আমরা যত বেশি ডিজিটাল দুনিয়ার সঙ্গে জড়িয়ে যাচ্ছি, তত বেশি পাসওয়ার্ডের ভিড়ে পড়ে যাচ্ছি। এই পাসওয়ার্ডগুলো নিরাপদে রাখা, মনে রাখা, আর সময়মতো ঠিকঠাক ব্যবহার করাটা কিন্তু এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে! ঠিক এই জায়গায় আমাদের সাহায্যে আসে পাসওয়ার্ড ম্যানেজার।
বেশিরভাগ পাসওয়ার্ড ম্যানেজার একটি এনক্রিপ্টেড ডেটাবেজ এ পাসওয়ার্ড স্টোর রাখে। কিন্তু LessPass একটি ওপেন পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সলিউশন যার জন্য প্রয়োজন হয় না কোন ডেটাবেস। জ্বী হ্যাঁ LessPass এমন একটি পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সলিউশন যার জন্য প্রয়োজন হয় না কোন ডেটাবেস। এমনকি এর ডেটা আসলে কোথাও স্টোর থাকে না এর ডেটা স্টোর থাকে শুধু আপনার ব্রেইনে!
LessPass একটি ওপেন সোর্স পাসওয়ার্ড। LessPass অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ব্রাউজার এক্সটেনশন এর মাধ্যমে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায়। এটি আপনাকে বিভিন্ন ওয়েবসাইটের জন্য পাসওয়ার্ড মনে রাখতে - বা বরং মনে করিয়ে দিতে সাহায্য করে। LessPass পাসওয়ার্ড ম্যানেজমেন্ট আপনার পাসওয়ার্ড সংরক্ষণের জন্য কোন ডেটাবেস ব্যবহার করে না।
এ ধরনের পাসওয়ার্ড ম্যানেজার এমন ভাবে ডিজাইন করা যার ফলে পাসওয়ার্ড ম্যানেজার এর ডেটা এর কোন স্টেস (State) বা নির্দিষ্ট স্থানে স্টোর করা হয় না। তাই এধরনের পাসওয়ার্ড ম্যানেজারকে স্টেটলেস (Stateless) পাসওয়ার্ড ম্যানেজার বলা হয়।
LessPass পাসওয়ার্ড ম্যানেজার অন্য সকল পাসওয়ার্ড ম্যানেজার থেকে একেবারেই আলাদা। আসুন দেখি কীভাবে?
অফিসিয়াল LessPass @ ওয়েবসাইট | অ্যান্ড্রয়েড অ্যাপ | গিট রিপোজিটরি
বেশিরভাগ পাসওয়ার্ড ম্যানেজার প্রথমে একটি এনক্রিপ্টেড ডেটাবেজ তৈরি করে। এ পাসওয়ার্ড ম্যানেজার গুলো আপনার তৈরি করা Master Password দিয়েই ডেটাবেজটি আনলক করা যায়। ডেটাবেজে আপনি রাখতে পারেন সব ধরনের গুরুত্বপূর্ণ তথ্য—লগইন, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ডিটেইলস, নোটস, বুকমার্কস, আরও যা ইচ্ছে। যেমন LastPass, 1Password, Dashlane, EnPass, KeePass ইত্যাদি ঠিক ভাবেই কাজ করে। এমনকি KeePass এর কিছু Family পাসওয়ার্ড ম্যানেজার—KeePassX, MacPass, KeeWeb—এগুলোও এনক্রিপ্টেড ডেটাবেজ এর মাধ্যমে ডেটা স্টোর করে এবং এনক্রিপ্টেড ডেটাবেজ বিভিন্ন ক্লাউড স্টেরেজে সিঙ্ক করা যায়।
এই পদ্ধতির সুবিধা হলো, আপনার সব গুরুত্বপূর্ণ তথ্য যেকোনো জায়গায় নেওয়া যায়। শুধু আপনার ডেটাবেজটি ডাউনলোড করুন, লোকালি ডিক্রিপ্ট করুন, আর সব তথ্য পেয়ে যান—ভীষণ সুবিধাজনক, তাই না?
বড় সমস্যা হলো, আপনার সব মূল্যবান ডেটা এক জায়গায় স্টোর হচ্ছে। যেহেতু আপনার সবকিছু এক ফাইলে সুরক্ষিত, সেটা যে কোনো হ্যাকারদের জন্য বেশ আকর্ষণীয় টার্গেট হতে পারে। যদিও বেশিরভাগ পাসওয়ার্ড ম্যানেজার এ AES-256 এনক্রিপশন ব্যবহার করা হয়, যা ভাঙা প্রায় অসম্ভব, তারপরও আপনার ডেটাবেজটি একবার লিক হলে বা কম্প্রোমাইজড হলে হলে সেটার সিকিউরিটি নিয়ে চিন্তা থেকেই যায়।
LessPass এই পুরো ধারণাটিকে উল্টে দিয়েছে। এটা এমন কোনো ডেটাবেজ তৈরি করে না যা হ্যাক হতে পারে বা চুরি হয়ে যেতে পারে। এর বদলে, এটি কয়েকটি ইনপুটের ওপর ভিত্তি করে একটি ইউনিক পাসওয়ার্ড Generate করে।
ধরুন, আপনি "protonmail.com" এর জন্য একটি পাসওয়ার্ড চাইছেন।
প্রথমেই আপনার পছন্দের ব্রাউজারে LessPass ব্রাউজার এক্সটেনশনটি ইন্সটল করে নিন।
এবার আপনাকে আপনার একটি পছন্দের Master Password তৈরি করে নিতে হবে। Master Password মানে এমন পাসওয়ার্ড যেটি এটি মাত্র পাসওয়ার্ড যা আপনি মনে রাখবেন এবং সকল ওয়েবসাইটে লগইন এর জন্য এই একটি Master Password ই ব্যবহার করবেন। এই Master Password ভুল যাওয়া যাবে না। এই Master Password ই একমাত্র পাসওয়ার্ড যা আপনি মনে রাখবেন অন্য কোন পাসওয়ার্ড আপনার মনে রাখার প্রয়োজন নেই।
এবার ব্রাউজারে LessPass আইকনে ক্লিক করুন, LessPass এর পপআপ অপেন হবে।
Option Length এবং Counter অপশন গুলো Default যা আছে তাই রাখুন।
Site ফিল্ড, User Name ফিল্ড, Master Password ফিল্ড পুরণে করলে LessPass এটি একটি হ্যাশ ফাংশন ব্যবহার করে আপনাকে একটি পাসওয়ার্ড Generate করে দেবে। Generate হওয়া এই পাসওয়ার্ড আপনার protonmail.com সেট করে নিন। Site ফিল্ড, User Name ফিল্ড, Master Password ফিল্ড এই একই ইনপুট দিলে, LessPass আপনাকে সবসময় একই পাসওয়ার্ড দিবে। আর আপনি সে পাসওয়ার্ড কপি করে সবসময় protonmail.com এ লগইন করবেন।
অর্থাৎ Site ফিল্ড, User Name ফিল্ড, Master Password ফিল্ড এই একই ইনপুট দিলে, LessPass প্রতিবার আপনাকে সবসময় একই পাসওয়ার্ড দিবে। এভাবে অন্যান্য সাইটের জন্য Site ফিল্ড, User Name ফিল্ড পরিবর্তন করে, Master Password ফিল্ড আপনার Master Password ব্যবহার করে প্রতিটি সাইটের জন্য আলাদ আলাদা পাসওয়ার্ড Generate করতে পারবেন এবং সে Generate হওয়া পাসওয়ার্ড আপনার সাইটে লগইন এর জন্য ব্যবহার করতে পারবেন।
Site ফিল্ড, User Name ফিল্ড, Master Password ফিল্ড এই একই ইনপুট দিলে, LessPass আপনাকে সবসময় একই পাসওয়ার্ড দিবে। যেহেতু আপনার Site, User Name এবং Master Password আপনি ছাড়া আর কারও পক্ষে জানা সম্ভব নয় তাই এখানে হ্যাক হবারও কোন বিষয় নেই।
LessPass এর বড় সুবিধা হলো:
LessPass এর কিছু সীমাবদ্ধতাও আছে:
আপনার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিন। যদি আপনি অসংখ্য ডোমেইন নিয়ে কাজ করেন, তাহলে LessPass এর কিছু সীমাবদ্ধতা আপনার জন্য অসুবিধাও হতে হতে পারে। তবে যদি আপনি একটি নির্দিষ্ট পাসওয়ার্ড শেয়ারিং পদ্ধতি চান, যেখানে অন্যদের সঙ্গে সহজে পাসওয়ার্ড শেয়ার করতে পারেন, তাহলে LessPass হতে পারে আপনার জন্য একটি চমৎকার অপশন।
স্মার্ট টিপ: যদি আপনি টিম এর সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করতে চান, তাহলে তাদের সঙ্গে Master Password ঠিক করে নিন এবং তারপরে শুধু ওয়েবসাইটের নাম আর অন্যান্য ইনপুট পাঠিয়ে দিন। এতে নিরাপদে পাসওয়ার্ড শেয়ার করা যাবে, মেইলের মাধ্যমে কোনো পাসওয়ার্ড পাঠানোর প্রয়োজন পড়বে না।
LessPass হয়তো সবার জন্য নয়, কিন্তু এটি আপনার নির্দিষ্ট প্রয়োজন মেটাতে পারলে দারুণ একটি সমাধান হতে পারে। এখনই ট্রাই করে দেখুন, আর জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা!
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 182 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।