সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন উপস্থাপন করছি। আজ আপনাদের সাথে আমি একটি সফ্টওয়্যার শেয়ার করব, যার নাম WinAVI Video Converter।
আমার আগের টিউনটি ছিলো Wondershare Flash Gallery Factory Deluxe 5 এই সফটওয়্যারটি নিয়ে। টিউনটি দেখতে হলে এখানে ক্লিক করুণ। অনেকেই বলেছে যে এর মাধ্যমে কাজ করার পর যদি তা ভিডিওতে রুপান্তর করা যেত! আবার অনেকেই বলেছে যে এর মাধ্যমে কাজ করার পর তা সেভ করলে তার Resource ফোল্ডারটি ডিলেট করে দিলে আর কাজ করে না। আর কাজ করবেইবা কী করে যদি মূল উপকরণ না থাকে। তাই অনেক চিন্তা করে দেখলাম যদি এই ফাইলটির অর্থাৎ .swf ফাইলকে যদি ভিডিওতে রুপান্তর করা যায় তাহলে অনেক ভালো হয়। তাই আপনাদের কাছে নিয়ে এলাম একটি কনভার্টার যার মাধ্যমে .swf ফাইল সহ যেকোন ফরমেটের ফাইলকে AVI এ কনভার্ট করা যায়। শুধু তাইনা আরো অনেক কিছু করা যায় তা আপনারা সফটওয়্যারটির ১টি ছবি দেখলেই বুঝতে পারবেন।
এখন বুঝলেন তো কিকি করা যায়! যাই হওক এবার এর মাধ্যমে .swf কে কীভাবে ভিডিওতে রুপান্তর করা যায় সেই আলাপে আসি।
প্রথমে আপনি Convert any format to AVI এতে ক্লিক করুণ তাহলে যেকেন ফাইল নিতে বলবে তখন আপনি .swf ফাইলটি ওপেন করুণ। তারপর দেখতে পারবেন নিচের মত ক্রিণ আসছে
তখন আপনি Start বাটনটিতে ক্লিক করুণ তাহলে নিচের মত আসবে
এইরকম আসলে যদি আপনার .swf ফাইলটিতে প্লে অপশন থাকে তাহলে তা প্লে করে দিন বাস কাজ শেষ। এখন আপনার .swf ফাইলটি যতক্ষণ দেখবেন ততক্ষণ তা ভিডিও হবে যদি ক্লোজ করতে চান তাহলে উপরের পর্দাটি কেটে Stop করে দিন ভিডিও টি অটো সেভ হবে। মনে রাখবেন উপরের পর্দায় আপনার ফাইলটি যতক্ষণ চালাবেন ততক্ষণ ভিডিও হবে। ভিডিও কোয়ালিটিও খুব ভালো। আমি এর চেয়ে ভালো কনভার্টার দিতে পারলাম না। যদি আপনাদের কাছে এরচেয়ে ভালো থাকে তাহলে শেয়ার করবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুণ
এবার সফটওয়্যারটি কী ভাবে ফুল ভার্শণ করবেন তা জানিয়ে দিচ্ছি
প্রথমে সফ্টওয়্যারটি সেটআপ করুণ। তারপর সফ্টওয়্যারটি রাণ করুণ তাহলে দেখতে পাবেন যে লাইসেন্স চাচ্ছে তখন দেখুন সফ্টওয়্যার ফোল্ডার এর ভেতরে একটি নোটপেড আছে সেটি অপেন করে তার ভেতরের Licensed E-mail ও Registration Code দিয়ে ওকে করুণ। তাহলে দেখবেন যে কাজ হচ্ছে না। এখন আপনি সফ্টওয়্যার ফোল্ডার এর ভেতরে দেখতে পাবেন যে একটি entry.dll ফাইল আছে এই ফাইলটি কপি করুণ তারপর Local Disk C/Program File/WinAVI/Video Converter এর ভিতরে রিপলেস করেদিন। ব্যাস কাজ শেষ। এবার ব্যবহার করুণ আপনার মনমত।
আমার আগের সবগুলো টিউন দেখতে চাইলে এখানে ক্লিক করুণ।
আমি সুমন আহমেদ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ সুমন আহমেদ (Sumon Gang)। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আমার সবগুলি টিউন দেখতে এই লিংকে যান https://www.techtunes.io/tuner/sumon-gang। আমার সম্পর্কে জানতে চাইলে ফেসবুকে বন্ধু হতে পারেন https://www.facebook.com/BDG.MrShadow
Nice job dear . Write more If your know ……………………………………………