বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম, সবাইকে আমার ভাল লাগা ভালবাসা দিয়ে আজকের টিউন শুরু করছে। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন।
বাইক দুর্ঘটনায় প্রায় ২.৫ মাস কম্পিউটার থেকে দূরে ছিলাম।এখন আবার রেগুলার হবার চেষ্টা করবো।আপনি ভাল থাকবেন ও পৃথিবীর সকল মুসলমানদের জন্য দোআ করবেন। আমি আজ থেকে আপনাদের সাখে শেয়ার করব FastStone Capture 7.0
FastStone Capture হচ্ছে ছোট,হাল্কা,কিন্তু খুবই দরকারি সফট। আমরা স্ক্রীন শট নেয়ার জন্য এক সফট,আর টিউটোরিয়াল বানানোর জন্য আরেক সফট ব্যাবহার করে। কিন্ত এইটা দিয়ে সব করা যায়।
বেশি কথা না বলে চলুন এর কাজ/বৈশিষ্ট্য সমূহ দেখি।
ইনস্টলেশন এবং ব্যবহার:
ইত্যাদি আর অনেক কিছু। যা এখন দেখি নাই।আপনারা টাইম নিয়া দেখেন।কেননা কারো দেখানো জিনিষের চাইতে নিজে Discover করা অনেক বেশী আনন্দের।
আমি netseeder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এরকম আরও সফটওয়ারে জন্য ভিজিট করতে পারেন-www.netseeder.blogspot.com
বিজ্ঞাপন নয় কারো যদি লাগে,তাদের জন্য।