভাইরাস আর ট্রোজান মুক্ত

তো ঝটপট ডাউনলোড করে ফেলুন ক্যাস্পারস্কি এন্টিভাইরাস ২০১২ অথবা ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২

১. ক্যাস্পারস্কি এন্টিভাইরাস ২০১২

২. ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২

লাইফ টাইম লাইসেন্স

এবার আসি লাইফ টাইম লাইসেন্সের ব্যাপারে, এবার আসা যাক লাইসেন্স এর ব্যাপারে।এর আছে একটি শক্তিশালী self defense যার ফলে এটি কে crack বা patch করা কঠিন। নকল "কী" দিলে এটির Server কিছুদিন পর তা blacklisted করে ফেলে। তবু ভাই আমরা বাঙ্গালী। টাকা দিয়ে software আমরা ইউজ করিনা। যত মুস্কিল তত আসান। ক্যস্পারস্কি শুরুতে ৩০দিনের একটা ট্রায়াল লাইসেন্স দেয়। এবং জাস্ট এই জিনিশ কে কাজে লাগিয়ে বানানো হয়েছে Kaspersky Trial Resetter.

আমার আগের ক্যাস্পারস্কি টিউনে যে রিসেটারটি দিয়েছিলাম, নতুন ভার্সনে সেটি কাজ করবে না, এবং আগের টিউনে দেখেছি, নতুন ভার্সন ইউজ করায় অনেকের সমস্যা হচ্ছে। তাই রিসেটারটির আপডেট ভার্সন দিয়ে দিলাম। এটি দিয়ে নতুন ভার্সন কে আরামসে রিসেট করা যাবে।

এখানে বলে রাখা ভালো যে ক্যাস্পারস্কির ট্রায়াল এবং ফুল ভার্সনের মাঝে কোন পার্থক্য নাই। ফুল ভার্সনের সব ফিচারই ট্রায়াল ভার্সনে ৩০দিনের জন্য পাওয়া যায়, উপরের চিত্রটি লক্ষ করুন।

ট্রায়াল রিসেটারটি ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে।

Trial Resetter v1.2B

ট্রায়াল রিসেটার চালাতে Dot net Framework 2 অথবা লেটেস্ট ভার্সন লাগবে।

Dot net Framework 2

Dot net Framework 4.0

এবার দেখি এটি কিভাবে কাজ করে

প্রথমে 30 দিনের আপনার পাওনা লাইসেন্স উপভোগ করুন। ৩০দিনের লাইসেন্স শেষ হলে নিচের পদ্ধতি অনুসরন করুন।

১. প্রথমে Settings এ যান এবং Self-Defense এর টিক উঠান। Apply then OK করুন।

২. নিচের সিস্টেম ট্রের Icon থেকে Kaspersky, Exit করুন। লক্ষ রাখুন যেনো কোন ভাবেই এটি চালু না থাকে।
৩. এবার Trial Re-setter টি run করান সব ঠিক থাকলে উপরের মত চিত্র শো করবে। তারপর Reset এ click করুন।
৪. Process শুরু হবে।
৫. এরপর পিসি রিস্টার্ট নিবে।
৬. স্টার্ট মেনু থেকে ক্যাস্পারস্কি চালু করুন। নেট কানেকশন দিন।
৭. এই Activation wizard আসবে। সিম্পলি "Active Trial Version" click করুন এবং "Next" button press করুন।
৮. কাজ হচ্ছে.....................
৯. ব্যস পেয়ে গেলেন আরো ৩০দিনের লাইসেন্স। "Next" click করুন.
  • ৩০ দিন পর এক ই পদ্ধতি অনুসরন করুন পেয়ে যাবেন আরো ৩০দিনের লাইসেন্স। এভাবে চলুন আজীবন।

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।

----------------------------------------------------------------------------------------------------------------------------

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bro tune ti korar jonno thanks. ami o kaspersky er chorom fan.onno kono kisu etar moto eto organized na.

Level 0

It create super protection & also very slow down my pc so sad.

অনেক সুন্দর করে টিউন করার জন্য ধন্যবাদ। আমি জানতে চাই, এটি কি পেনড্রাইভ লাগানোর পর অটোমেটিক স্ক্যান করতে পারে, নাকি ম্যানুয়াল স্ক্যান করতে হয়? বিস্তারিত জানাবেন, প্লিজ…

    @সুজন পাল: ধন্যবাদ। আপনি দুইভাবেই স্ক্যান করাতে পারবেন।

    @সুজন পাল: প্রথমবার পেনড্রাইভ লাগানোর সাথে সাথে স্ক্যান অপশন আসবে, তখন নিচে অটোমেটিক বাটনে টিক দিলেই, পরবর্তি সময়ে পেনড্রাইভ লাগানোর পর অটো স্ক্যান করবে। আপনার ল্যাপটপে চলবে না, দৌড়াবে। 😀

অনেক সুন্দর করে টিউন করার জন্য ধন্যবাদ।

Microsoft Security Essential use korar jonno ei tune ta dekhun …

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/94296/

আকাশ ভাই অনেক সুন্দর হয়েছে

ভাই, আমি এইটা অনেকবার কয়েকদিন ব্যাবহার করে পুনরায় uninstall করতে হয়েছে কারন পিসি অনেক বেশি স্লো করে এই অ্যান্টিভাইরাস, বর্তমানে আমি Eset Smart Security 5 ব্যাবহার করছি অনেক শান্তিতে আছি কারন পিসি স্লো করে না আবার আপডেট খুব বেশি হয়না কিন্তু ক্যাস্পারস্কি আপডেট দিলে মাথা খারাপ হয়ে যায় বিশাল সাইজ এর আপডেট হয় এই জিনিস এর।

নতুন ভারসনের এপিয়ারেন্সে উইন্ডোজ ৮ এর গন্ধ আছে মনে হয় !

আপডেটে বেশি কেবি খায় , যা ইসেটের তুলনায় অনেক বেশি।

ভাল টিউন।

খুব সুন্দর করে গুছিয়ে একটা টিউন করলেন। সে জন্য অসংখ্য ধন্যবাদ আকাশ ভাই।

Level 0

thanks keep tuning dear brother

Level 0

thanks keep tuning dear brother akas . i dont know u well. me from Dhaka university wishing u best of luck

Can u do this type of system in ESET Smart security 5 ? It will very help for me.

Thank you very much

Level 0

আকাশভাই, আপনার টিউন হলে খুব ভাল লাগে …গুছিয়ে স্ক্রীনশর্ট দিয়ে অনেক সুন্দর করে টিউন করেন । তাছাড়া আপনার “হাসান যোবায়ের এবং প্রবাসী ভাই-এর tunes আমার ও অত্যান্ত প্রিয় । আপনার আগের ক্যাস্পারস্কি টিউনে যে ভার্সন টি দিয়ে ছিলেন সেটাতে এই নতুন রিসেটার ইউজ করা যাবে ? বিশেষ করে উইন্ডোজ ডেবোলপারস প্রিভিউতে । ভাল থাকুন । ধন্যবাদ।

    @Mustafa: অনেক ধন্যবাদ আপনাকে, আগের ভার্সনে এই রিসেটারটি ইউজ করতে পারবেন।

Level 0

রিসেটারটি নিজেই ভাইরাস না তো?

Level 0

assalamualikum bi kub valo tune. ami notun user. ক্যাস্পারস্কি এন্টিভাইরাস ২০১২ ও ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২ dutai ki instol korbo na ekta korle hobe.

    @mustafa159: অনেক ধন্যবাদ। যে কোন একটা করবেন। তবে ইন্টারনেট সিকিউরিটি টাই ভালো।

Level 0

ভাই এটী অনেক কাজে আসলো। অসংখ্য ধন্যবাদ। প্রিয়তে নিলাম।

Level 0

NICE & USEFUL POST. THANKS BRO, KEEP IT UP.

BUT AMI PRIYOTE NITE PARCHI NA KENO ?

Level 0

Thanks

Level 0

একেবারে ফাটাফাটি হইছে । দুইদিন থাইকা খুজতেছি আজ পাইয়া একেবারে দিল খুশ । আচ্ছা এটা কি trile reset হওয়ার পর কি আবার নতুন করে পুরা ডাটাবেস অপডেট নিবে

    Level 0

    @sbn5233: apnar prosnota amar o ! 30 diner reset korle ki abar pura database update hobe naki?

      @zashid: ট্রায়াল রিসেট করার পর রেগুলার আপডেট নিবে(নরমাল সময়ে যেমন নেয়), কখনই পুরো ডাটাবেস আপডেট নিবে না।

    @sbn5233: অনেক ধন্যবাদ ভাই, ট্রায়াল রিসেট করার পর রেগুলার আপডেট নিবে, কখনই পুরো ডাটাবেস আপডেট নিবে না।

Level 0

thanks

Level 0

অনেকেই বলেছে বিশাল অপডেট নেয় তবে সেটা সুধু প্রথম বার ৭৫ mb এর মত তারপর প্রতিদিন ৩০ সেকেন্ড বা ০১.৩০মিনিটের বেশি ত আমার লাগেনাই ।

    @sbn5233: পুরোপুরি একমত আপনার সাথে। প্রথমবার ৭৫এমবি নিলেও এর পর থেকে প্রতিদিন কিলোবাইটে আপডেট হয়।

Level 2

প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে এমন একটা টিউন করার জন্য। আমি এই কাস্পেরস্কি ভার্সন টা এক জায়গা থেকে ৩০০ টাকা দিয়ে কিনেছি। উনি বলেছেন-৩ টা পিসির জন্য নাকি একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করা যায় এবং এটার লাইসেন্স ১ বছরের জন্য দেয়া আছে। কিন্ত বেশির ভাগ সময় এটা আপডেট দিলেও নেয় না এবং যে সমস্যা টা Show করে তা হল-
Computer Security is at risk
Threats: none
Protection components: protection is paused
License: problem is available
এখন আমি কি করব? পিসি তে যে টা আছে সে টা রিমুভ করব, নাকি নতুন করে ডাউনলোড করে ইন্সটল করব? আমার কাছে Backup File নাই।

    @Sohel: কেউ আপনাকে মনে হয় নকল লাইসেন্স দিয়েছে, আপনার প্রোটেকশন কাজ করছে না। যাই হোক ট্রায়াল রিসেটারটি ইউজ করুন। ১০০% প্রোটেকশন পাবেন।

Level 0

resetter namaite gele malaisus bole delete kore dey ata keno

    @nextbdzone: ক্যাস্পারস্কির প্রোটেকশন অফ করে রিসেটারটি ডাউনলোড করুন।

Level 0

Very nice tune for every Kasper sky Lover. Thanks for your tune

দারুণ টিউন। 💡
ইংরেজিতেই বলিঃ You are awesome… … .. 8) :mrgreen:

Level 0

@শুভ্র আকাশ ভাই এখন আপনার Kaspersky Pure এর বর্ণনা করার সময়। http://www.kaspersky.com/compare দেখুন Kaspersky Pure ক্যামন। এই রিসেটারটি নিজেই ভাইরাস না, কারন এটা Windows Batch File.
http://www.mediafire.com/?2ir47f7a3x9a9xj

    @Kh.Tohidul: ধন্যবাদ, এই রিসেটার দিয়ে আপনি পিউরও ইউজ করতে পারবেন। আমি কিছুদিন পিউর ইউজ করেছি, অতিরিক্ত প্রোটেকশনের জন্য, প্যাচ, ক্র্যাক, কিগেন ইত্যাদি নিয়ে কাজ করতে সমস্যা হয়।

Level 0

28-Nov-11 10:55:13 AM Denied: HackTool.MSIL.Kiser.HEUR (analysis according to the base of suspicious web addresses) http://download630.mediafire.com/byo8apb5h2zg/192ut2d0mo6528r/K.2012.TR.1.20_By_shubhro_akash.zip/K.2012.TR.1.20 By shubhro akash/KTR 1.2_2012.exe Internet Download Manager (IDM)

দেখুন Kaspersky Pure এটা Download এর সময় কি Information দিলো। আপনার দেয়া রিসেটারটি নিজেই ভাইরাস!!!!!!

    @Kh.Tohidul: হুম যে কোন এন্টি ভাইরাস এটিকে ভাইরাস হিসাবে ডিটেক্ট করবে কারন এটি নিষিদ্ধ স্ক্রিপ্ট দিয়ে লিখা। তবে ভয় নাই এটি ১০০% নিরাপদ, নির্ভয়ে ইউজ করতে পারেন।

Level 0

eset smsrt free use kora jai amon kono kisu jana thakla janaben @
S.M. তানভীর আহমে. amar pc ar configuration kom tai kasper use korta parsi na.
S.M. তানভীর আহমেদ vai anpar jana thakla amar mail [email protected] a deben doya kora

Level New

ভাই Microsoft Security Essential ,অ্যাভাস্ট,ক্যাস্পারস্কি ২০১২ এর মধ্যে কোন টার কোন দিক টা আপনার ভাল লাগে প্লিজ শেয়ার করেন।কোন টা বেশি ভাল লাগলো জানালে খুশি হতাম।facebook email id:[email protected] me friends plz.

    @S.m.al-razi: ধন্যবাদ, আমার মতে ক্যাস্পারস্কি ইস দা বেস্ট। পিসির কনফিগারেশন একটু ভালো থাকলে নিশ্চিন্তে নির্ভয়ে ইউজ করতে পারেন, ভাইরাসের জন্য একটুও টেনশন করতে হবে না।

Level 0

tnx but ইন্টারনেট সিকিউরিটি dia ki pen-drive and PC scan kora jai.

Level 0

Sobar uddessa bolsi vai yahoo mail ar total document local pc ta download korar kono option kaharo jana thakla please aktu help korben [email protected]

ভাই ক্র্যাক ফাইলটা কিছুক্ষণ পর ব্লক হয়ে যায়। এই করে দেখছি।

    @imran ahmed: ফাইলটাকে “ট্রাস্টেড জোনে” রাখতে হবে, তাহলে আর ব্লক হবে না।

Level 0

পুরাই বেহুদা জিনিস। ৩০ দিন পর পর কে যায় এই সব ঝামেলা করতে? তারচাইতে ভাই microsoft security essentials ইউজ করেন আরামে থাকবেন। আমি ভাই ১ বছর ধইরা আরামেই আছি। খালি আপনের উইন্ডোজ টা জেনুইন কইরা লইয়েন। আর এই kaspersky আমার pc রে যেরকম স্লো বানাইছিল ইচ্ছা করত ধইরা একটা আছাড় মারি !

Level 0

ভাই এটা কি Windows 7 64 bit এ চলবে????আর না চললে একটা Trial reseter দেন। আমার Kasper use করার খুব ইচ্ছা.প্লিজ দিবেন…………………………………………………

    @sakib300: হুম চলবে, তবে ট্রায়াল রিসেটার টি run as administrator ভাবে রান করাতে হবে।

Level 0

run as administrator মানে ঠিক বুঝলাম না।একটু বুঝায় বলতে পারেন

    @sakib300: সেভেন এ রিসেটারের আইকনের উপর রাইট ক্লিক করবেন তখন run as administrator নামের একটি অপশন দেখা যাবে,তখন সেটাতে ক্লিক করতে হবে।

Level 0

@ sakib open er nisei dekhen run as administration ace !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Level 0

Dear.
Suvro Akash, vie.
KIS- 2010 ta kemon. 2010 ki trail reset kaj korbe + oita o ki 30 dine ami full versioner moja pabo. Plz, janan. Amar kase KIS- 2010 khub valo lage kintu licence somosar jonno babohar korte pari na.

    @zashid: পারবেন, ক্যাস্পারস্কির সব ট্রায়াল ভার্সনেই ফুল ভার্সনের প্রোটেকশন থাকে।

Level 0

Dear.
Suvro Akash, vie.
KIS- 2010 ta kemon. 2010 ki trail reset kaj korbe + oita o ki 30 dine ami full versioner moja pabo. Plz, janan. Amar kase KIS- 2010 khub valo lage kintu licence somosar jonno babohar korte pari na. Apnar, fb id ta diben? Amar ta. facebook.com/zashid

Level 0

ধন্যবাদ শুভ্র আকাশ ভাই আপনার অসাধারণ টিউনটি খুব সাধারণভাবে (সহজভাবে) বোঝানোর জন্য।

Level 0

শুভ্র আকাশ ভাইয়া,
আপনার লেখা গুলো খুব সানো গুছানো, পড়ে সহজেই বুঝতে পারলাম, আপনাকে অনেক ধন্যবাদ, তবে আমার পি সি টার কপিফিগারেশন হলো processor =3.00 p4, RAM 1gb DDR2 আমি কি ভাল ভাবে ব্যবহার করতে পারবো? জানালে খুব খুশি হবো, ভাল থাকবনে আমাদের জন্য ভাল টিউন করবেন সেই প্রত্যাশাই -শিপন ভাই

    @sheponmiah: অনেক ধন্যবাদ, আপনি চালাতে পারবেন। আমার র‍্যাম ও ১জিবি ডিডিআর ২।

Level 0

Brother Ami kaspersky download korey install korar por jokhon update korci tokhon update hochchey na r ei dialog ta asey Database and the aplication are outof date and updating r hochchey na pls help me to solve this problem.
I appreciate you.

    @zakird2k: আপনার সমস্যা বুঝতে পারলাম না। প্রথমবার আপডেটে একটু সময় বেশি লাগে।

Level New

ভাল টিউন হইছে।আর ভাল কিছু দিবেন ভাই।চালাইয়া যান।

Level 0

vai apner email id ta dorker diben ki

Level 0

vai ami apner onno 2ta tune som porke jante apnake email id ta dite bolchi ,doya kore diben ki…. karon purono tune e apnake pawa jay na…

Level 0

এই প্রথম এই টিউনের সদস্য হয়েছি। আপনি যে Resetter-এর লিংক দিয়েছেন তাতে দেখাচ্ছে যে file delete or removed. দয়া করে নতুন লিংক দিলে খুব উপকার হয়। ধন্যবাদ।

@shwapno_29: স্প্যামিং বন্ধ করুন।