শিরোনাম দেখে অবাক হয়েছেন হয়ত কিন্তু শিরোনামে আপনি ভুল দেখেননি। আগেও আমি গুগল ক্রোম অফলাইন ইন্সটলের উপর টিউন করেছিলাম। সেটা ছিল Google Chrome 1 এর জন্যে। গুগল ক্রমের বর্তমান stable version হচ্ছে Google Chrome 2 , যেটা অনলাইনে ইন্সটল করতে হয়। তবে Google Chrome 3 বেটা অবস্থায় আছে। Google খুব দ্রুত ক্রোমের উন্নতি সাধন করছে। আপনাদের কেউ কেউ জানেন যে Goolge Chrome অপারেটিং সিস্টেম হিসেবে আত্মপ্রকাশ করবে আগামি বছরেই, তারই ফলপ্রসু ফসল Google Chrome এর দ্রুত উন্নতি। দিন দিন গুগল ক্রোম কিভাবে অন্য ব্রাউজারের সাথে টেক্কা দিচ্ছে তার বিস্তারিত পাবেন এখানে। আমার মত অনেকেই আজ গুগল ক্রোম ব্যাবহার করেন। জিন্নাত ভাইয়ের টিউনে দেখলাম গুগল ক্রোম ১ বছর পার করল, তারপরেই একটু ঘাঁটাঘাঁটি করতেই পেয়ে গেলাম Google Chrome 4 এর অফলাইন ইন্সটলার।
এখান থেকে ডাউনলোড করতে পারবেন Google Chrome 4, এবং এটা অফলাইন ইন্সটলার।
Google Chrome 4 এর আরেকটি ভার্সন আপনাদেরকে দিতে চাই। এটা zip আকারে আছে এবং এটা আপনি unzip করে আপনার পেনড্রাইভে রেখে যেকোন পিসি তে চালাতে পারবেন। এখান থেকে নামিয়ে নিন Chromium 4.0.207.0 (25433) (ছবিতে যেটা দেয়া আছে)।
আমি দূরবীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চেষ্টা থাকে ছোট জ্ঞানকেও বড় করে দেখার ।
আমার মনে হয় গুগলক্রমের উদ্দেশ্য ব্রাউজার গুলোর সাথে পাল্লা দেওযা নয় বরং ওয়েব জগতটাকে আরও বাগে নিয়ে আসা। আর গুগল ওয়েভ হবে তির হাতিয়ার নিশ্চিত।