আপনি হয়ত গীটার পছন্দ করেন? আসলে গীটার পছন্দ করেননা এমন মানুষ হয়ত অনেক কম ই আছেন। তাদের দলেও আমই আছি। তাই আজকে
আমার এই টিউন। আজকে আমি আপনাদের এমন একটা জিনিশ উপহার দিব, জাতে আপনার গিটার শেখার কাজের গতি একদিনে অনেক অনেক বেশি এগিয়ে যাবে।
এতক্ষনে হয়ত আপনি বুঝতে পারছেন যে আমি কিশের কথা বলছি। জি হাঁ, আমি সবার প্রিয় "গীটার প্রো" সফটওয়্যার টির কথা বলছি। এই সফটওয়্যার এর সর্বশেষ ভার্সন হচ্ছে গীটার প্রো ৬। কাজেই যদি আপনি গীটার প্রো ৫ নিয়ে আপনার কাজ সুরু করতে পারেন তবে কেমন হয়?
তাহলে আর দেরি কেন, এখন নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেলুন গীটার প্রো ৫, এবং শুরু করে দিন দুর্দান্ত গতিতে আপনার অডিও এডিটিং এর কাজ। সবাই ভাল থাকবেন, সুশ্তহ থাকবেন এই প্রত্যাশায় আমি শাওন, আজকের মত বিদায় নিলাম।
ডাউনলোড
গীটার প্রো ৬ এর ডাউনলোড লিঙ্কঃ http://dc180.4shared.com/download/H0b113n1/Guitar_Pro_6.zip?tsid=20111027-065551-6cf01a8a
আমি মেহেদী হাসান শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলোজি + ❤ = আমি
guitar pro 5 ভাল লাগে নাই………। । । Native instrument best….