টেকি ভাইদের কে সালাম ও শুভ কামনা করে আমি আমার প্রথম টিউন শুরু করছি , আসলে ব্লগিং এর সাথে বেশ কিছুদিন কাটলো কিন্তু টিউন করবো কখনো ভাবিনি, কারন এখানে অনেক ট্যালেন্ট ব্লগার রয়েছে এটি আমার খুব ভালো করেই জানা ! তার পরও আজকে কিছুটা শাহস নিয়েই টিউন করতে বসেছি ,
(প্রকৃতপক্ষে আমি টিউন করার চেয়ে প্রতিটি টিউন নিয়ে প্রক্টিক্যাল করতেই বেশি স্বাচ্ছন্দবোধ করি ) তবে আপনাদের কিছুটা ভালো লাগলে মাঝে মাঝে টিউন করা ইনশাল্লাহ !
অনেক বকবক হলো এবার কাজের কথাই আসছি .........এটি একটি “ইংরেজী লার্নিং সফট্যয়ার” তবে এটি কোন কোম্পানীর বিজ্ঞাপন নয় ।
কার্য পদ্ধতি :
০১/ জীপ ফোল্ডারটি আনজীপ করুন (তাহলে part 01 এবং part 02 নামের দুটি ফোল্ডার পাবেন ,
০২/ part 01 এ ক্লিক করুন এবার spoken 01 নামের আয়কনটিতে রাইট ক্লিক করে ডেক্সটাবে নিন
০৩/ একিভাবে, part 02 এ ক্লিক করুন এবার spoken 02 নামের আয়কনটিতে রাইট ক্লিক করে ডেক্সটাবে নিন
সাবধানতা : ভুল করেও spoken 01 এবং spoken 02 নামের আইকনটি কপি করে ডেক্সটাবে নিবেন না , তাহলে এটি কাজ করবে না । ( অবশ্যই ফাইলে ঢুকে রাইট ক্লিক করে ডেক্সটাবে নিবেন )
ডেক্সটবের spoken 01 আইকন এর উপর ক্লিক করলে এরকম একটি ইউনডো আসবে
লাল বৃত্তাকার অংশে দেখতে পাচ্ছেন “প্রথমেই setup বাটনে ক্লিক করে ইনস্টল করুন” আপনি যদি ঐ বাটনে ক্লিক করলে একটি ইরর ম্যাসেজ পাবেন “Error reading setup initialization file” তবে ভয়ের কারন নেই আমি ওটা ইচ্ছে করেই নষ্ট করে রাখছি কারন আমি আপনাদের কথা দিয়েছি যে সিডি রমএ প্রোগাম না রেখেই রান করবো । (নিচে দেখুন)
এখন বাম পাশে দেখতে পাচ্ছেন ৪টি বিভাগে মোট ৬টি লেসন্ করা হয়েছে প্রথমটি“Pronunciation”
এখানে আপনি পাবেন শুদ্ধ উচ্চারন সহ শব্দের অর্থ । আপনিও মিলিয়ে দেখতে পারেন আপনার Pronunciation কতটুকু সঠিক ।
এবার Listening বিভাগে দুটি অংশ ‘listening & click’
আপনি উপরে লেখা দেখতেই পাচ্ছেন ‘উচ্চারন শুনে সঠিক ইমেজের উপর ক্লিক করলে ডানদিকে ফলাফল প্রদর্শিত হবে” দেখু আমার ভাগনে এটিতে ১০০তে ১০০পেয়েছি কি মজা !!!
(আসলে এই সফট্ টির কিছু অংশ বাচ্ছারা বেশ পছন্দ কর)
এর পরদেখুন ‘listening & write’
এখানে ও নির্দেশনা অনুযায়া কাজ করুন , আপনার ফলাফল ভুল হলে ডিসপ্লেতে তা প্রদর্শিত হবে,যেমন দেখুন ....
এখানে শুধু মাত্র ‘প্রোশ্নবোধক চিন্হ (?)’ না দেওয়াতে ফলাফল ভুল বলছে
এবার আসবো ৩য় বিভাগ lesson & conversation অংশে , আসলে এটি সফট্ টির 1st এর মূল অংশ বিধায় অনেক বড় আমি কিছুটা তুলে ধরছি , যেমন এখানে পাবেন মিক্সিং ওয়ার্ড , ড্যাগ & প্লে , অসংখ্য এক্সসাসাইজ ইত্যাদি ।
1st পাঠে ৫টি লেসনে অনেকগুলো মেথড বা কৌশন শেখানে হয়েছে , এবং 2nd পাঠে আরো এমন ৫টি লেসন পাওয়া যাবে ।
বার দেখুন কিছু ভিডিও পোজেক্ট ,এরকম অনেকগুলো ভিডিও প্রজেক্ট পাবেন , যা আপনার ‘স্পোকেন ফ্লুয়েন্সি’ বাড়াতে সক্ষম হবে
আরেকটি দেখুন.........
এ অংশে আপনি পাবেন contractions word বা সংকুচিত শব্দ যার সঠিক উচ্চারন ও আমাদের অনেকেরই জরুরী হতে পারে ।
এবার কিছু example দেখুন , এরকম প্রায় ৫০টির বেশি পাবেন ।
এই রুলস্ গুলো কিন্তু আপনাকে ভয়েস সহ মাউসের কার্যার ধরে ধরে বুঝিয়ে দেয়া হবে । যা আমাদের অনেকেরই দরকার হতে পারে । (অনেকটা ভিডিও টিউটারিয়াল মনে হবে)
এবার শেয়ার করবো এই সফটির সবচেয়ে মাজার বিষয়টি আর তা হলো ‘voice recognition’ অর্থাৎ কম্পিউটার আপনার সাথে কথা বলবে !!! আপনাকে একটি প্রশ্ন করার পর আপনি যদি সঠিক pronunciation এ আনসার করতে পারেন তবে কম্পিউটার আপনাকে পাল্টা আরেকটি প্রশ্ন করবে , (আসলে এটি ছোটরা অনেক মাজা পাই)
কিছুটা সময় নিয়ে যত্ন করে টিউনটি লেখার চেষ্টা করলাম , আপনাদের ভালো লাগলে ভবিষ্যতে আবার ও অন্যকোন টিউন নিয়ে হাজির হবো ইনশাল্লাহ্ , তবে আমি টিউনের সংখ্যা বাড়ানোর চেয়ে টিউনের মানসম্পর্ন টিউন, সময় নিয়ে করার পক্ষে......। ও আরেকটি কথা
“বাজারে এই সফট্ টির সিডি কিনতে পাওয়া যায় মাত্র ২৫০টাকার বিনিময়ে , তবে ওটাতে ছোট্ট একটি সমস্যা আছে তাহলো সফটি সিডি রম এ না রেখে রান হবেনা” । তবে আমি এই সমস্যাটি সফলভাবে কাটিয়ে উঠছি
এবার , শেয়ার করবো ডাউনলোড লিংক
রথমেই রিগেনভাই কে ধন্যবাদ দিয়ে আজকের টিউনটির ডাউনলোড লিংকগুলো শেয়ার করতে চাই , কারন তিনি সম্পূর্ন ফাইলগুলো রাত জেগে আপলোড করে দিছে , রিগেনভাকে আমি টিটি এর সকল ভিসিটরদের পক্ষথেকে আমি তাকে অভিন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই গোলাপগুল আপনার জন্যে........এবং
আপনাদের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি কারন সফট্ টি দিতে আপনাদের কিছুদিন বিলম্ব হলো , আসলে টিউনটি করার আগে কখনোই ভাবিনী যে এভাবে সাড়া পাবো , যায় হোক আমি ব্যক্তিগত ভাবে সবকিছুতে প্যাক্টিকালিতে বিশ্বসী , তাই সফটি নিয়ে বেশ পর্যালচনা করে আপনাদের সামনে হাজির করলাম ।
নিচের ডাউনলোড আইকনে ক্লিক (১০০মেগাবাইট) করে পার্ট ০১ডাউনলোড করে নিন, অথবা এখানে ক্লিক করুন
এবার , নিচের ডাউনলোড আইকনে ক্লিক (১০০মেগাবাইট) করে পার্ট ০২ডাউনলোড করে নিন, অথবা এখানে ক্লিক করুন
অনুরুপভাবে , নিচের ডাউনলোড আইকনে ক্লিক (১০০মেগাবাইট) করে পার্ট ০৩ ডাউনলোড করে নিন, অথবা এখানে ক্লিক করুন
অনুরুপভাবে , নিচের ডাউনলোড আইকনে ক্লিক (১০০মেগাবাইট) করে পার্ট ০৪ডাউনলোড করে নিন, অথবা এখানে ক্লিক করুন
অনুরুপভাবে , নিচের ডাউনলোড আইকনে ক্লিক (১.৯২ মেগাবাইট) করে পার্ট ০৫ডাউনলোড করে নিন, অথবা এখানে ক্লিক করু
""এবার দেখাবো আপনাদের কিভাবে ডাউনলোড কৃত ফাইলটি জোড়া লাগাবেন""
*** ফাইল জোড়া লাগানোর অনেক সফট পাওয়া যায় , তার মধ্যে অন্যতম Hj split , আপনাদের সুবিধার জন্যে ডাইরেকক্ট লিংক ও মিডিয়া ফায়ার লিংক দিলাম .ডাইরেক্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করতে নিচের আইকনে ক্লিক করুন
কার্য পদ্ধতি :০১
০১/ ডাউনলোড কৃত ফাইলগুলো অবশ্যই একটি ফোল্ডারে রাখতে হবে । ফাইলগুলো দেখতে এমন হবে ।(জরুরী)
৩/সফটটি ওপেন করে জয়েন অপশনে ক্লিক করুন
৪/ইনপুট ফোল্ডার এর ক্লিক করে ব্রাওস করে ফাইলটি দেখিয়ে দিন , একইভাবে আউনপুটে ও আপনার ডাওনলোডকৃত ফোল্ডারটি দেখিয়ে দিন
৫/ ফোল্ডারের মধ্যে আপনি এরকম ১টি ফাইল দেখতে পাবেন । ভয়ের কারন নেই , ওটি নির্বাচন করুন এবং আউটপুট ফোল্ডার দেখিয়ে start বাটনে ক্লিক করুন
৬/ ফাইল টি জয়েন হতে সর্বচ্চ ৩০সেকেন্ড সময় লাগবে ।
৭/ এবার আপনি দেখতে পাবেন , আপনার আউটপুট ফোল্ডারে নতুন একটি জীপ ফাইল তৈরী হয়ছে।
এবার জীপ ফাইলটি আনজীপ করুন , তাহলেই আপনার সফটের মূল ফাইলটি পাবেন । এবার টিউনের প্রথম স্কীনশর্ট অনুযাঢ আইকনটি ডেক্সটবে নিয়ে উপভোগ করুন প্রয়োজনী এই সফটি , (কারে ভালো লাগলেই আমার এই কষ্টটি সার্থক হবে।)
“এবার দেখাবো জিপি থেকে ডাউনলোড করার জন্যে কিছু টিপস্”
কায পদ্ধতিঃ
প্রথমে যেকোন গ্রামীন পোষ্টপেইড (একতা পোষ্টপেইড ছাড়া) p2 বা p3 চালু করে নিতে হবে , এটিতে আপনি জেনুয়িন পলিসিতে ব্রাউস করতে পারবেন ।
p২ = ৩৩টাকা(প্রায়), মেয়াদ ১দিন , ব্যান্ডইউথ ৫গিগা ,
p3 = ১০টাকা (প্রায়), মেয়াদ ১০ঘন্টা (রাত ১২:০১/সকাল০৯:৫৯মিঃ) ব্যান্ডইউথ ৫গিগা ,
সর্তকতাঃঅনেকেই এরুপ ইউজ করতে ভয় পায় , করন তারা ব্যবহারের সঠিক প্রক্রিয়া জানে না । আমি নিজেই দুটি টিউন পড়েছি তারা p3 এভাবে একদিন ব্যবহার করলে সমস্যা হবে । আমি আপনাদের আপ যে পদ্ধতি দেখাবো , যদি ১০০%উপকার না পান তাইলে আমার নামে হরতাল ডাইকেন ।
গ্রামীন এর p2 ও p3 এর জন্য
কোন ভাবেই আপনি রাতএর জন্যে ১২টার আগে রিকোয়েস্ট পাঠাবেন না , (পাঠালে আপনার দুদিনের টাকা কেটে নেওয়া হবে ।)
১/ প্রথমে p২ লিখে ৫০০০ এ সেন্ড করুন
২/এবার এরকম একটি ম্যাসেজ আসবে Dear subscriber, for p2 will be charged Tk.987 per month . if yes type Y and fi no type N and send it to 5000 (টাকা সঠিক মনে করত পারছি না সম্ভাবত ৯৮৭ই হবে )
৩/ আপনি Y লিখে রিপ্লেই করুন
৪/ এবার এরকম একটি ম্যাসেজ পাবেন । dear subscriber, your internet service activation request has been accepted. You will be notified shortly.
৫/ এর কিছুক্ষন পর এরকম কনফারমেশন পাবেন । p3 internet service eill be activated within 3 hours. (এটিই হলো মূল কনফারমেশন ) এটি আসলে আপনি ব্রাউস করতে পারবেন ।
কিছু টিপসঃ ৬/ কনফারমেশন আসার পরপরই আপনি cancel লিখে ৫০০০এ পাঠিয়ে দিবেন (পরে পাঠালও হবে ) নিন্তু কনফারমেশন ম্যাসেজ পাওয়ার পর পাঠালে সাথে সাথে আপনার সংযোগ ডিসকানেক্ট হবে না , এটি রাত ১২:০১মিনিটে ডিক্সানেক্ট হবে । আর কনফারমেশন না পেয়েই যদি calcel লিখে ৫০০০ সেন্ড করে তাহলে আপনার সংযোগ রিজেক্ট হতে পারে , সেক্ষেত্রে আপনি ব্রাওস করতে পারবেন না।
আর কোন সমস্যা ও পরামর্শ থাকলে বলবেন। আজ এটুকুই ভালো লাগলে আবার কথা হবে ইনশল্লাহ........
প্রয়জনে: মেইল : [email protected]
ফোন : +৮৮০১৭১১-৭১৬৯২৭ এবং +৮৮০১৭১৩-৮২৭৪৬৬
আমি প্রিন্স মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Every success story is a story of great failure
Its a Excellent tunes…Carry on and we will wait for next tunes,.,,,Thanks Prince vay…