এভিরা ইন্টারনেট সিকিউরিটি ২০১২; সাথে নিন ১৮৪ দিনের নিজস্ব লাইসেন্স একেবারে ফ্রী!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আবারো হাজির হলাম এভিরা এন্টিভাইরাস আর জেনুইন লাইসেন্স কী নিয়ে। এভিরা সম্প্রতি প্রকাশ করেছে তাদের এন্টিভাইরাসের সর্বশেষ ভার্সন "এভিরা ইন্টারনেট সিকিউরিটি ২০১২" যা আগের প্রমিয়াম সিকিউরিটি স্যুটের চেয়ে অধিক কার্যকর। আপনারা হয়ত জানেন এভিরা সবচেয়ে দ্রুত বুট করে। তাই আপনার কম্পিউটার দ্রুত স্টার্ট করে অন্যান্য যে কোন এন্টিভাইরাসের তুলনায়। তাহলে দেখে নিন কি কি ধরণের সুবিধা আছে এই সফ্‌টওয়্যারেঃ

ডিটেকশনঃ

১. সিসটেম স্ক্যানারঃ ভাইরাস, ওয়ার্ম আর ট্রোজান কে দ্রুত ডিটেক্ট করে

২. এন্টি স্প্যামঃ স্প্যান ও ফিশিং স্ক্রীপ্ট যুক্ত ইমেলকে চিহ্নিত করে

৩.  এন্টি বটঃ হ্যাকারের তৎপরতার হাত থেকে রক্ষা করে

৪. এন্টি ফিশিংঃ ফিশিং থেকে রাকে সুরক্ষিত

৫. এন্টি এ্যাড ওয়্যার/ স্পাই ওয়্যারের হাত থেকে সুরক্ষিত রাখে

রিপেয়ার;

১. দ্রুত ভাইরাস দূর করে

২. সিকিউরিটি ট্রেস ও ইনফেকশন অটোমেটিক দূর করে

৩. সিসটেম ব্যাকাপ সুবিধা আছে

৪. রেস্কিউ সিস্টেম ইমার্জেন্সি সময়ে পিসি কে জাম্প স্টার্ট করে।

প্রোটেকশনঃ

১. রিয়েল টাইম প্রোটেকশন

২. ফায়ার ওয়াল প্রোটেকশন

৩. প্রো-এ্যাকটিভঃ বিভিন্ন স্ক্রীপ্টের আচরনের উপর নজরদারীর মাধ্যমে ক্ষতিকর কোড সনাক্ত করে

৪. AHeAD টেকনলোজিঃ যা সফ্‌টওয়্যারের বা স্ক্রীপ্টের সাইনের ওপর নজর রাখে

৫. ওয়েব প্রটেকশন দেয়

৬. ইমেইল প্রটেকশন

৭. এন্টি ড্রাইভ বাইঃ ওয়েব সার্ফিং এর সময় অন্যান্য সফটওয়্যার কর্তৃক অপ্রয়োজনীয় ডাউনলোড বন্ধ রাখে।

আরও থাকছেঃ

১. নেটবুক সাপোর্ট

২. চাইল্ড প্রটেকশন

৩. এক্সপ্রেস ইন্সটলেশন

৪. লাইভ সাপোর্ট এবং ৫. গেম মোড।

আর এর মুল্য? মাত্র ৩২.৯৯ ইউএস ডলার! কিন্তু আপনাদের জন্য ফ্রি.......!!!!

তাহলে আর দেরি কিসের? এখনি ডাউনলোড করে নিন এখান থেকে মাত্র ৭৯.৪২ মেগা

এবার এটাকে চালানোর জন্য লাইসেন্স দরকার? এখানে ক্লিক করুন আপনার নিজের ১৮৪ দিনের ফ্রি লাইসেন্সের জন্য।

সেখানে আপনার ইমেইল দিয়ে ফ্রি লাইসেন্সের জন্য আবেদন করুন। সাথে সাথে পেয়ে যাবেন আপনার নিজের লাইসেন্স। আর যারা এই কষ্ট করতে চান না তাদের জন্য এই লাইসেন্স ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

মেয়াদঃ ১৩ এপ্রিল ২০১২ পর্যন্ত

যারা এভিরার লাইসেন্স এর আগে ব্যবহার করেননি তারা লাইসেন্স ব্যাবহার করতে যা করতে হবে তা নিচের স্ক্রীন সটে দেখুনঃ

তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর !

সফটি আসলেই ভাল,ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাদের। 🙂

Level 0

ইনষ্টল হচ্ছেনা কারণ আমার এক্সপি এসপি২ কোন সমাধান থাকলে জানাবেন, প্লিজ

তোমাদের কোনও অঙ্ক আটকালে বা না পারলে বল আমি করে দেব। যে কোনও অঙ্ক । কঠিন অঙ্ক দিয়ে আমায় পরীক্ষা করে নিতে পার । মনে করে দিয় । সবাইকে বললাম । দিয় কিন্তু ।

ভাই এটা দিয়েতো আমার pc protected না শুধু Internet protected. Pc protect করার কি কোন নিয়ম আছে থাকলে জানাবেন please