“Oxford Advanced Learners Dictionary” যত ডিকশনারি আছে তাদের মধ্যে সর্বাধিক বিক্রিত ডিকশনাশনারি । শিক্ষক এবং ছাত্রদের কাছেও সমান জনপ্রিয় । যাদের প্রয়োজন তারা এই ডিকশনারিটি সংগ্রহে রাখতে পারেন ।
কি কি আছে এই নতুন ভার্সনে বিস্তারিত জানতে এইখানে দেখুন
বাংলায় ট্রান্সলেট করে দিলে আমি /আপনে কেউই বুঝুম না কি লিখলাম কারন যারা এই ডিকশনারি বানাইছে তাদের বর্ননা আর আমার বলার ভিতর পার্থক্য আছে । তাই বাংলায় লিখাটা দিলাম না । আমি ভাল অনুবাদক নই
আসুন কথা না বাড়াইয়া কাজের কথায় আসি । লার্নিং সিডি-ডিভিডির বেশীরভাগ (বিশেষ করে ডিকশনারিগুলো ) সিডি-ডিভিডি রমে দিয়ে চালাইয়া কাজ করতে হয় । পিসিতে ইনষ্টল করে সিরিয়াল কী দিয়ে বা কী জেনারেটর ব্যাবহার করে আজ পর্যন্ত কোনো সিস্টেম আমি পাইনি নেটে । যা পেয়েছি তাহলো ISO ইমেজ ফাইল ডিকশনারিগুলো মাউন্ট করে ভার্চুয়াল ড্রাইভ তৈরী করে নিয়ে (আরো কিছু কায়দা-কানুন কইরা )তারপর চালাইতে হয় । যেটা পুরোপুরিই ঝামেলা । অবশ্য যারা এক্সপার্ট তাদের কাছে ব্যাপারটা কিছু না
এক্কেবারে যারা নতুন এই সিস্টেমে ডিকশনারি চালাইতে পারবে না । তাই ঝামেলা ছাড়াই যাতে চালাইতে পারে এই ডিকশনারি তাদের জন্য আজকের এই টিউন ।
নেটের বিভিন্ন জায়গা থেকে খুইজা মিডিয়াফায়ার থেকে দুইবার নামাইছি কোনো পেচ ফাইল ছিল না । কেমনে ইনস্টল দিয়ে চালামো ঝামেলা পাকানো সিস্টেম ছিল তাই ফেলে দিতে হলো । চেষ্টা করতে তো অসুবিধা নাই । চেষ্টা করলে সবই হয় । শেষ-মেষ পাইলাম টরেন্টের ঠিকানা ।
টরেন্ট কি ? এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা পাবেন দিহান ভাইয়ের! নিচের ঠিকানায় –
এইখানে দেখুন
টরেন্ট দিয়ে নামানোর সফ্টওয়্যার ডাউনলোড করে নিন >
ডাউনলোড লিন্ক
আপনার কম্পিউটারে যদি টরেন্ট দিয়ে নামানোর সফ্টওয়্যারটি ইনষ্টল করা থাকে অপেন করুন ।
Oxford Advanced Learners Dictionary নিচের এই ঠিকানা থেকে নামাইয়া নেন ।
http://h33t.com/details.php?id=fe7110c9c22d146dd3feb634058edc793fc03b9d
টরেন্ট ডাউনলোড লিন্কে ক্লিক করলে টরেন্ট ডাউনলোডার অপেন হবে এবং নিচের চিত্রের মতো একটা পপআপ উইন্ডো আসবে যেহেতু টরেন্ট ডাউনলোডার দিয়ে নামাবেন তাই Open With এর আগে গোল চিন্হের ভিতর ক্লিক করে টিক মার্ক দিয়ে ওকে করুন
Save As পপআপ উইন্ডো আসবে কোথায় সেভ হবে দেখিয়ে দিতে বলবে , ব্রাউজ করে আপনার হার্ড ডিস্কের যে কোনো ড্রাইভে ফোল্ডার বানিয়ে সেই ফোল্ডার লোকেশন দেখিয়ে ওকে করলে ডাউনলোড শুরু হবে ।
অথবা টরেন্ট লিন্কটির উপর রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে সেখান থেকে Copy Link Location ক্লিক
টরেন্ট ডাউনলোডার খুলুন , File এ ক্লিক করুন ফাইল মেনু প্রসারিত হলে সেখান থেকে সিলেক্ট করুন Add Torrent From URL
Add Torrent From URL পপআপ উইন্ডো আসলে ওকে তে ক্লিক করে
উইন্ডোটি ক্লোজ করে দিন Save As পপআপ উইন্ডো আসবে কোথায় সেভ হবে দেখিয়ে দিতে বলবে , ব্রাউজ করে আপনার হার্ড ডিস্কের যে কোনো ড্রাইভে ফোল্ডার বানিয়ে সেই ফোল্ডার লোকেশন দেখিয়ে দিলে ডাউনলোড শুরু হবে
টরেন্ট ডাউনলোডার এর উইন্ডোতে info ট্যাবে ক্লিক করলে সেখানে আপনি কতটুকু ডাউনলোড হলো কতটুকু সময় লাগবে এইসব জানতে পারবেন ।
ফাইল ট্যাবে ক্লিক করলে সেখানে আপনি দেখতে পাবেন কয়টা ফাইল , ফাইলের সাইজ এবং কি কি
যাদের স্পীড ভাল অল্প সময় লাগবো । আর যাদের স্পীড কম ৭ থেকে ১০ দিন লাগতে পারে বা বেশীও লাগতে পারে নির্ভর করছে স্পীড এর উপর ।
যারা বিরতি দিয়ে আস্তে-ধীরে ডাউনলোড করবেন pause বাটনে ক্লিক করুন
আবার যখন ডাউনলোড করবেন ষ্টার্ট বাটনে ক্লিক করুন ডাউনলোড শুরু হবে
ডাউনলোড কম্পিলিট হওয়ার আগে যেখানে ডাউনলোড হচ্ছে সেই ফোল্ডার এর ভিতর যা কিছু আছে রিমুভ , খোলা , ডিলিট করবেন না যেন তাহলে আবার নতুন করে ডাউনলোড করতে হবে ।
ডাউনলোড কম্পিলিট হলে একটা মেসেজ পাবেন । এবার যে ফোল্ডারে বা যেখানে ডাউনলোড হলো সেখানে যান ।
সেখানে Your Software Here নামে একটি ফোল্ডার দেখবেন সেটি খুলুন
খোলার পর Crack নামে একটি ফোল্ডার এবং এই নামে OALD8 ISO File দেখতে পাবেন ।
আপনার কম্পিউটারে উইনজিপ, উইনরার অথবা ৭জিপ যে কোনো একটি ইনষ্টল করে নিন যদি না থাকে ।
৭জিফ ডাউনলোড লিন্ক
OALD8 ISO File এর উপর মাউস রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে Extract Here অপশনে ক্লিক করুন
Extracting From পপআপ উইন্ডো এসে এক্সট্রাক্ট করা শুরু করে দিবে
১০০% এক্সট্রাক্ট করা হয়ে গেলে Extracting From পপআপ উইন্ডোটি আপনা-আপনি বন্ধ হয়ে যাবে
সন্পূর্ণ এক্সট্রাক্ট করা হয়ে গেলে OALD8 ISO File টি ডিলিট করে দিতে পারেন ।
এক্সট্রাক্ট করার পর setup লেখার উপর মাউস রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে অপেন ক্লিক অথবা ডাবল ক্লিক করুন
Oxford Advanced Learners Dictionary -8th Edition উইন্ডো আসবে এবং Welcome to the OALD8 Setup Wizard পপআপ উইন্ডো আসলে Next বাটনে ক্লিক করুন ।
License Agreement পপআপ উইন্ডো আসলে I agree ক্লিক করুন ।
Choose Components পপআপ উইন্ডো আসলে Full সিলেক্ট করুন
Include Components এর সবগুলো সিলেক্ট করুন
তারপর Next বাটনে ক্লিক করুন ।
Choose Install Location পপআপ উইন্ডো আসবে কোথায় ইনষ্টল হবে দেখিয়ে দিতে বলবে
ডিফল্ট Destination Folder হলো C:\Program Files \ Oxford\OALD8
আর যদি Browse বাটনে ক্লিক করে অন্য ড্রাইভে ফোল্ডার তৈরী করে সেখানে দেখিয়ে দেন তাহলে সেই ড্রাইভের সেই ফোল্ডারে ইনষ্টল হবে । এখন চয়েস আপনার কোথায় ইনষ্টল দিবেন । আমি উদাহরণ স্বরুপ আমার হার্ড ডিস্কের “D” ড্রাইভে Oxford Advanced Dictionary
নামে ফোল্ডার তৈরী করে সেটা সিলেক্ট করে ওকে তে ক্লিক করে দেখিয়ে দিয়েছি >
দেখিয়ে দেওয়ার পর Install বাটনে ক্লিক করুন >
Installing পপআপ উইন্ডো এসে কাজ করতে থাকবে >
সন্পূর্ণ হওয়ার ঠিক আগে একটি পপআপ উইন্ডো আসবে Yes বাটনে ক্লিক করুন
QUICKfind setup উইন্ডো এসে Choose Install Location দেখিয়ে দিতে বলবে
ডিফল্ট Destination Folder হলো C:\Program Files \ QUICKfind
আর যদি Browse বাটনে ক্লিক করে অন্য ড্রাইভে ফোল্ডার তৈরী করে সেখানে দেখিয়ে দেন তাহলে সেই ড্রাইভের সেই ফোল্ডারে ইনষ্টল হবে । এখন চয়েস আপনার কোথায় ইনষ্টল দিবেন । আমি উদাহরণ স্বরুপ আমার হার্ড ডিস্কের “D” ড্রাইভে QUICKfind নামে ফোল্ডার তৈরী করে সেটা সিলেক্ট করে ওকে তে ক্লিক করে দেখিয়ে দিয়েছি >
দেখিয়ে দেওয়ার পর Install বাটনে ক্লিক করুন >
Installing পপআপ উইন্ডো এসে কাজ করতে থাকবে >
সন্পূর্ণ হয়ে গেলে Completing the OALD8 Setup Wizard পপআপ উইন্ডো আসবে তারপর Finish বাটনে ক্লিক করে Installation শেষ করুন
Installation is finished . Would you like to launch the application now পপআপ উইন্ডো এসে জানতে চাইবে এপ্লিকেশনটি রান করবেন কিনা ।
No বাটনে ক্লিক করুন ।
যেখানে ডাউনলোড হলো সেখানে যান ।সেখানে Your Software Here নামে একটি ফোল্ডার দেখবেন সেটি খুলুন । খোলার পর Crack নামে একটি ফোল্ডার দেখবেন সেটি খুলুন ।
Oald8 ক্র্যাক ফাইলটি ক্লিক করে সিলেক্ট করুন তারপর মেনুবারে গিয়ে Edit >Copy
Oxford Advanced Learners Dictionary টি যেখানে ইনষ্টল করেছেন সেখানে যান ।
সেখানে OALD8 নামে যে ফোল্ডার আছে সেটি খুলুন ।
খোলার পর মেনুবারে গিয়ে Edit >Paste ক্লিক
Confirm File Replace পপআপ উইন্ডো আসলে Yes বাটনে ক্লিক করুন
তারপর উইন্ডোটি ক্লোজ করে দিন আপনার কাজ শেষ ।
Desktop এর শর্টকাট আইকন Oxford Advanced Learners Dictionary -8th Edition এ ডাবল ক্লিক করুন প্রগ্রামটি অপেন হবে
বাকি কাজ গুলো নিজেরাই করতে পারবেন আশা করি
এনজয় করুন জনপ্রিয় এই Oxford Advanced Learners Dictionary -8th Edition
মিডিয়াফায়ার লিন্ক : ( আমি টেষ্ট করে দেখি নি ) যারা ইচ্ছুক মিডিয়াফায়ার থেকে নামিয়ে দেখতে পারেন ।
মিডিয়াফায়ার পাস : truyenky.vn
মিডিয়াফায়ার পার্ট ১ (150 MB)
মিডিয়াফায়ার পার্ট ২ (150 MB)
মিডিয়াফায়ার পার্ট ৩ (150 MB)
মিডিয়াফায়ার পার্ট ৪ (45.1 MB)
আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নিঃশন্দেহে অনেক উচু মানের টিউন ! আমার মতো অনেকেরই কাজে লাগবে । ধন্যবাদ আপনাকে।