আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার ফিরে এলাম Techtunes এর বন্দরে। আশাকরি এবার নিয়মিত টেক ব্লগ টিউন করতে পারবো। অনলাইনে কাজ করার জন্য অনেক রিসোর্স দরকার হয়। কিছু রিসোর্স ফ্রি তে পাওয়া যায় আবার কিছু পেইড। আমি চেষ্টা করবো সবাইকে ফ্রি তে লাইসেন্স সহ পেইড রিসোর্স শেয়ার করতে। আমার সংগ্রহের যেসব রিসোর্স রয়েছে
১। ইমেইল মার্কেটিং এর জন্য প্রিমিয়াম টেমপ্লেট
২। ই-কমার্স বিজনেস এর জন্য প্রিমিয়াম থিম
৩। নিজের পোর্টফোলিও ওয়েবসাইট এর থিম
৪। বিভিন্ন প্রিমিয়াম প্লাগিন
৫। এডিটেবল বিজনেস প্রেজেন্টেশান
৬। এডিটেবল এস ই ও রিপোর্ট ফাইল
৭। এডিটেবল কোম্পানি প্রোফাইল
৮। এডিটেবল পোর্টফোলিও প্রেজেন্টেশান
৯। এডিটেবল প্রোজেক্ট প্রোফাইল
১০। এডিটেবল আফটার ইফেক্ট ভিডিও টেমপ্লেট
১১। এডিটেবল প্রিমিয়ার প্রো ভিডিও টেমপ্লেট
১২। ল্যান্ডিংপেজ টেমপ্লেট
এ ছাড়াও আরো অনেক প্রিমিয়াম রিসোর্স। আর সব রিসোর্স এর সাথে থাকবে GPL লাইসেন্স। কোন নাল কিংবা ক্রাক ভার্সন না। সবার আগ্রহের উপর নির্ভর করে এই সব রিসোর্স শেয়ার করা হবে সম্পূর্ণ ফ্রি তে।
যারা অনলাইনে কাজ করতে চান কিংবা অলরেডি কাজ করছেন অথাবা ভবিষ্যতে কাজ করবেন তারা রিসোর্স গুলো সংগ্রহ করে রাখতে পারেন। পরবর্তি টিউন থেকে রিসোর্স গুলোর রিভিউ এবং লাইসেন্স সহ ডাউনলোড লিংক শেয়ার করবো ইন শা আল্লাহ। সবাই ভালো থাকবেন।
আমি রিসোর্স ম্যান। Digital Marketing Manager, UEARNER, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Professional Blogger and Digital Marketer