সবাইকে স্বাগতম… আমার ধারাবাহিক টিউনে।
এই পর্বে আরো কিছু কাজের সফটওয়্যার শেয়ার করবো আশা করি আপনাদের কাজে আসবে। সফটওয়্যার গুলো সাইজে ছোট এবং কার্যকরী।
এই সফটওয়্যার'টি দ্বারা খুব সহজে সুন্দর সুন্দর লোগো তৈরী করতে পারবেন। লোগো তৈরীর জন্য ৫০০ ট্রেম্পলেট, ৮০০০ ক্লিপআর্ট পাবেন সেখান থেকে সহজেই তৈরী করে নিতে পারেন আপনার মনের মত লোগো। সফটওয়্যার'টি শুধু লোগো ডিজাইনার নয় চাইলে ওয়েব সাইটের জন্য ব্যানার, বাটন, হেডার, আইকন, হাই রেজুল্যাশন গ্রাফিক্স ইত্যাদি তৈরী করতে পারবেন।... সফটওয়্যার'টি ইন্সটরের জামেলা নেই পোর্টেবল ভার্শন।
Advanced SystemCare PRO Edition একটি সেরা এবং কার্যকরী সিস্টেম ইউটিলিটি কম্পিউটারের জন্য। এই সফটওয়্যার দ্বারা all-in-one ইউটিলিটি সুবিধা পাবেন anti-spyware, privacy protection, performance tune-ups, এবং system cleaning সুবিধা পাবেন। এর শক্তিশালী টুলস্ দ্বারা stubborn errors, cleans out clutter, optimizes internet এবং download speeds, ensures personal security পাবেন। প্রো ভার্শনের জন্য সিরিয়াল কী সাথে দেয়া আছে তবে একটিভ করার সময় ইন্টারনেট সংযোগ বন্ধ করে নিতে হবে।
Angry Birds গেমস'টির সাথে মোটামুটি সবাই পরিচিত। দারুন জনপ্রিয় এই গেইম'টি এন্ড্রয়েড ফোন/ট্যাবলেট, আইপ্যাড, আইফোন, পাম, সিমবিয়ান ডিভাইসে খেলা যায়। এবার আপনার কম্পিউটারের খেলতে পারবেন, এটি পোর্টবেল ভার্শন তাই ইন্সটলের জামেলা নেই পেনড্রাইভে বহন যোগ্য।
Folder Lock সফটওয়্যার'টি দ্বারা আপনার ব্যাক্তিগত বা প্রয়োজনীয় ফাইলগুলো কে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারবেন ফলে অন্য কেউ পাসওয়ার্ড ব্যাতীত সেই ফাইল বা ফোল্ডার'টি দেখতে পাবেনা। সিরিয়াল কী সাথে দেয়া আছে...
Free Ringtone Maker সফটওয়্যার'টি দ্বারা সহজেই আপনার কম্পিউটারে থাকা গান/MP3 থেকে আপনার মোবাইলের জন্য রিংটোন তৈরী করে নিতে পারেন। সফটওয়্যার'টি ইন্সটলের জামেলা নেই... পোর্টেবল ভার্শন।
ছবিতে HDR ইফেক্ট দিতে পারবেন সফটওয়্যার'টি দ্বারা। সাধারন ছবিকে অসাধারন করতে পারবেন এই সফটওয়্যার দ্বারা। সাথে সিরিয়াল কী দেয়া আছে....
IDM এর নতুন ভার্শনে আগের তুলনায় দ্রুত ডাউনলোড করতে পারবেন। রিজুম এবং সিডিউল ডাউনলোড আগের তুলনায় বেশী কার্যকরী।
বার্নিং সফটওয়্যারের মাঝে নিরো তুমুল জনপ্রিয়। নিরো বার্নিং সফটওয়্যার দ্বারা CDR / DVDR / Blu-ray ডিস্ক বার্ন করতে পারবেন। এটি পোর্টেবল ভার্শন...
Save2pc সফটওয়্যার দ্বারা ইউটিউবের মত (Google, Tangle, Godtube, Vimeo, Myspace, Break.com, Megavideo.com, adult video stream site, veoh,.... ইত্যাদি ) সকল ভিডিও স্ট্রিমিং সাইট থেকে Avi, MPEG, FLV, MP4, MOV, 3GP, WAV, ইত্যাদি ফরমেটে ভিডিও ক্লিপ, মিউজিক ভিডিও ডাউনলোড করতে পারবেন।
Sound Normalizer সফটওয়্যার'টি দ্বারা পুরোন এবং তুলনামূলক কম সাউন্ডের অডিও ফাইল গুলোর পারফমেন্স/কোয়ালিটি বাড়াতে পারবেন। এছাড়া যেকোন অডিও ফাইলের কোয়ালিটি আরো বাড়াতে পারবেন এই সফটওয়্যার'টি দ্বারা... এটি পোর্টেবল ভার্শন।
Speaking Clock Deluxe জনপ্রিয় টকিং ক্লক ইউটিলিটি। এটি আপনার কম্পিউটারের সময় কত তা নিদির্ষ্ট সময় পর পর বলে দেবে বা এলার্ট করবে। এছাড়া stopwatch, countdown timer, reminders ইত্যাদি কাজ করে থাকে সফটওয়্যার'টি ।
আপনার কম্পিউটারের ফাইল আরো দ্রুত কপি/মুভ করতে এই সফটওয়্যার'টি অতুলনীয়। সাধারনত কম্পিউটারের বড় ফাইল এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে বা পেন ড্রাইভ/পোর্টেবল ড্রাইভ থেকে কপি বা মুভ করতে প্রচুর সময় নেয় সে ক্ষেত্রে এই সফটওয়্যার'টি ব্যাবহার করতে পারেন।
TuneUp Utilities এর নতুন ভার্শন রিলিজ হয়েছে। এর কাজ হলো আপনার কম্পিউটারের এর গতি বৃদ্ধি করা, রেজিস্ট্রি এবং অপ্রয়জনীয় ফাইল পরিষ্কার, হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট, হার্ডডিস্ক এরর রিপায়ার, অপটিমাইজেশন ইত্যাদি। সিরিয়াল কী এবং একটিভেশন পদ্ধতি ডাউনলোড লিঙ্কে দেয়া আছে।
Ultra Video Splitter একটি প্রোফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার। এর কাজ হলো ভিডিও ফাইলকে কাটা, জোড়া দেয়া বা বড় ভিডিও ফাইলকে ট্রিম করে ছোট ক্লিপ তৈরী করা। এই সফটওয়্যার'টি দ্রুত ভিডিও এডিটিং কাজ'টি সম্পাদন করে কোন প্রকার রিকোডিং বা ভিডিওর কোয়ালিটি নষ্ট না করেই। এছাড়া জনপ্রিয় প্রায় সকল ফরমেট ভিডিও সাপোর্ট করে। যেমন: AVI, Divx, XviD, MPEG, WMV, ASF, RM, MOV, 3GP, MP4, FLV ইত্যাদি ফরমেট। সিরিয়াল কী সহ ডাউনলোড করে নিন।
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো…ডিজাইনের এরকম আরও সফটওয়্যার দিতে পারলে ভালো হই।