• প্রয়োজনীয় কিছু সফটয়্যার ফ্রি ডাউনলোড করে নিন এক্ষুনি ♪♫•*¨*•. মেগা প্যাক : ২ .•*¨*•♫♪ !!! পার্ট-৮

সবাইকে স্বাগতম… আমার ধারাবাহিক টিউনে।

উৎসর্গ:  (গত ২৪ নভেম্বর টিউনার "ইসমাইল টিপু" ইন্তেকাল করেছে, তার আত্মার মাগফেরাত কামনা করি)

এই পর্বে আরো কিছু কাজের সফটওয়্যার শেয়ার করবো আশা করি আপনাদের কাজে আসবে। সফটওয়্যার গুলো সাইজে ছোট এবং কার্যকরী।

AAA Logo Creator (Portable) :

এই সফটওয়্যার'টি দ্বারা খুব সহজে সুন্দর সুন্দর লোগো তৈরী করতে পারবেন। লোগো তৈরীর জন্য ৫০০ ট্রেম্পলেট, ৮০০০ ক্লিপআর্ট পাবেন সেখান থেকে সহজেই তৈরী করে নিতে পারেন আপনার মনের মত লোগো। সফটওয়্যার'টি শুধু লোগো ডিজাইনার নয় চাইলে ওয়েব সাইটের জন্য ব্যানার, বাটন, হেডার, আইকন, হাই রেজুল্যাশন গ্রাফিক্স ইত্যাদি তৈরী করতে পারবেন।... সফটওয়্যার'টি ইন্সটরের জামেলা নেই পোর্টেবল ভার্শন।

ডাউনলোড লিঙ্ক

Advanced SystemCare PRO V5 :

Advanced SystemCare PRO Edition একটি সেরা এবং কার্যকরী সিস্টেম ইউটিলিটি কম্পিউটারের জন্য। এই সফটওয়্যার দ্বারা all-in-one ইউটিলিটি সুবিধা পাবেন anti-spyware, privacy protection, performance tune-ups, এবং system cleaning সুবিধা পাবেন। এর শক্তিশালী টুলস্ দ্বারা stubborn errors, cleans out clutter, optimizes internet এবং download speeds, ensures personal security পাবেন। প্রো ভার্শনের জন্য সিরিয়াল কী সাথে দেয়া  আছে তবে একটিভ করার সময় ইন্টারনেট সংযোগ বন্ধ করে নিতে হবে।

ডাউনলোড লিঙ্ক

Angry Birds (Portable) :

Angry Birds গেমস'টির সাথে মোটামুটি সবাই পরিচিত। দারুন জনপ্রিয় এই গেইম'টি এন্ড্রয়েড ফোন/ট্যাবলেট, আইপ্যাড,  আইফোন, পাম, সিমবিয়ান ডিভাইসে খেলা যায়। এবার আপনার কম্পিউটারের খেলতে পারবেন, এটি পোর্টবেল ভার্শন তাই ইন্সটলের জামেলা নেই পেনড্রাইভে বহন যোগ্য।

ডাউনলোড লিঙ্ক

Folder Lock  7.0.3 :

Folder Lock সফটওয়্যার'টি দ্বারা আপনার ব্যাক্তিগত বা প্রয়োজনীয় ফাইলগুলো কে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারবেন ফলে অন্য কেউ পাসওয়ার্ড ব্যাতীত সেই ফাইল বা ফোল্ডার'টি দেখতে পাবেনা। সিরিয়াল কী সাথে দেয়া আছে...

ডাউনলোড লিঙ্ক

Free Ringtone Maker (Portable) :

Free Ringtone Maker সফটওয়্যার'টি দ্বারা সহজেই আপনার কম্পিউটারে থাকা গান/MP3 থেকে আপনার মোবাইলের জন্য রিংটোন তৈরী করে নিতে পারেন। সফটওয়্যার'টি ইন্সটলের জামেলা নেই... পোর্টেবল ভার্শন।

ডাউনলোড লিঙ্ক

HDRSoft Photomatix :

ছবিতে HDR ইফেক্ট দিতে পারবেন সফটওয়্যার'টি দ্বারা। সাধারন ছবিকে অসাধারন করতে পারবেন এই সফটওয়্যার দ্বারা। সাথে সিরিয়াল কী দেয়া আছে....

ডাউনলোড লিঙ্ক

Internet Download Manager 6.07 Build 15 :

IDM এর নতুন ভার্শনে আগের তুলনায় দ্রুত ডাউনলোড করতে পারবেন। রিজুম এবং সিডিউল ডাউনলোড আগের তুলনায় বেশী কার্যকরী।

ডাউনলোড লিঙ্ক

Nero Burning Rom V10 (Portable) :

বার্নিং সফটওয়্যারের মাঝে নিরো তুমুল জনপ্রিয়। নিরো বার্নিং সফটওয়্যার দ্বারা CDR / DVDR / Blu-ray ডিস্ক বার্ন করতে পারবেন। এটি পোর্টেবল ভার্শন...

ডাউনলোড লিঙ্ক

Save2Pc Ultimate 4.24 (Portable)

Save2pc সফটওয়্যার দ্বারা ইউটিউবের মত (Google, Tangle, Godtube, Vimeo, Myspace, Break.com, Megavideo.com, adult video stream site, veoh,.... ইত্যাদি ) সকল ভিডিও স্ট্রিমিং সাইট থেকে Avi, MPEG, FLV, MP4, MOV, 3GP, WAV, ইত্যাদি ফরমেটে ভিডিও ক্লিপ, মিউজিক ভিডিও ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড লিঙ্ক

Sound Normalizer (Portable) :

Sound Normalizer সফটওয়্যার'টি দ্বারা পুরোন এবং তুলনামূলক কম সাউন্ডের অডিও ফাইল গুলোর পারফমেন্স/কোয়ালিটি বাড়াতে পারবেন। এছাড়া যেকোন অডিও ফাইলের কোয়ালিটি আরো বাড়াতে পারবেন এই সফটওয়্যার'টি দ্বারা... এটি পোর্টেবল ভার্শন।

ডাউনলোড লিঙ্ক

Speaking Clock Deluxe :

Speaking Clock Deluxe জনপ্রিয় টকিং ক্লক ইউটিলিটি। এটি আপনার কম্পিউটারের সময় কত তা নিদির্ষ্ট সময় পর পর বলে দেবে বা এলার্ট করবে। এছাড়া stopwatch, countdown timer,  reminders ইত্যাদি কাজ করে থাকে সফটওয়্যার'টি ।

ডাউনলোড লিঙ্ক

TeraCopy Pro 2.27 :

আপনার কম্পিউটারের ফাইল আরো দ্রুত কপি/মুভ করতে এই সফটওয়্যার'টি অতুলনীয়। সাধারনত কম্পিউটারের বড় ফাইল এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে বা পেন ড্রাইভ/পোর্টেবল ড্রাইভ থেকে কপি বা মুভ করতে প্রচুর সময় নেয় সে ক্ষেত্রে এই সফটওয়্যার'টি ব্যাবহার করতে পারেন।

ডাউনলোড লিঙ্ক

TuneUp Utilities 2012 :

TuneUp Utilities এর নতুন ভার্শন রিলিজ হয়েছে। এর কাজ হলো আপনার কম্পিউটারের এর গতি বৃদ্ধি করা, রেজিস্ট্রি এবং অপ্রয়জনীয় ফাইল পরিষ্কার, হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট, হার্ডডিস্ক এরর রিপায়ার, অপটিমাইজেশন ইত্যাদি। সিরিয়াল কী এবং একটিভেশন পদ্ধতি ডাউনলোড লিঙ্কে দেয়া আছে।

ডাউনলোড লিঙ্ক

Ultra Video Splitter v6.2.1123 :

Ultra Video Splitter একটি প্রোফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার। এর কাজ হলো ভিডিও ফাইলকে কাটা, জোড়া দেয়া বা বড় ভিডিও ফাইলকে ট্রিম করে ছোট ক্লিপ তৈরী করা। এই সফটওয়্যার'টি দ্রুত ভিডিও এডিটিং কাজ'টি সম্পাদন করে কোন প্রকার রিকোডিং বা ভিডিওর কোয়ালিটি নষ্ট না করেই। এছাড়া জনপ্রিয় প্রায় সকল ফরমেট ভিডিও সাপোর্ট করে। যেমন: AVI, Divx, XviD, MPEG, WMV, ASF, RM, MOV, 3GP, MP4, FLV ইত্যাদি ফরমেট। সিরিয়াল কী সহ ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্ক

Clink Here

ফিরে দেখা :-

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো…ডিজাইনের এরকম আরও সফটওয়্যার দিতে পারলে ভালো হই।

আপনাকে অনেক ধন্যবাদ। জনস্বার্থে টিউন স্টিকি করার আবেদন জানাচ্ছি।

দারুন টিউন । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।প্রত্যেকটাই দারুন কাজের সফট ।

Level 0

আপনাকে অনেকদিন পর টিউন করতে দেখলাম। 🙂

    @M H BULBUL: হুমম ব্যাস্ততার চাপে সময় করে টিউন করা হয় না। আগামী ৩ দিন একদম ফ্রি। তাই আজ টিউন করার সময় পেলাম। ধন‌্যবাদ।।।

Level 0

সুন্দ র টিউনের জন্য আপনাকে অনেক ধ ন্যবাদ।। প্রিয়তে রাখলাম …

আ’ইম সারপ্রাইজড! অনেকদিন পর আপনার টিউন দেখে ভাল লাগল।
ধন্যবাদ আপনাকে 🙂

Level New

আরো চাই , ধন্যবাদ।

নাবিল ভাইয়ের এবারের টিউনের বিরতি ছিল ২ মাস ৫ দিন। এর আগের টিউনের বিরতি ছিল ৫ দিন কম ৩ মাস।

    @অতিরিক্ত এক জন: হা হাহাহা আপনি দেখি ভালোয় খবর রাখেন… ধন্যবাদ।।।

      @নাবিল আমিন: যখন ইন্টারনেট জগতে আসি, স্বাভাবিকভাবেই গন্ডি ছিল ছোট। তাই তখন নতুন নতুন সফতওয়্যার দেখে অবাক হতাম। আর যাদের কাছ থেকে পেতাম, আপনি ছিলেন তাদের মধ্যে একজন।

Level 0

ভাইয়া টিউনের জন্য ধন্যবাদ । আর লাস্টের এনিমেশন টা দিইখা ত ডরাই ছিলাম

Level 0

এত xotil জটিল জিনিস দেন যে , নিজেকে tiger মনে হয়

Level 0

thanks a lot . in this way we will do better… positively

নাবিল ভাই আমার খুব কাজে লাগবে । ধন্য +++++ আপনাকে

Level New

darun darun .priyo te nilam

আমার মনে হয় আপনার এই টিউনগুলো চেইন টিউন হিসেবে দিতে পারলে আরও ভাল হয়। আপনি ডেস্কে জানান করে দিতে বা সাইফুল কেও বলতে পারেন।

লাস্টের পিকটা জোস হইছে। 😀

অনেক ধন্যবাদ নাবিল ভাই। 🙂 😀 :mrgreen:

সুন্দর ও প্রয়োজনীয় টিউন ধন্যবাদ আপনাকে

সব গুলা কাজের জিনিস, ধন্যবাদ নাবিল ভাই

Level 0

Advanced SystemCare PRO V5 ভার্শনের জন্য সিরিয়াল কী সাথে দেয়া নেই।

    @AmitTunes: সিরিয়াল কী সাথে দেয়া আছে… Advanced SystemCare PRO V5 ডাউনলোড করার পর file extract করলে দু’টো অপশন পাবেন প্রথমে ইন্সটল করুন এবং সিরিয়াল কী’র অপশনে ক্লিক করে সিরিয়াল কী কপি করে বসিয়ে নিন আর ইন্টারনেট সংযোগ বন্ধ রাখবেন।

    @AmitTunes: file extract করার পর লিঙ্কের স্ক্রীন সর্টের মত অপশন পাবেন।।। visit this link: http://i.imgur.com/cly5m.jpg

Level 0

দারুন টিউন । আপনাকে অসংখ্য ধন্যবাদ এই টিউন-এর জন্য ।প্রত্যেকটাই দারুন কাজের সফটওয়ার ।

Level 0

khub bhalo hoyeche,,,,
accha vedio te logo add korar kon softwere use kora jai….?

আজ প্রায় ২ বছর যাবত এই টেকটিউনের দর্শনার্থী হিসেবে রয়েছি। যদিও অনেক দিন আগেই একটা একাউন্ট করেছি কিন্তু শুধু দেখতে এবং জানতেই যেন বেশী ভালো লাগে, বক বক করার চেয়ে, তাই নিরবেই শুধু দেখি, জানি, পড়ি। তবে আপনার টিউনটি দেখে হাত গুটিয়ে বসে থাকতে পারলাম না। ধন্যবাদ দিতেই হয় এমন একটি টিউনের জন্য।
ধন্যবাদ……………………

ভাই, টিউন আপ ইউটিলিস এ যিপ ফাইলে এই লেখাটার মানে বুঝতে পারলাম না। 3. Add the following line to your hosts file.
(located in Windows\System32\drivers\etc)

127.0.0.1 secure.tune-up.com

Additionally, it is recommended that you block the application and its components from accessing the web.

কাইন্ডলি একটু ক্লিয়ার করলে খুশি হব। সালাম

Level 0

Very nice tune. Vie.,
assa protable software ki vabe banano jai ektu bolben. Apnar fb id ta diben? My Profile: facebook.com/zashid