মুভি, গেমস , সফটওয়ার কি নেই এখানে ?

আমরা অনেকেই কোন কিছু ডাউনলোড করতে হলে Google এ সার্চ দিয়ে থাকি । কিন্তু অনেক সময় বিরক্ত লেগে যায় তবুও আমরা যা খুজছি তা পাই না । কিন্তু অন্য পন্থা ব্যবহার করলে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন । Repidshare , megaupload ও 4shared থেকে খুব সহজেই বের করতে পারবেন আপনার প্রয়োজনীয় সফটওয়ার , মুভি , গেমস , থিমস ইত্যাদি ।

১ . Repidshare এর একটি সার্চ ইন্জিনঃ

রেপিডশেয়ার এর একটি অন্যতম সার্চ ইন্জিন হল http://rapidlibrary.com/ এই খানে এববার সার্চ করেই দেখুন ।

dgr

আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটি পেয়ে যাবেন । কিন্তু এর সীমাব্ধতা তো আছেই তা হল আইপি নিয়ে সমস্যায় পরতে পারেন ।

২ . megaupload এর অন্যতম একটি সার্চ ইন্জিনঃ

এই সার্চ ইন্জিন এর মাধ্যমে আপনি megaupload এ লুকায়িত সকল প্রকার সফটওয়ার , মুভি , গেমস , থিমস ইত্যাদি ডাউনলোড করতে পারবেন ।

sfd

এখানে সার্চ কের দেখুন http://4megaupload.com/ । আশা করি ব্যবহারের পরই বুঝবেন ।

৩. 4shared র অন্যতম একটি সার্চ ইন্জিনঃ

4shared এর অন্যতম ভাল বৈশিষ্ট্য হল এই ওয়েবসাইট থেকে যত খুশি ডাউনলোড করে যায় এবং আইপি এর ঝামেলা নাই । সুতরাং এটাই তো অন্যতম তাই না ।

তো http://search.4shared.com/

আশা করি সবাই উপকৃত হবেন ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগেই জানা ছিল, শেয়ার করার জন্য ধন্যবাদ। র‌্যাপিডশেয়ারের আর ভাল একটি সার্চ ইঞ্জিন হল http://rapidshare-search-engine.com/ ,এখানে খুঁজে পেতে আরেকটু সহজ হয়। আর Megaupload এর ডাউনলোড Resume করা যায় একটু ট্রিক্স খাটিয়ে, তবে তার জন্য mozilla firefox প্রয়োজন। আর 4shared-ই তুলনামুলকভাবে ভাল কিন্তু Resume করা যায় না।

lots of porn….

Level 0

Lotus ভাই এসব(rapidlibrary) থেকে ফাইল ডাউনলোড করলে অনেক সময় বিপদে পড়তে হয়। কেননা এসব বেশিরভাগ ফাইলে password দেওয়া থাকে। তাইলে password দেওয়া ফাইল খুলব কেমনে। আমি এরকম একটা ফাইল ডাউনলোড করে বিপদে পড়েছি। এর সমাধান থাকলে দেন।

আর http://www.rapidlibrary.com লিংক কাজ করছে না।

ফোর শেয়ার্ড অন্যতম একথা মানতে পারছিনা। কারন এটা রিজিউম সাপোর্টেড নয়।

Level 0

হ্যা বুঝলাম রিজিউম সাপোর্টেড নয় কিন্তু রেপিডশেয়ারের মত আইপি তো ধরে না ।