টিউনার বন্ধুদের নিশ্চই মনে আছে যে কিছুদিন আগে একটি পাসওয়ার্ড ম্যানেজার ‘পাসপ্যাক' নিয়ে লিখেছিলাম। যেটা আপনাদের অনেকই হয়ত ব্যবহার করে দেখেছেন। এটা তো ছিল একটা ডেস্কটপ বেজড টুল। কিন্তু ভাবুন তো যদি এই একই কাজ আপনি মজিলা ফায়ারফক্সের কোন এক্সটেনশন দিয়ে করতে পারতেন।
ঝামেলা অনেকটা কমে যেত। তাই নয় কি? হ্যা বন্ধুরা আবার আমি আপনাদের কাছে উপস্থাপন করব মজিলা ফায়ারফক্সের ই আরেকটি নতুন এ্যাডঅন।
Sxipper হচ্ছে মজিলার আরেকটি নতুন এ্যাডঅন যা আপনাকে আপনার অনলাইন ইউজারনেম এবং পাসওয়ার্ড গুলোকে আরো সহজে ম্যানেজ করার সুযোগ করে দেবে।
এর একটি ভালো দিক হচ্ছে আপনার পাসওয়ার্ড এবং ইউজারনেম ম্যানেজিং ক্যাপাসিটি আনলিমিটেড পর্যন্ত এক্সটেন্ট করা হয়েছে। আপনাকে যা করতে হবে শুধু আপনাকে আপনার নির্দিষ্ট স্থানে রাইট ক্লিক এর মাধ্যমে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ডগুলোকে বেছে নিতে হবে।
ব্যাস VERY SIMPLE
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
এটাই হচ্ছে ওপেন সোর্সের সৌন্দর্য। নিজের মত করে ব্যবহার করার হাজারো অপশন। ধন্যবাদ সোহান ভাই।