Internet Download Manager যে কি জিনিস যারা নেট থেকে দুনিয়ার যত্ত কিছু ( সফ্টওয়্যার , মুভি , গেম , গান , হাবিজাবি যা কিছু আছে ) ডাউনলোড করেন তারাই বলতে পারবেন , ডাউনলোডার হিসাবে কিন্ত এক নম্বর । ডাউনলোড লিন্কে ক্লিক করলেই হলো বা ডাউনলোড লিন্ক পেলেই হলো বান্দা হাজির এক্কেবারে আলাউদ্দিনের চেরাগের মতো আর আপনাকে জানান দিবে কি ডাউনলোড করমু নাকি !!!
আপনি খালি ইয়েস কইলেই হলো শুরু কইরা দিবে ডাউনলোড । যারা নতুন খালি জিগায় IDM দিয়া কেমনে কি করুম ..........রিজিউম কেমনে করুম ইত্যাদি ইত্যাদি । তাদের জন্যই এই ছোট্ট টিউন । কথা না বাড়াইয়া আসেন দেখি কেমনে ইনষ্টল দিবেন কোনোরকম রেজিস্ট্রেসন- সিরিয়াল কী ছাড়া শুদু পেচ মারবেন বাস কাজ খতম । আর খালি ডাউনলোডাইবেন যাগো ইন্টারনেট স্পীড ভাল .........
এখন কথা হইলো গিয়া এই IDM কেমনে ডাউনলোড করমু আমার তো IDM ই ইনষ্টল করা নাই । ডাউনলোড হইবো ডাউনলোড লিন্কে ক্লিক করলে ডিফল্ট ডাউনলোডার ( যদি Windows Internet Explorer ব্যাবহার করেন ) File Download-Security Warning পপআপ উইন্ডো
আসলে সেভ বাটনে ক্লিক করুন
সেভ এস পপআপ উইন্ডো এসে পাথ দেখিয়ে দিতে বলবে
যেখানে দেখিয়ে দিবেন সেখানে সেভ হবে । সেভ বাটনে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হবে ।
স্পীড বেশী হইলে তাড়াতাড়িই ডাউনলোড হইবো আর না হইলে এককাপ চা খান আর বইসা বইসা ডাউনলোড দেখেন ।
ডাউনলোড কম্পিলিট হলে ডিফল্ট ফাইল ডাউনলোডার এর Open Folder বাটনে ক্লিক করুন
যেখানে ফাইলটি ডাউনলোড হলো সেই ফোল্ডারটি অপেন হবে
আর যদি মজিলা ফায়ারফক্স ব্যাবহার করেন তাহলে মজিলার ডাউনলোডার দিয়ে ফাইল ডাউনলোড হবে >
ডাউনলোড কম্পিলিট হলে
মজিলার ডাউনলোডার এর উইন্ডোতে যে ফাইলটি ডাউনলোড করলেন সেটির উপর মাউস রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে Open Containing Folder ক্লিক । যেখানে ডাউনলোড হলো সেই ফোল্ডারটি অপেন হবে ।
এবার আসল কাজে আসি IDM .exe ফাইলটি নিচের লিন্ক থেকে ডাউনলোড করে নিন >
ডাউনলোড লিন্ক
তারপর পেচ ফাইলটি ডাউনলোড করে নিন , ভয় নাই পেচ ফাইলে কোনো ভাইরাস-টাইরাস নাই কাচপারস্কি এন্টিভাইরাস দিয়া স্কেন কইরা চেক করছি ।আমি নিজেও এই ভার্সনটা এখন ব্যাবহার করছি । আগে পুরাণ ভার্সন ব্যাবহার করতাম । তারপরও চেক কইরা নিয়েন । সাবধানের মার নাই । তবে Avast Antivirus আমার কাছে সুবিধার মনে হয় নি । যা পায় তাই খাইয়া ফালায় । রইয়া-সইয়া খায় না । আমার অনেক কিজেনারেটর , পেচ ফাইল এককোপে পাঠা বলির মতো শেষ !!! তারমানি যে সফ্টওয়্যার গুলো নামালাম সেইগুলো অকাজের হয়ে গেল । তাই এখন Kaspersky Internet Security ব্যাবহার করছি । যাউকগা অন্য কথায় চইলা গেছি আসল কাজে আসি >
এই ভার্সনের পেচ ফাইল ডাউনলোড লিন্ক >
ডাউনলোড পেচ এইখানে
এবার কেমনে ইনষ্টল দিবেন আসেন দেইখা লন নতুনরা > যেখানে বা যেই ফোল্ডারে ডাউনলোড করলেন সেখানে গিয়ে ফোল্ডারটি খুলন >
ফোল্ডার খুললে দেখবেন এই নামে > idman607 Application একটা আর একটা এই নামে IDM 6.xx patch Application
প্রথমে idman607 Application টি রান করুন । idman607 Application টির উপর মাউস রেখে ডাবল ক্লিক করুন অথবা মাউস রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে যে অপশন দেখবেন সেখান থেকে অপেন এ ক্লিক করুন >
যদি নিচের চিত্রের মতো এইরকম পপআপ উইন্ডো আসে (যারা অপারেটিং সিস্টেম এক্সপি ব্যাবহার করছেন ) তাহলে Run বাটনে ক্লিক করুন >
(আর যারা Windows 7 ব্যাবহার করছেন উপরের পপআপ উইন্ডো নাও আসতে পারে )
Internet Download Manager Installation Wizard পপআপ উইন্ডো আসবে >
নেক্সট বাটনে ক্লিক করুন >
আবার নেক্সট বাটনে ক্লিক করুন >
Choose Destination Location পপআপ উইন্ডো আসবে >
ডিফল্ট Destination Folder হলো C:\Program Files \ internet download manager
আর যদি অন্য ড্রাইভে ফোল্ডার তৈরী করে সেখানে দেখিয়ে দেন তাহলে সেই ড্রাইভের সেই ফোল্ডারে ইনষ্টল হবে । এখন চয়েস আপনার কোথায় ইনষ্টল দিবেন । আমি উদাহরণ স্বরুপ আমার হার্ড ডিস্কের “F” ড্রাইভে IDM নামে ফোল্ডার তৈরী করে সেটা সিলেক্ট করে ওকে তে ক্লিক করে দেখিয়ে দিয়েছি >
দেখিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করুন >
আবার নেক্সট বাটনে ক্লিক করুন >
আবার নেক্সট বাটনে ক্লিক করুন >
ইনষ্টলিং পপআপ উইন্ডো এসে কাজ করতে থাকবে >
সন্পূর্ণ হয়ে গেলে Installation Complete পপআপ উইন্ডো আসবে তারপর Finish বাটনে ক্লিক করে Installation শেষ করুন ।
ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য একটি নোটিস আসবে IDM Browser Integration ওকে করুন >
যদি ব্রাউজার মজিলা ফায়ারফক্স ব্যাবহার করেন এইরকম একটা নোটিশ আসবে ওকে করুন
এই Internet Download Manager আপনার কম্পিউটারে ইনষ্টল হলো । পেচ করার আগে অপেন করবেন না । পেচ করে তারপর অপেন করুন । কিভাবে পেচ করবেন দেখে নিন >
যেই ফোল্ডারে IDM 6.xx patch ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটি খুলুন >
IDM 6.xx patch ফাইলটির উপর মাউস রেখে ডাবল ক্লিক করুন নতুবা মাউস রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে অপেন অপশনে ক্লিক করুন >
যদি নিচের চিত্রের মতো এইরকম পপআপ উইন্ডো আসে (যারা অপারেটিং সিস্টেম এক্সপি ব্যাবহার করছেন ) তাহলে Run বাটনে ক্লিক করুন >
Fake Serial সতর্ক বার্তা আসলে ওকে তে ক্লিক করুন >
Internet Download Manager Registration পপআপ উইন্ডো আসলে Cancel বাটনে ক্লিক করুন >
নিচের চিত্রের মতো Patch IDM 6.xx পপআপ উইন্ডো আসলে পেচ বাটনে ক্লিক করুন >
Can not find the file . search the file ? নামে পপআপ উইন্ডো আসলে Yes বাটনে ক্লিক করুন ।
Open পপআপ উইন্ডো আসবে যেই ড্রাইভে যে নামে ফোল্ডার তৈরী করে Internet Download Manager ইনষ্টল করেছেন সেই ফোল্ডার খুজে বের করুন । যদি ডিফল্ট Destination Folder হয় C:\Program Files \ internet download manager তাহলে সেই ফোল্ডার খুলুন ।
আর যদি অন্য ড্রাইভে যে নামে ফোল্ডার তৈরী করে Internet Download Manager ইনষ্টল করেছেন সেই ড্রাইভে গিয়ে সেই ফোল্ডার খুজে বের করুন ।
আমি উদাহরণ স্বরুপ আমার “F” ড্রাইভে IDM নামে ফোল্ডার তৈরী করে সেই ফোল্ডারে Internet Download Manager ইনষ্টল করেছি এবং সেই ফোল্ডার খুললাম >
আবার Internet Download Manager নামে ফোল্ডারটি খুলুন >
ফোল্ডারের ভিতর IDMan Application আইকন দেখতে পাবেন । সেই আইকন ক্লিক করে সিলেক্ট করুন তারপর Open বাটনে ক্লিক করুন বাস কাজ খতম পেচ হয়ে গেল
এবার Internet Download Manager এপ্লিকেশনটি রান করুন >
Internet Download Manager এপ্লিকেশনটি অপেন হলে Tip Of The Day পপআপ উইন্ডো আসবে সেখানে Show tips on startup এর আগে যে টিক চিন্হ আছে ক্লিক করে উঠিয়ে দিন । যদি প্রতিবার ষ্টার্টআপ এর সময় এই উইন্ডোটি আর দেখতে না চান । তারপর ক্লোজ বাটনে ক্লিক করে উইন্ডটি ক্লোজ করে দিন ।
মেনুবারে গিয়ে হেল্প বাটনে ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে About IDM অপশনে ক্লিক করুন । আপনার প্রডাক্টটি রেজিষ্টার্ড কিনা দেখতে পাবেন ।
আরো কিছু ছোট-খাট কাজ করে নিতে পারেন যারা ব্রডব্যান্ড ব্যাবহার করেন তাদের জন্য এই সেটিংস >
Options বাটনে ক্লিক করুন
Internet Download Manager Configuration উইন্ডো আসলে Connection Tab এ ক্লিক করুন সেখান থেকে Connection Type/Speed নিচে ড্রপ ডাউন মেনু থেকে LAN 10Mbs সিলেক্ট করুন ।
আর Default max.conn.number এর ঘরে 16 নির্ধারণ করে ওকে করে দিন ।
Internet Download Manager Configuration উইন্ডোতে আর কিছু পরির্তন না করলেও চলবে যদি কিছু না জানেন । আর যদি জানেন আরো কিছু সেটিংস করে নিতে পারেন ।
অভিজ্ঞদের এই ব্যাপারে আরো তথ্য জানা থাকলে শেয়ার করতে পারেন ।
আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
একটু হেল্প দরকার Mediafire থেকে ডাউনলোড করতে পারছি না……।। লিঙ্ক ঠিক
থাকার পর ও সারভার বিজি লেখা দেখাই ………। আমার নেট ঠিক আছে ……।। সব সারভার থেকে ডাউনলোড হয়
কিন্তু মিডিয়া সারভার থেকে ডাউনলোড করার সময় লয়াদিং পেজ বিজি দেখাই ভাই কে ও হেল্প করেন………।