আমি আসলে মাত্র কয়েকটি মিডিয়া কনভার্টিং সফটওয়ার ব্যবহার করেছি। কিন্তু এত বেশি সুবিধা যে কোন কনভার্টিং সফটওয়ার সম্পূর্ন ফ্রি দিতে পারে তা কল্পনারও অতীত। আমার যেকোন সাইজের ফাইলে কনভার্ট করতে এটি এখন পর্যন্ত একবারও ১৫ সেকেন্ডের বেশি সময় নেয়নি। এত সুবিধাজনক অপশন থাকার পরেও এ সফটওয়ারটি যে ফ্রি তাই আমার কাছে অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। নিচে আমি যথাসম্ভব সফটওয়ারটি সম্পর্কে ব্যাখ্যা করছি -
ভিডিও কনভার্টি সুবিধা
- ১। এটি সফটওয়ারটি যেকোন ধরনের ভিডিও ফাইলকে Mp4, AVI, 3GP, RMVB, WMV, MKV, MPG,VOB, MOV, FLV, SWF, GIF ইত্যাদি ভিডিওতে রুপান্তর কারতে পারে।
- ২।এ সফটওয়ারটি সকল ধরনের মোবাইল ডিবাইসে চালানোর উপযোগী আলাদা আলাদা বিভিন্ন স্কৃন সাইজের বিভিন্ন কোয়ালিটির ভিডিও কনর্ভার্ট করতে পারে।
- ৩। ভিডিও কোয়ালিটি বাছাই করার জন্য রয়েছে প্রায় ২০ টির মত অপশন।
- ৪। কোয়ালিটি বাছাইয়ের পাশাপাশি থাকছে আরে অনেক সুবিধা। আপনি চাইলে কনভার্টের সময় আপনার ইচ্ছামত এগুলোর ভিডিওগুলো ভিডিও এনকোডিং, ভিডিও স্কৃনসাইজ, ভিডিও বিটরেট, FPS , অ্যাসপিক্ট রেসিও, এনকোড টু পাস এবং একইসাথে ভিডিওতে যুক্ত অডিগুলোকেও অডিও এনকোড, ফ্রিকোয়েন্সি চেন্জ, অডিও বিটরেট, অডিও চেনেল সংখ্যা, অডিও সম্পূর্ণ ডিজেবিলিটি, ভলিউম কন্ট্রোল, অডিও স্ট্রীম ইনডেক্স ইত্যাদি বিভিন্ন অপশনের সাহায্যে সম্পূর্ণ নিজের মত করে নিতে পারেন।
- ৫। এছাড়াও এতে রয়েছে অ্যাডিশনাল সাবটাইটেল যুক্ত করা, ফন্ট সাইজ পরিবর্তন, ANSI এর কোডিং, সাবটাইটেল স্ট্রীম ইন্ডেক্সিংয়ের সুবিধা।
- ৬। এটি ওয়াটার মাকিং করা যায়, ওয়াটার মাকিংয়ের পজিশন এবং মার্জিনও দেয়া যায়।
- ৭। এতে রয়েছে রোটিটিং , X মিররিং, Y মিররিং , ইন্টারলেসিং ও ডিইন্টারলেসিং এর সুবিধা।
নিম্নে একনজরে কয়েকটি মিডিয়া ফাইল ফরমেটের একটি নমুনা :
অডিও কনভার্টি সুবিধা :
- ১। এটি যেকোন ধরনের ভিডিও ফাইলকে বা অডিও ফাইলকে Custom MP3, MP3, WMA, Lossless FLAC, AAC, MMF, AMR, M4A, Lossless OGG, MP2, Lossless WAV, WavPack ইত্যাদি অডিও ফরমেটে রুপান্তর করা যায়।
- ২। অডিও কোয়ালিটি বাছাইয়ের ক্ষেত্রেও রয়েছে তিনটি অপশন।
- ৩। কোয়ালিটি বাছাইয়ের পর এসকল অডিও কনভার্টিয়ের সময়ও আপনি পাবেন ফ্রিকোয়েন্সি চেন্জ, অডিও বিটরেট, অডিও চেনেল সংখ্যা, ভলিউম কন্ট্রোলসহ ইত্যাদি বিভিন্ন অপশন। যার সাহায্যে আপনি সহজেই আপনার যেকোন অডিওকে আরো উন্নত বা নিম্ন মানের অডিও ফরমেটে পরিবর্তন করতে পারবেন।
ছবি কনভার্টিং সুবিধা :
- ১। এ সফটওয়াটি দ্বারা আপনে যেকোন ধরনের পিকচার ফাইলকে JPG, PNG, ICO, BMP, GIF, TIF, PCX, TGA ইত্যাদি ফরমেটে অতি সহজেই রুপান্তর করতে পারবেন।
- ২। ছবি কনভার্টিয়ের ক্ষেত্রে এ সফটওয়ারটি আপনাকে দিবে সাইজ লিমিট (ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম ওয়াডথ) , রোটেটিং( -৯০ ডিগ্রী থেকে ৯০ ডিগ্রী পর্যন্ত) , ইনসার্ট ট্যাগ স্ট্রীং (পজিশন, মার্জিন, ফন্ট, ফন্ট কালার, ফন্ট সাইজ, ট্যাগ স্ট্রীং) ইত্যাদি সুবিধা দিবে।
অন্যান্য সুবিধা :
- ১। এটি DVD ফাইলকে ভিডও ফাইলে , মিউজিক CD কে অডিও ফাইলে, DVD / CD কে ISO / CSO ফাইলে, ISO ফাইলকে CSO ফাইলে রুপান্তর করতে পারে।
- ২। এ সুবিধা ছাড়াও এ ফাইলটি কতগুলো ভিডিও বা অডিওকে একত্রে জুড়ে দিতে পারে। অর্থাৎ এটি দ্বারা ভিডিও জয়েন ও অডিও জেয়েন করা যায়।
- ৩। সবশেষে এটি সকল ধরনের মিডিয়া ফাইল সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারে।
[stextbox id="download" caption="নিম্নক্তো লিঙ্ক থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন"]
http://www.brothersoft.com/download-formatfactory-98431.html
http://download.cnet.com/FormatFactory/3000-2194_4-10968547.html?tag=mncol
[/stextbox]
এ সফটওয়ারটি সম্পর্কে কারো কোন প্রশ্ন থাকলে দয়া করে জিজ্ঞেস করে জেনে নিন। সবাইকে অনেক ধন্যবাদ।
Thanks….For ur jotil tune